একটি বট গাছের একাধিক গোড়া| এ এক আজব বটগাছ।দত্তনগর ফার্ম,কুষাডাঙ্গা বটতলা,মহেশপুর

এ এক আজব বট গাছ,যে বট গাছের নিদিষ্ট কোন গোড়া নেই।একাধিক গোড়ায় সম্মনিত একটি বটগাছ।যে কেউ এই বট গাছ দেখে মুগ্ধ হবেন।দূর দুরান্ত থেকে এই বট গাছটি দেখতে আসেন দর্শনাথীরা।বট গাছের শীতল বাতাস এবং এর সৌন্দর্যে মুগ্ধ হয় সবাই।
এই বট গাছটির সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধের একটি সম্পর্ক জড়িয়ে আছে।১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই বটগাছটির উপরে বোমা পড়েছিলো,তার পর গাছটি একাধিক ভাগে বিভক্ত হয়ে যাই।
এক কথাই আমাদের স্বাধীনতার ইতিহাস বহন করে এই গাছটি।
দত্তনগর ফার্ম,কুষাডাঙ্গা বটতলা,মহেশপুর উপজেলা,ঝিনাইদহ জেলা।
#বট_গাছ
#আজব_বট_গাছ
#একাধিক_গোড়ায়_একটি_বটগাছ
#কুষাডাঙ্গা_বটতলা_মহেশপুর

Пікірлер

    Келесі