একটি বক্তব্যেই এত অজানা নতুন তথ্য! অবাক না হয়ে পারবেন না || Allama Mozammel Haque New Tafsir

সূরা মু’মিনুন-এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৩, আয়াত : ৫১-৭৭ || Sura Muminun Tafsir || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক বরিশাল || Tahjib Center
يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
হে রসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎকাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত। [সুরা মু’মিনুন - ২৩:৫১]
وَإِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاتَّقُونِ
আপনাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা; অতএব আমাকে ভয় করুন। [সুরা মু’মিনুন - ২৩:৫২]
فَتَقَطَّعُوا أَمْرَهُم بَيْنَهُمْ زُبُرًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে। [সুরা মু’মিনুন - ২৩:৫৩]
فَذَرْهُمْ فِي غَمْرَتِهِمْ حَتَّى حِينٍ
অতএব তাদের কিছু কালের জন্যে তাদের অজ্ঞানতায় নিমজ্জত থাকতে দিন। [সুরা মু’মিনুন - ২৩:৫৪]
أَيَحْسَبُونَ أَنَّمَا نُمِدُّهُم بِهِ مِن مَّالٍ وَبَنِينَ
তারা কি মনে করে যে, আমি তাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ত তি দিয়ে যাচ্ছি। [সুরা মু’মিনুন - ২৩:৫৫]
نُسَارِعُ لَهُمْ فِي الْخَيْرَاتِ بَل لَّا يَشْعُرُونَ
তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি? বরং তারা বোঝে না। [সুরা মু’মিনুন - ২৩:৫৬]
إِنَّ الَّذِينَ هُم مِّنْ خَشْيَةِ رَبِّهِم مُّشْفِقُونَ
নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত, [সুরা মু’মিনুন - ২৩:৫৭]
وَالَّذِينَ هُم بِآيَاتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ
যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে, [সুরা মু’মিনুন - ২৩:৫৮]
وَالَّذِينَ هُم بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ
যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না [সুরা মু’মিনুন - ২৩:৫৯]
وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوا وَّقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ
এবং যারা যা দান করবার, তা ভীত, কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে, তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে, [সুরা মু’মিনুন - ২৩:৬০]
أُوْلَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ
তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী। [সুরা মু’মিনুন - ২৩:৬১]
وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَلَدَيْنَا كِتَابٌ يَنطِقُ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ
আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পন করি না। আমার এক কিতাব আছে, যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। [সুরা মু’মিনুন - ২৩:৬২]
بَلْ قُلُوبُهُمْ فِي غَمْرَةٍ مِّنْ هَذَا وَلَهُمْ أَعْمَالٌ مِن دُونِ ذَلِكَ هُمْ لَهَا عَامِلُونَ
না, তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন, এ ছাড়া তাদের আরও কাজ রয়েছে, যা তারা করছে। [সুরা মু’মিনুন - ২৩:৬৩]
حَتَّى إِذَا أَخَذْنَا مُتْرَفِيهِم بِالْعَذَابِ إِذَا هُمْ يَجْأَرُونَ
এমনকি, যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব, তখনই তারা চীৎকার জুড়ে দেবে। [সুরা মু’মিনুন - ২৩:৬৪]
لَا تَجْأَرُوا الْيَوْمَ إِنَّكُم مِّنَّا لَا تُنصَرُونَ
অদ্য চীৎকার করো না। তোমরা আমার কাছ থেকে নিস্কৃতি পাবে না। [সুরা মু’মিনুন - ২৩:৬৫]
قَدْ كَانَتْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَكُنتُمْ عَلَى أَعْقَابِكُمْ تَنكِصُونَ
তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হত, তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে। [সুরা মু’মিনুন - ২৩:৬৬]
مُسْتَكْبِرِينَ بِهِ سَامِرًا تَهْجُرُونَ
অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্প-গুজব করে যেতে। [সুরা মু’মিনুন - ২৩:৬৭]
أَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ أَمْ جَاءهُم مَّا لَمْ يَأْتِ آبَاءهُمُ الْأَوَّلِينَ
অতএব তারা কি এই কালাম সম্প�েক চিন্তা-ভাবন া করে না? না তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি? [সুরা মু’মিনুন - ২৩:৬৮]
أَمْ لَمْ يَعْرِفُوا رَسُولَهُمْ فَهُمْ لَهُ مُنكِرُونَ
না তারা তাদের রসূলকে চেনে না, ফলে তারা তাঁকে অস্বীকার করে? [সুরা মু’মিনুন - ২৩:৬৯]
أَمْ يَقُولُونَ بِهِ جِنَّةٌ بَلْ جَاءهُم بِالْحَقِّ وَأَكْثَرُهُمْ لِلْحَقِّ كَارِهُونَ
না তারা বলে যে, তিনি পাগল ? বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। [সুরা মু’মিনুন - ২৩:৭০]
وَلَوِ اتَّبَعَ الْحَقُّ أَهْوَاءهُمْ لَفَسَدَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَمَن فِيهِنَّ بَلْ أَتَيْنَاهُم بِذِكْرِهِمْ فَهُمْ عَن ذِكْرِهِم مُّعْرِضُونَ
সত্য যদি তাদের কাছে কামনা-বাসনা র অনুসারী হত, তবে নভোমন্ডল ও ভূমন্ডল এবং এগুলোর মধ্যবর্ত�ী সবকিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত। বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ, কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না। [সুরা মু’মিনুন - ২৩:৭১]
أَمْ تَسْأَلُهُمْ خَرْجًا فَخَرَاجُ رَبِّكَ خَيْرٌ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ
না আপনি তাদের কাছে কোন প্রতিদান চান? আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনিই রিযিকদাতা। [সুরা মু’মিনুন - ২৩:৭২]
وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন; [সুরা মু’মিনুন - ২৩:৭৩]
وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنَاكِبُونَ
আর যারা পরকালে বিশ্বাস করে না, তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। [সুরা মু’মিনুন - ২৩:৭৪]
وَلَوْ رَحِمْنَاهُمْ وَكَشَفْنَا مَا بِهِم مِّن ضُرٍّ لَّلَجُّوا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেই, তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকবে। [সুরা মু’মিনুন - ২৩:৭৫]
#সূরা_মু’মিনুন_এর_তাফসীর
#TahjibCenterMozammelHaque

