কেন আমি বিশ্বাসী হলাম ! Branding Bangladesh I Episode :42 I Studio of Creative Arts ltd

Mahmudul Hasan Sohag is well know entrepreneur in Bangladesh. He was very meritorious student . He never did job but make several company which create more than thousand employment . His companies asset value is more than thousand cores. In this interview he told about his all life and also some thought which turn him non believer to believer. This is very motivational story for those who wants to make himself as a change-maker.

Пікірлер: 11 000

  • @okeydokey281
    @okeydokey281 Жыл бұрын

    "এই ছেলে তো হয় আলেম হবে নাহলে নাস্তিক হবে"-দাদু,তিনি আলেম হয়েছেন।😌

  • @BeadedHouse
    @BeadedHouse Жыл бұрын

    ভীষণ ভাবে উপভোগ করলাম এপিসোডটি।আমার ছেলে ও উদ্ভাসের একজন নিয়মিত স্টুডেন্ট ছিলো। কোভিডের সময় ফাকি দেওয়ার কারণে পিছিয়ে গিয়েছিল। কিন্তু বুঝে পড়ার কারণে, সব বাধা কাটিয়ে বুয়েটে EEE তে পড়ার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালবাসা উদ্ভাসের প্রতি।

  • @m.h.rusell8998
    @m.h.rusell8998

    আমি উনার প্রতিষ্ঠানের সাপ্লায়ার হিসেবে কর্মরত । 10 বছর পার হলো । এই সময়টায় সোহাগ ভাই এবং লিটন ভাই তাদের দুজন থেকে যা কিছু শিখেছি, বা যা কিছু অর্জন করেছি এবং আমি মনে করি আমার সাধারণ লাইফকে সুপার লাইফে রূপান্তর করার মূল কারিগর এই দুইজন মানুষ । মন থেকে সব সময় সৃষ্টিকর্তার কাছে ওনাদের জন্য দোয়া রইল ।❤❤

  • @nurealamsiddiki1290
    @nurealamsiddiki1290 Жыл бұрын

    সোহাগ ভাইয়ের জ্ঞানের পরিধি ও চিন্তাশক্তির প্রখরতা দেখে আমি মুগ্ধ। সুধু ২ ঘন্টার এই এপিসো্র্ড আমার জন্য এনাফ না, আরও ৮-১০ ঘন্টা কখা শুনলে হয়তোবা কিছুটা তৃপ্তি পেতাম। সোহাগ ভাইয়ের সাথে আরও একটা এপিসোর্ড করার অনুরোধ রইলো।

  • @jerinjemi2419
    @jerinjemi2419 Жыл бұрын

    আত্মহত্যা কেনো করব,, শরীরটাতো আল্লাহ তায়ালা আমাকে আমানত হিসেবে আমাকে দিয়েছেন,,, তা শেষ করার অধিকারতো আমার নেই,,,, কথাটা জাস্ট অসাধারণ,,,, আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা সবাইকে এটা মানার তৌফিক দান করুন

  • @ariyanabir633
    @ariyanabir633 Жыл бұрын

    ব্যাক্তিগত ভাবে আমার ২২ বছরের জীবনে দেখা সেরা ইন্টারভিউ ,, যার মাধ্যমে আমি ধর্ম কে ভিন্ন ভাবে দেখতে পেরেছি ,,, সোহাগ ভাই এর এ অবদান জীবনে আমি কখনো ভুলবো না 🖤💥

  • @sgx8126
    @sgx8126 Жыл бұрын

    আমি এই নিয়ে তিনবার পুরাটা শুনলাম। আমার এত সব শোনার পর যা অনুধাবন হইল সোহাগ ভাইয়ার রিভার্টের পিছনে সবচে বড় অবদান উনার আম্মার। এটা স্বীকার করেন বা না করেন এটাই বাস্তব। মায়ের দোয়া কাজে লেগে গেছে। আমি নিজে সোহাগ ভাইএর স্টূডেন্ট ছিলাম ২০১১-১২ সালে। ঐ সময়টা দেখছি। আর সোহাগ ভাইয়ার আম্মা পোস্ট অফিসে চাকুরী করতেন। আমাদের ফ্যামিলির সাথে আন্টির ভালো সম্পর্ক ছিলো। আন্টি আমার জন্য সোহাগ ভাইকে বলে উদ্ভাসের ভর্তি ফি ডিসকাউন্ট করায় দিছিলেন। আমি আন্টিকে ব্যাক্তিগত ভাবে চিনি। আপনারা বিশ্বাস করতে পারেন ঐ মহিলার দোয়া মুনাজাত আর চোখের পানির ফল ই আজকের এই সোহাগ ভাই।

