Kothhaay o Surey-Hemanta Mukhopadhyay

The Legendary singer Hemanta Mukhopadhyay interviewed by Shri Subir Ghosh.Courtesy-DD Bangla

Пікірлер: 1 400

  • @somnathbanerjee2145
    @somnathbanerjee2145 Жыл бұрын

    "আমার কণ্ঠ আমার নয়, ঈশ্বর এর কণ্ঠ '". কত বড় মনে র মানুষ হলে এমন কথা বলতে পারেন. এখানে ই তিনি মহৎ,, মহাপ্রাণ 🙏🙏🙏

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226

    সমগ্র সঙ্গীতের ইতিহাস যেদিন লেখা হবে হেমন্ত মুখোপাধ্যায়ের গান সেদিন থাকবে সবার শীর্ষে!

  • @khirulakramkhan6998
    @khirulakramkhan69984 жыл бұрын

    ‌হেমন্ত মু‌খোপাধ্যায় অামার প্রিয় শিল্পী। হেম‌ন্তের গাওয়া মোটামু‌টি অামি প্রায় সব গুলা গানই শু‌নে‌ছি। শিল্পী ১৯৮৯ স‌া‌লের দি‌কে সপ‌রিবা‌রে ঢাকায় বি‌শেষ সফ‌রে এ‌সে‌ছি‌লেন। এক‌দিন সম‌য়ে হো‌টেল শেরাট‌নে গি‌য়ে শিল্পীর সা‌থে দেখা ক‌রি এবং প্রায় অাদা ঘণ্টা শিল্পীর সা‌থে অাড্ডা দেই এবং সংগী‌তের বি‌ভিন্ন বিষয় নি‌য়ে অালাপ ক‌রি। দিনটি অাজও অামার স্মরনীয় হ‌য়ে অা‌ছে।

  • @daliaroy3215
    @daliaroy32153 жыл бұрын

    ওনার মতো প্রতিভাময় গায়ক সত্যিই বিরল; ঈশ্বর প্রদত্ত কণ্ঠের অধিকারী ছিলেন তিনি, সত্যিই তিনি অন্যবদ্য।

  • @pranaychakraborty8970
    @pranaychakraborty89704 жыл бұрын

    দুর্ভাগা আমি এবং আমার মতো বয়স এর ছেলে মেয়েরা যারা আপনাকে চাক্ষুষ দেখতে পেলাম না 😢। একবার পা ছুয়ে প্রণাম করতাম আপনাকে 😢🙏🙏❤️।

  • @sanjaykdas9417
    @sanjaykdas9417 Жыл бұрын

    সর্বময় কণ্ঠকে হারিয়েছি। স্মৃতিতেই চিরভাস্বর হয়ে আছেন।তাঁর মহাপ্রয়াণে(১৯৮৯,সেপ্টেম্বর) আমি অঝোর ধারায় কেঁদেছিলাম,ঢাকায় হোস্টেলে বসে, ২৫ বছর বয়সে। আহা, কি হারালাম।

  • @sukantadas6757
    @sukantadas67574 жыл бұрын

    আজো এভাবে কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়কে পাওয়া ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ ইউটিউব।

  • @manazirislam7856
    @manazirislam7856 Жыл бұрын

    হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনলে এখনো শরীরে কাটা দেয়। অমর সব গানের এই স্রষ্টাকে জানাই বিনম্র শ্রদ্ধা।

  • @utpaladhikary4297
    @utpaladhikary4297 Жыл бұрын

    হেমন্তবাবুকে শুধু গায়ক বললে ভুল বলা হবে। আমার মতে উনি সঙ্গীতসাধক 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @sankarpatra85
    @sankarpatra85

    গুরুদেব মানুষ উনি, উনি যে গানে গলা মেলায় সেই গান সুমধুর হয়ে ওঠে। উনার যে সৃষ্টি চির অতুলনীয়,

  • @manasroychowdhury2926
    @manasroychowdhury2926

    হেমন্ত মুখোপাধ্যায় হাজার বছরে একবার আসেন।

  • @sikhagayen8311
    @sikhagayen83113 жыл бұрын

    যাঁর গান শোনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করেছি আজ তাঁকে দেখছি।

  • @tarunkumarmondal468
    @tarunkumarmondal4682 жыл бұрын

    ওনার সম্পর্কে কিছু বলতে গেলে ভাষা আর শেষ হবে না। শুধু জানাই অজস্র 🙏🌹🌹🌹♥️♥️♥️

  • @anandamondal1944
    @anandamondal1944 Жыл бұрын

    এক কথায় অনবদ্য, অপূর্ব।

  • @alihossain9947
    @alihossain9947

    এ কালের চেয়ে সে সময়ের প্রতিটি গান আমার কাছে বেশী ভালো লাগলো।একজন নিচু গ্রেডের শিল্পী হয়েও এমন মন্তব্য করার সাহস দেখালাম।জনাব হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমার খুব ভালো লাগে।মান্নাদে সহ অন্যান্য গুনি শিল্পীরাতো আছেই।প্রত্যেকের গান পরিবেশন হৃদয়কে নাড়িয়ে দেয়।হেমন্ত দাদার গাওয়া রবীন্দ্রনাথ এর গানও মন ভরে দেয়।

  • @JOYRAMAKRISHNA
    @JOYRAMAKRISHNA2 жыл бұрын

    গান টি শুনতে শুনতে আমি বাকরুদ্ধ হয়ে যায়, কতবার যে শুনেছি তার হিসাব নেই।

  • @somnathmitra2448
    @somnathmitra24482 жыл бұрын

    হে মহান শিল্পী আগামী পৃথিবী অবশ্যই কান পেতে তোমার গান শুনবে। আমার মাথা নত করলাম তোমার চরন ধূলার তলে।

  • @badalmeghmondal3149
    @badalmeghmondal31493 жыл бұрын

    আজও আমার সবচেয়ে প্রিয় শিল্পী... আমার গানের জগৎ শুধুই হেমন্তময় ------♥️♥️♥️

  • @proproot
    @proproot Жыл бұрын

    নীল আকাশের নিচে এই পৃথিবী, গানটা প্রথম বার শোনার সময় ই আমি অনুভব করতে পারছিলাম যে উনি এটি খুব ভালোবাসেন।

  • @utpaladhikary4297
    @utpaladhikary42972 жыл бұрын

    কি অসাধারন কন্ঠ। মানুষটার পা ছুঁতে না পারার আক্ষেপটা আজীবন রয়ে গেল। 🙏

Келесі