Пікірлер: 65

  • @TahjibCenter
    @TahjibCenter2 жыл бұрын

    আসসালামু আলাইকুম। অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক হুজুরের ধারাবাহিক তাফসীরের প্রিন্টেট ১০ খন্ডের তাফসীর প্রকাশ হয়েছে। ঝকঝকে অফসেট কাগজে ছাপা এবং উন্নত মানের বোর্ড বাধাই। প্রতিটি খন্ডে রয়েছে গড়ে ৩০০ পৃষ্টা । যাতে পবিত্র কুরআনের সম্পূর্ণ তাফসীর সমাপ্ত হয়েছে। আরো রয়েছে হুজুরের গবেষণালদ্ধ আটটি বই ১. ঈমান ও শিরক ২. ঈমান ও আখিরাত ৩. সত্য দলের পরিচয় ৪. মানুষের অতীত ৫. মানুষের বর্তমান ৬. মানুষের ভবিষ্যত ৭. কুরআন হাদীস ফিকহ এবং ৮ কুরআনের পরিচয়। আপনার জ্ঞানভান্ডারকে কুরআনের জ্ঞানে আরো সমৃদ্ধ করতে বই ও তাফসীরগুলো সংগ্রহ করুন। দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারযোগে বই ও তাফসীর ক্রয় করতে তাহযীব সেন্টারের এই নাম্বারে যোগাযোগ করুন- 01972064033 [ কল করুন সকাল ১১ টা হতে রাত ৯টা পর্যন্ত ] বিঃ দ্রঃ সকল অর্ডার ও ডেলিভারী শুক্রবার বন্ধ থাকে। ### দেশের বাইরেও পোষ্ট অফিসের মাধ্য্যমে হুজুরের বই ও তাফসীর পাঠানোর ব্যবস্থা আছে। সঙ্গে থাকার জন্য সকলকে মোবারকবাদ

  • @mdosmangani2731

    @mdosmangani2731

    2 жыл бұрын

    P

  • @abdussattar5716
    @abdussattar57162 жыл бұрын

    আচ্ছালামু-আলাইকুম, অসাধারণ তাপছির। এতো সহজ ও সাবলীল ভাবে বুঝাতে চেষ্টা করেছেন যা সাধারণ মানুষের বুঝতে কোন অসুবিধা হবার কথা নয়। অশেষ ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে যে সময় পর্যন্ত হায়াত দেন, আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে কুরআনের দাওয়াত দিতে সাহায্য করেন। আমিন

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 Жыл бұрын

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,, পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন,,,, এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,,,

  • @MdAlmgir-zo5ez

    @MdAlmgir-zo5ez

    3 ай бұрын

    ছুম্মা আমিন,

  • @mdshahalam3589
    @mdshahalam3589 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ

  • @TafsirulQuranbangla
    @TafsirulQuranbangla2 жыл бұрын

    মাশাআল্লাহ, আল্লাহ হুজুরের দীর্ঘায়ু দান করুন উত্তম প্রতিদান দান করুন

  • @user-xw4ed6nx4v
    @user-xw4ed6nx4v2 ай бұрын

    Alhamdulliah/subhanallah/amin.

