No video

কম খরচে সিলেট ভ্রমন গাইড | হযরত শাহজালাল মাজার সিলেট | Hazrat Shahjalal Mazar Sylhet

কম খরচে সিলেট ভ্রমন গাইড | হযরত শাহজালাল মাজার সিলেট | Hazrat Shahjalal Mazar Sylhet
হযরত শাহজালালের মাজার সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা সিলেট শহরের অন্তর্গত। এটি সিলেট শহরের ঠিক মধ্যস্থলে এবং '০' পয়েন্টের ১ কিলোমিটারের মধ্যে রয়েছে। স্থানীয়ভাবে এলাকাটিকে দরগা এলাকা এবং প্রবেশপথটিকে দরগা গেইট বলা হয়।
শাহজালাল (আরবি: شاه جلال‎‎; ১২৭১ - ১৩৪১) ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তার পুরো নাম শেখ শাহ জালাল কুনিয়াত মুজাররদ। ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৩ খ্রিষ্টীয় সালে ৩২ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। তার সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে, তদুপরি শাহ জালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত ফার্সি ভাষার একটি ফলক-লিপি থেকে উল্লেখিত সন-তারিখই সঠিক বলে ধরা হয়। ফার্সি ভাষায় লিখিত ফলক-লিপি বর্তমানে ঢাকা যাদুঘরে সংরক্ষিত আছে। সিলেটে তার মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহ জালালের সঙ্গী-অনুসারীদের মধ্য হতে অনেক পীর-দরবেশ এবং তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালালের সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তার মৃত্যুর পর তাকে সিলেটেই কবর দেয়া হয়।
ইতিহাস অনুযায়ী, সিলেটে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহজালাল (র.) ১৩০১ সালে যখন দিল্লী পৌঁছান তখন তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া (র.) তাকে সাদরে গ্রহণ করেন। বিদায়ের সময় নিজামুদ্দিন আউলিয়া শাহজালালের হাতে নীল এবং কালো রংয়ের একজোড়া কবুতর তুলে দেন। হযরত শাহ্জালাল (র.) ৩৬০ জন আউলিয়া নিয়ে ১৩০৩ সালে তৎকালীন আসামের অর্ন্তভুক্ত সিলেট (শ্রীহট্ট) জয় করেন। এরপর তিনি এই কবুতর জোড়া আকাশে ছেড়ে দেন। সেই থেকে বংশবিস্তার করে সিলেটের মাজার এলাকায় এখনও জালালি কবুতরের বসবাস।
জানা গেছে, একমাত্র সিলেটে ও ভারতের দিল্লিতে এ ধরনের কবুতর দেখা যায়। সিলেটের ঐতিহ্যের সঙ্গে প্রাচীনকাল থেকে নিবিড়ভাবে জড়িয়ে আছে জালালি কবুতর। পর্যটকদের কাছেও এই কবুতর বেশ আকর্ষণীয়। সিলেটে আসামের আদলে নির্মিত টিনের বাসাবাড়িতে চালে এখনও ভিড় করে জালালি কবুতরের দল। মাজার এলাকায় দিনভর জালালি কবুতরের ওড়‍াওড়ি যে কারও মনে প্রশান্তি এনে দেয়।
হযরত শাহজালাল (রঃ) এর দরগা (Dargah) চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। পুকুরে অজুর ব্যবস্থাও আছে। ২০০৩ সালের ৪ ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় ৭শ’রও বেশী গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শুন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের গোরস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটি মাছ শুন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল(র) এর অপর সফরসঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফা (রঃ) এর মাজার থেকে ২০০৪ সালের ১১ জানুয়ারি ২৪ টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা কয়েক শ’তে দাঁড়িয়েছে।
কিভাবে যাওয়া যায়
বাসে সিলেট
ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে বাস ছেড়ে যায় মহাখালী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে৷ বাস গুলো সকাল থেকে রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায়৷ এ পথে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি বাস চলাচল করে। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা। এছাড়া শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এনা পরিবহনের পরিবহনের নন এসি বাস সিলেটে যায়। ভাড়া ৫৭০ টাকা। এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায়।
ঢাকা থেকে ট্রেনে সিলেট
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিন দুপুর ১১.১৫ টায় ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় ছাড়ে কালনী এক্সপ্রেস এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ০৮টা ৩০ মিনিটে ছাড়ে উপবন এক্সপ্রেস। ভাড়া ২৬০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকা। ট্রেনে গেলে রাত ৮.৩০ এর উপবন এক্সপ্রেসে জাওয়াটাই সব থেকে ভালো কারন আপনার যেতে যেতে সকাল হয়ে যাবে আর আপনি যদি রাতে ট্রেনে ঘুমিয়ে নিন তাহলে সকালে ট্রেন থেকে নেমেই আপনার ভ্রমন শুরু করতে পারেন আর সময় লাগবে ৮-৯ ঘন্টা।
চট্টগ্রাম থেকে ট্রেনে সিলেট
চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে যায় পাহাড়িকা এক্সপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে উদয়ন এক্সপ্রেস।
প্রতিটি জায়গা পরিদর্শনের পাশাপাশি এর সৌন্দর্য রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমাদেরকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
যদি আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
My Facebook Group: Traveler Of Bangladesh
Group Link: / 1157591455075734
Disclaimer: Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Traveler Of Bangladesh.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Thanks For Watching..
SUBSCRIBE || LIKE || COMMENT || SHARE ||
▬▬▬▬▬▬▬▬ Traveler Of Bangladesh ▬▬▬▬▬▬▬

