কোরআন কি করতে বলেছেন আর কি করতে বলেনি। ইসলাম কি বলে। জুমার খুতবা। হাজী সফিউল ইসলাম। Beldanga

‪@diarytimeplus‬
#islamicvideo #murshidabad #islamicstatus #haji_sofiul_islam #jumar_khutba #mahfil
কোরআন কি করতে বলেছেন আর কি করতে বলেনি। ইসলাম কি বলে। জুমার খুতবা। হাজী সফিউল ইসলাম।
আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার জন্য। এবং আমরা সেই নবীর উম্মত যিনি হাশরের দিনে আমদের জন্য সুপারিশ করবেন। আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করে হয়। (ইসলামিক শিক্ষা, আরবি শিক্ষা, ছোটো ছোটো সূরাহ, তেলাওয়াত। )
♻️আমাদের চ্যানেলে যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই ঠিক করবো ইন-শা-আল্লাহ।
💠Our social media link 💠
♻️Facebook page :
/ diarytime
কেয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে; প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড়-বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা।
মানুষের জীবনের তিনটি স্তর জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান। প্রত্যেক ব্যক্তিকেই অনিবার্যভাবে এ তিনটি পর্যায় অতিক্রম করতে হবে। কারণ মানুষের মূল এবং সবার আদি পিতা হজরত আদম আলাইহিস সালামও সৃষ্টি হয়েছিলেন। তিনি মৃত্যুবরণ করেছেন এবং একদিন পুনরুত্থানও করবেন। এ বিষয়গুলো সম্পর্কে কোরআনুল কারিমের আল্লাহ তাআলা সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন- مِنۡهَا خَلَقۡنٰکُمۡ وَ فِیۡهَا نُعِیۡدُکُمۡ وَ مِنۡهَا نُخۡرِجُکُمۡ تَارَۃً اُخۡرٰی
‘মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, আর আমি মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে।’ (সুরা ত্বাহা : আয়াত ৫৫)
#beldanga
#Murshidabad
#islamicvideo
#islamicstatus

Пікірлер: 12

  • @identityofallah
    @identityofallah2 ай бұрын

    আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ অ- অস্বীকার করি সকল তাগুত, আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি। ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে, ঋষিত্বের স্থান নেই ইসলামে। এ - এবাদত করি শুধু এক আল্লাহর, ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর । ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন, ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন। কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা.../////////////////////////////

  • @md.abdulmabud7748
    @md.abdulmabud77488 күн бұрын

    কথাটা হবে " আল্লাহর অজান্তে গাছের পাতাও পড়ে না "।

  • @identityofallah
    @identityofallah2 ай бұрын

    সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র সকল ক্ষমতা ও সকল রাজত্ব, সুন্দর নাম, পূর্ণ গুণ একমাত্র আল্লাহ্‌র বিশুদ্ধ ও অবিভাজ্য তাঁরই একত্ব।...////////////////

  • @hmnazrulislam8412
    @hmnazrulislam84122 ай бұрын

    কোরআন দিয়ে আলোচনা কোন কিচ্ছা কাহিনী নয়,জুজুর কে ধন্যবাদ।

  • @md.habibullahansari8056
    @md.habibullahansari80569 күн бұрын

    জনাব জান্নাতিরা ৬০ হাত লম্বা হবে ? আল্লাহ সুবাহানাল্লাহুতায়ালা কোরানে কোথায় উল্লেখ করেছেন? কোরানে যা নাই তার বেশী বলা উচিৎ নয়। আল্লাহর উপর ন্যাস্ত করেন।

  • @mdusuph9235
    @mdusuph923523 күн бұрын

    a question upon which materials the body of Allah is constructed ? from earh clay or sunlight or star light or dark carban material ?

  • @NurislamSk-bi4cl
    @NurislamSk-bi4clАй бұрын

    Ami apnar kothai ak mat achi

  • @safiarrahman2831
    @safiarrahman283129 күн бұрын

    আপনার উপর শান্তি বর্ষিত হউক প্রিয় হুজুর আসাদুল ভাইয়ের দাবি আপনি ৬-৫৪,১৬-৯৮,২৩-৯৭-৯৮ এই আয়াত গুলোর হক আদায় করতেছেননা বরং তা আপনার কখায় লংঘিত হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত জানাবেন পিলিজ।

  • @shafiqulislam5520
    @shafiqulislam552019 күн бұрын

    হুজুর সালামুন আলাইকুম। কুরআনের কোন সুরা কত নম্বর আয়াত এ বলেছেন আমরা সবাই ৬০ হাত লম্বা হইবো? জবাব দিন। না পারলে এ ধরনের মিথ্যা বানোয়াট কিচ্ছা আর বলিয়েন না।

  • @user-nx9lw1ri8p
    @user-nx9lw1ri8p2 ай бұрын

    Where do you get?

  • @muminoorrahaman3195
    @muminoorrahaman31952 ай бұрын

    আদম আঃ ও গমের দানার কাহিনী কোন হাদীসে এসেছে। দয়া করে হাদীছ নং টা একটু বলুন।

  • @ashadul0
    @ashadul0Ай бұрын

    কোরআন পাঠ করার আগে আল্লাহ বলেছেন অবশ্যই শয়তান থেকে আমার আশ্রয় প্রার্থনা করবা। 16 নম্বর সূরা 98। আর আপনাকে পাঠ করতে হবে 23 নম্বর সূরা 97, 98 নম্বর আয়াত। কোরআন যখন বলতে আসবেন কোরআনের কথাকে যখন বলতে আসছেন অবশ্যই কোরআন থেকে আপনাকে পাঠ করতে হবে প্রথমে আল্লাহর হুকুম অমান্য করছেন এটা চরম আল্লাহর কাছে অপরাধ। সালাম দিলেন সেটাও ভুল দেখুন ছয় নম্বর সূরা 54 নম্বর আয়াত সালাম এর কথা আল্লাহ বলছে। সালামুন আলাইকুম। আশা করি ভালো করে পড়বেন এবং জ্ঞান অর্জন করবেন এবং পরে আর এই ভুলটা করবেন। কোরআনের কথা শোনাতে এসেছেন মানুষকে অবশ্যই আপনাকে মারহাবা।

Келесі