  • @imranoe8063
    @imranoe80632 жыл бұрын

    হুজুর আমার প্রিয় একজন মানুষ

  • @SaidulIslam-wi3kf
    @SaidulIslam-wi3kf2 жыл бұрын

    Assalamu walekum hujur Allahamdullih... অসাধারণ খুবই গুরুত্বপূর্ণ

  • @abdussattarastr243
    @abdussattarastr2432 жыл бұрын

    আপনার কথা আমার খুব ভাল লাগে। ভাল কথা খারাপের কাছে ভাল লাগবে, এমন না ও হতে পারে। কারো খারাপ কথায় মন খারাপ করবেন না ।

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan69935 ай бұрын

    Thanks for your old lecture

  • @bskfmartialart379
    @bskfmartialart379 Жыл бұрын

    মাশাল্লাহ ভালো।

  • @rafiqulislam8966
    @rafiqulislam89662 жыл бұрын

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান । আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন আমিন।

  • @rafikulislam3880
    @rafikulislam38802 жыл бұрын

    আলহামদুলিল্লাহ্‌

  • @nurulamin8216
    @nurulamin82162 жыл бұрын

    জাজাকাল্লাহ খাইরান

  • @Grameen-gy8wz
    @Grameen-gy8wz2 ай бұрын

    ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

  • @mostakim9887
    @mostakim98872 жыл бұрын

    Sir l am grateful about your discussion.

  • @abdulquaioum6879
    @abdulquaioum68792 жыл бұрын

    Alhamdurlha ♥️❤️💕

  • @nasimakhatun6852
    @nasimakhatun68522 жыл бұрын

    Masaallah

  • @shakhawatali213
    @shakhawatali2133 ай бұрын

    Right

  • @wazedali969
    @wazedali9692 жыл бұрын

    মাশাল্লাহ্

  • @yousufahmed4800
    @yousufahmed48002 жыл бұрын

    আল্লাহর কথা প্রকাশ করে যান বাধা আসিবেই ভয় করিবেননা

  • @skanwarulhaque2139

    @skanwarulhaque2139

    2 жыл бұрын

    সুদ বিহীন অর্থনৈতিক ব্যবস্হ হতে আমরা কিভাবে বের হয়ে ইসলামি সমাজ কায়েম করতে পারি সেপ্রসংগে কিছু বলুন।

  • @md.shamimulislam5295
    @md.shamimulislam5295 Жыл бұрын

    পবিত্র কুরআন এর প্রথম থেকে তফসির শেষ পযন্ত শুনতে চাই, হুজুরের কাছে আবেদন।

  • @MRFIslamicTV
    @MRFIslamicTV2 жыл бұрын

    আল হামদুলিল্লাহ্...প্রিয় ভিউয়ার্স আপনাদের ভালবাসায় ইসলামিক চ্যানেলটি এগিয়ে যাচ্ছে।আপনাদের একান্ত সাপোর্ট ও আল্লাহর রহমত নিয়ে অনেক দূর এগিয়ে যাবো ইনশা আল্লাহ্🕋🕋🕋🌹🌹🌹

  • @wazedali969
    @wazedali9692 жыл бұрын

    mashaallah

  • @user-ho6bv5qe2d
    @user-ho6bv5qe2d2 жыл бұрын

    Mashallah ❤️

  • @abdullahal-farooqfarooq2070

    @abdullahal-farooqfarooq2070

    2 жыл бұрын

    কথাটা "MaShaAllah"; ইংরেজিতে 'আল্লাহ' লেখার সময়ে 'A' বড়হাতের (capital letter) হবে।

  • @rashedulhasanliton4049
    @rashedulhasanliton40492 жыл бұрын

    আলহামদুলিল্লাহ। হুজুরের প্রত্যেকটি আলোচনাই মূল্যবান। বর্তমানে ইউটিউবে বিভিন্ন বক্তার শ্রেষ্ঠত্ব জাহির প্রকৃতপক্ষে ইসলাম সম্পর্কে মানুষের মনে যে দ্বিধা সৃষ্টি করেছে, আমার মনে হয় এই আলোচনাটুকু তার উৎকৃষ্ট জবাব। আর একটা কথা, হুজুরের বইগুলোর রিভিউ কোথায় পাওয়া যাবে? সংশ্লিষ্ট কেউ দেখে থাকলে, জানাবেন। জাযাকাল্লাহ।