Пікірлер: 17

  • @dxarman448
    @dxarman4483 ай бұрын

    মাশাআল্লাহ

  • @NasimaMist-pl9zz
    @NasimaMist-pl9zz10 ай бұрын

    ভাই আমি আপনার ভিডিও দেখে আমার মনে খুব সানতি পেলাম এর আগে একটা নাসতিকের বাছছা মালাওনের বাছছা আমার শাহ জালাল বাবার মাজার কে নিয়ে অনেক কথা বারতা বলেছে আউলিয়া কোলের শিরমনির সমমান কমাতে চেয়েছে একানে যে গান বাজনা হয় বা মানুষে মানত করে এইসব নিয়ে অনেক কিছে তার ভিডিওতে বলেছে। আমিও ইছছা মত বকা জকা দিছি আমার বাবা আউলিয়া জিনদা একনু জিনদা সে জলজলিত পমান আমি নিজে আললাহ ওনার উছছিললায় আমার কুলে আমার বাছছাকে পিরিয়ে দিয়েছেন এবং আমি তিন মাস পাগল ছিল আমার হাত পা সব বাদা ছিল। বাবার উছছিললায় আজ আমি আমার হারানু জিবন আমার আললাহ পিরিয়ে দিয়েছেন।

  • @ShahinDocumentary
    @ShahinDocumentary2 жыл бұрын

    বাহ চমৎকার ভাই আপনাদের সাথে যেতে পারলে অনেক ভালো লাগতো।

  • @TravelerOfBangladesh

    @TravelerOfBangladesh

    2 жыл бұрын

    আপনাদের সাথে যেতে পারলে আমারও অনেক ভাল লাগত।।।

  • @fokirhasan9078

    @fokirhasan9078

    Жыл бұрын

    সিলেট।হাসান।সাহেব।🇧🇩💙🇧🇩🅰️🇸🇦💙🇸🇦🌙🆗🌙

  • @travellermahabubsumon
    @travellermahabubsumon2 жыл бұрын

    চমৎকার উপস্থাপনা

  • @TravelerOfBangladesh

    @TravelerOfBangladesh

    2 жыл бұрын

    ধন্যবাদ।

  • @NasimaMist-pl9zz
    @NasimaMist-pl9zz10 ай бұрын

    আজ আমি দেশ বিদেশ মাজি আললাহ আমারে ভাল রেকে ছেন অনেক দিন যাবত বাবার দরবারে যেতে পারি অনেক বাদা আসে আমি যাইতেই পারি না। আপনে পারলে আরু ভিডিও করে দেননা।

  • @user-wm8fy9ln5d
    @user-wm8fy9ln5d Жыл бұрын

    ভাই আমি পরিবার নিয়ে ঢাকা থেকে বিমানে সিলেট যেতে চাচ্ছি তাই আগে থেকে সবকিছু নোট করে রাখছি।বিমানবন্দর থেকে দরগার মোড়(জিন্দাবাজার) পানসি হোটেল,এবং পানসি হোটেলের পাশেই কি শাহজালালের মাজার?আমি পানসি থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাবো ভাই আমার লোকেশন কি ঠিক আছে???

  • @TravelerOfBangladesh

    @TravelerOfBangladesh

    Жыл бұрын

    হা, সব গুলা কাছাকাছিই।

  • @soheltraveler
    @soheltraveler2 жыл бұрын

    মাসুদ ভাই আমি ও গিয়েছিলাম সিলেটে প্রায় ৪ বছর আগে, তখন অবশ্য সিলেট সম্পর্কে এতো কিছু জানতাম না। এখন আপনর ভিডিও দেখে সিলেট ও শাহ্ জালাল মাজার সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম, এই ভিডিও করার পর থেকে কি সিলেটের বন্যা পরিস্থিতি অবনিত হয়েছে।

  • @TravelerOfBangladesh

    @TravelerOfBangladesh

    2 жыл бұрын

    ধন্যবাদ ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। তবে সবচেয়ে বেশি ভাল লাগেছে শেষের লাইনটা।।।।

  • @soheltraveler

    @soheltraveler

    2 жыл бұрын

    আপনি যখন ভিডিও করেছেন তখন কি বন্যার পান না্‌ই।

  • @hitmovies006
    @hitmovies00610 ай бұрын

    আপনি বার বার আলাইহিস সালাম বলছেন কেন। আলাইহিস সালাম শুধু মাত্র নবী-রাসুলের নামের পরে বসে।

  • @TravelerOfBangladesh

    @TravelerOfBangladesh

    10 ай бұрын

    ধন্যবাদ সঠিক তথ্য দেয়ার জন্য।।।

  • @user-tx3pv4bm3m
    @user-tx3pv4bm3m2 жыл бұрын

    বন্যা হয়ছে ????😭

  • @TravelerOfBangladesh

    @TravelerOfBangladesh

    2 жыл бұрын

    আমরা যখন ছিলাম তখন রাস্তায় কোন পানি ছিলনা।

Келесі