  • @TahjibCenter

    @TahjibCenter

    2 жыл бұрын

    আসসালামু আলাইকুম। অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক হুজুরের ধারাবাহিক তাফসীরের প্রিন্টেট ১০ খন্ডের তাফসীর প্রকাশ হয়েছে। ঝকঝকে অফসেট কাগজে ছাপা এবং উন্নত মানের বোর্ড বাধাই। প্রতিটি খন্ডে রয়েছে গড়ে ৩০০ পৃষ্টা । যাতে পবিত্র কুরআনের সম্পূর্ণ তাফসীর সমাপ্ত হয়েছে। আরো রয়েছে হুজুরের গবেষণালদ্ধ আটটি বই ১. ঈমান ও শিরক ২. ঈমান ও আখিরাত ৩. সত্য দলের পরিচয় ৪. মানুষের অতীত ৫. মানুষের বর্তমান ৬. মানুষের ভবিষ্যত ৭. কুরআন হাদীস ফিকহ এবং ৮ কুরআনের পরিচয়। আপনার জ্ঞানভান্ডারকে কুরআনের জ্ঞানে আরো সমৃদ্ধ করতে বই ও তাফসীরগুলো সংগ্রহ করুন। দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারযোগে বই ও তাফসীর ক্রয় করতে তাহযীব সেন্টারের এই নাম্বারে যোগাযোগ করুন- 01972064033 [ কল করুন সকাল ১১ টা হতে রাত ৯টা পর্যন্ত ] বিঃ দ্রঃ সকল অর্ডার ও ডেলিভারী শুক্রবার বন্ধ থাকে। ### দেশের বাইরেও পোষ্ট অফিসের মাধ্য্যমে হুজুরের বই ও তাফসীর পাঠানোর ব্যবস্থা আছে

  • @user-tw4jm8hk8c
    @user-tw4jm8hk8c2 жыл бұрын

    Mohtaram Hujur is preaching from the Koran and pure Hadith correctly, and no false tales or stories.This way of teaching the Koran to us will, of course, correct and develop our character. Alhamdulillah. Majority of Moulanas whether from Alia or Koumi donot follow this method.But they should follow this method.The Koranic law must be established to have an environment where shirik, bribes,interests, fornications, extramarital sexual lives,poverty,all sorts of misdeeds will not exist in the least.So to establish the law of the Koran is a must for every faithful Muslims as per the sura Ash Shura:13,"...anakimuddin olatatafarraku fih."Thanks.

  • @favoritemusic3932
    @favoritemusic39322 жыл бұрын

    হজুর বর্তমান বিশ্ব অর্থনৈতিক ব‍্যবস্হায় আমরা কিভাবে সুদ মুক্ত হয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারি- এরকম একটি অর্থনৈতিক পরিকল্পনা তৈরী করে পেশ করুন আমরা উপকৃত হবো ইনশাআল্লাহ।

  • @agrochalonbill3017
    @agrochalonbill30172 ай бұрын

    হুজুর কুরআনের আয়াতগুলি ২ বার গননা করেছি। আমি ৬২৩৬ আয়াত পেয়েছি, যদি মেহেরবানি করে গননা করতেন।

  • @mahaiminulmandal5042
    @mahaiminulmandal50422 жыл бұрын

    হুজুর আসসালামু আলাইকুম আমি ভারত থেকে আপনার তপছির গুলো শুনি। বিষয় হচ্ছে আমি টেলিভিশন মেরামতের কাজ করি।এই কাজ কি হারাম হবে। জানাবেন।

  • @asrabsk949

    @asrabsk949

    2 жыл бұрын

    আমি ও কলকাতা থেকে বলছি

  • @asrabsk949

    @asrabsk949

    2 жыл бұрын

    না হারাম হবে না

  • @MaMa-kg5lp

    @MaMa-kg5lp

    2 жыл бұрын

    ভারতের মুসলমানরা দিন দিন কুরান বিমুখ হয়ে যাচ্ছে, তাদের কুরানের শিক্ষা কমে যাচ্ছে?

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Жыл бұрын

    Assalamoalikum wa

  • @advocatemaazizkhan9674
    @advocatemaazizkhan967414 күн бұрын

    Assalamoalaikum oa rahmatullah. Please tell us in which way Mohammad pbuh has been given more honour that other Rasools and Nabies mentioned in the Quran.

  • @uniquebanking3151
    @uniquebanking31512 жыл бұрын

    We want profit loss sharing banking to escape from haram economic activities not of interest based business

  • @mahabubrahaman9960
    @mahabubrahaman99602 жыл бұрын

    সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করার কথা বললেই একশ্রেণীর লোক বলবে হুজুরেরা রাজনীতি করে।

  • @yunusali4669

    @yunusali4669

    2 жыл бұрын

    07i

  • @user-uv7dh5tm4i
    @user-uv7dh5tm4i2 жыл бұрын

    দা

  • @user-sj8rv3hq6o
    @user-sj8rv3hq6o2 ай бұрын

    ইসলামী ব্যাংক সম্বন্ধে আপনার মতামত জানতে চাই।

  • @uniquebanking3151
    @uniquebanking31512 жыл бұрын

    Shaikh apnar food clothing health residents education ki halal?

  • @taslimahamed3168
    @taslimahamed31682 жыл бұрын

    Jonab apnar missionki wajkora?

  • @zinnatbegum7829
    @zinnatbegum7829 Жыл бұрын

    কথা বলতে চাই স্যার

  • @mollahmahmudahmed7025
    @mollahmahmudahmed70252 жыл бұрын

    সুরা নিসা কবে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে?

  • @aita71
    @aita712 жыл бұрын

    Why one verse conflicts with another ? Only God knows the real explanation.

  • @Abdulla-bd2hp
    @Abdulla-bd2hp Жыл бұрын

    সালামুন আলা মুহম্মদ কে শ্রেস্ট বড় এই ঘোষনা এই কথা কে বলছে,?? ,

  • @SAIDURRAHMAN-gt7gc
    @SAIDURRAHMAN-gt7gc Жыл бұрын

    সময় মত বিল পরিশোধ না করলে জরিমানা সহ বিল পেমেন্ট করতে হবে । এটা কেন সুদ হবে ।

  • @deenmuhammad3573
    @deenmuhammad3573 Жыл бұрын

    আসলে শ্রেষ্ঠ,জেষ্ঠ শব্দগুলো কার জন্য -? এশব্দগুলো মাথা উচুঁ করে জানান দেয যে, তাঁর উপরে আর কেহ নাই। অর্থাৎ সবার উপর আছে যে একজনা।ঐ-একজন ইলাহাকে বুঝতেই ঐশব্দগুলো।মানুষ(মুমেন) শুধু জীবশ্রেষ্ঠ কিন্তু সর্বশ্রেষ্ঠ নহে।

  • @zafarullah6258
    @zafarullah62582 жыл бұрын

    " সামাজিক জীব " কথাটার উপর হুজুরের দেয়া ব্যাখ্যা সম্পূর্ণ নয় ; এই কথার অর্থের আরো ব্যাপকতা আছে

  • @joynalabedin2904

    @joynalabedin2904

    2 жыл бұрын

    সামজিক জীব আার দলবদ্ধ জীবের মধ্যকার পার্থক্য বুঝলে ব্যাখ্যার আর অপব্যাখ্যা করার সুযোগ থাকে না।বস্তুত "মানুষই(জীন সম্পর্কে সুস্পষ্ট জানা নেই) একমাত্র সামাজিক জীব" এটা বোঝার প্রজ্ঞা থাকা প্রয়োজন। দলবদ্ধ প্রাণি জীবন মানের পরিবর্তন করতে পারে না,একই ভাবে প্রাকৃতিক পদ্ধতির অনুসরণ করে -মানুষ কি করে তা সবাই জানে ও বোঝে। সমালোচনা নয়,বোঝার মন মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করুন।

  • @solemansk9170
    @solemansk9170 Жыл бұрын

    হুজুর আপনার মত আলেম বা্্লার ঘরে ঘরে জন্ম নিক আলেম নামধারী অজ্ঞ ভণডদের বোঝার তৌফিক হোক ।

  • @StepintoIslam
    @StepintoIslam2 жыл бұрын

    💝💝ইসলামি শিক্ষামূলক ভিডিও পেতে চোখ আমাদের চ্যানেলে..💝💝দয়া করে সকলেই ভিডিও গুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন..♥️♥️ভালোবাসা হোক আল্লাহর দ্বীন ইসলামের জন্য♥️♥️

  • @tariqulislamtipu6576
    @tariqulislamtipu65762 жыл бұрын

    জাজাকাল্লাহ খাইরান

Келесі