  • @shamima_shumy
    @shamima_shumy Жыл бұрын

    মনে হচ্ছে ২ ঘন্টা না, উনি যদি ৮-১০ ঘন্টাও কথা বলতেন তাও শুনতাম। মাশাহ’আল্লাহ ওনার জ্ঞানের পরিধি অন্যরকম….. আসলে জ্ঞানী মানুষ ধার্মিক হয়। যত জানে আল্লাহর প্রতি তার বিশ্বাস তত বাড়ে। আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং সোহাগ ভাইয়ের একসাথে কাজ করা উচিত।

  • @MahmudulHasan-ug2of
    @MahmudulHasan-ug2of Жыл бұрын

    ভিন্ন কিছু জ্ঞানের ক্লু পেয়েছি। আলহামদুলিল্লাহ! আমি দুআ করি, মাহমুদুল হাসান সোহাগ ভাই দিয়ে ইসলাম ও দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আমীন।♥

  • @ummehabiba2303
    @ummehabiba2303

    After watching this episode I made my drastic decision of changing my career, I was a banker , now I am a college Lecturer, Alhmadulillah...I learned how to pray Almighty Allah with surrender from Shohag vai..May Allah Bless him and us with proper shariah ... Maintenance of it and serve Islam ....

  • @masudrana5098
    @masudrana5098 Жыл бұрын

    যারা জানে এবং যারা জানে না; তারা কি সমান হতে পারে? চিন্তা-ভাবনা কেবল তারাই করে, যারা বুদ্ধিমান।” (৩৯:৯)

  • @raihan6975
    @raihan6975

    পাঁচ মিনিটের জন্য দেখতে এসে চুম্বকের মত পুরো এপিসোড দেখলাম একেবারের জন্য উঠতে পারি নি। আল্লাহ তাআলা সোহাগ ভাইকে দ্বীনের আলো ছড়ানোর তাওফিক দিন। আমাদের মত সংশয়বাদীদের সংশয় দূর করনে ভাইয়ের সরাসরি সাক্ষাৎ/ সেমিনার চাই যেখানে থাকবে না কোনো রেকোর্ডিং মন খুলে সোহাগ ভাই এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে।

  • @LittleSchoolBD
    @LittleSchoolBD Жыл бұрын

    জ্ঞানী মানুষদের কথা শুনলে কখনও বিরক্ত লাগে না!... আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক! আমিন 😌❤️🧡

  • @aparsclassroom
    @aparsclassroom Жыл бұрын

    Man with a great personality ❤

  • @Aminur070
    @Aminur070

    জীবনে প্রথম ২ ঘন্টা ৮ মিনিট ২৩ সেকেন্ডের ইন্টারভিউ দেখলাম কোনো রকম না কেটে।যত দেখেছি ততই আগ্রহ বেড়েছে।মানুষের ইচ্ছা শক্তি থাকলে সে কী না করতে পারে।শুধু মাত্র একজন স্যারের জারি খেয়ে একটা বড় প্রতিষ্ঠান তৈরি করা।তারপর ৮/৯ বছর সেই প্রতিষ্ঠানের কোনো ধরনের লাভ না পেয়েও লেগে থাকা।এক কথায় অসাধারণ।।আর ধর্মের প্রতি অঘাত বিশ্বাস।হেদায়েতের কথা কী ভাবে কী ধরনের প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে অর্থিক দিক থেকে এবং ধর্মের দিকে প্রতিষ্ঠিত করা।।এক কথায় অসাধারণ।।প্রতিকূল পরিবেশ বলার কারণ হলো যে কোনো ব্যক্তি যদি নাস্তিকতার দিকে চলে যায় সে কিন্তু এতো সহজে ধর্মের দিকে আসতে পারে না।আমার কাছে মনে হলো সবই তার বই পড়া বা জানার ইচ্ছা থেকে হয়েছে।।আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের নেক হায়াত দান করোন।।

  • @alfakhatun6020
    @alfakhatun6020

    সত্যি আল্লাহ কত জনকে কত জ্ঞান দিয়েছেন তাহলে আল্লাহ কত জ্ঞানী। এমন একজনের স্বাক্ষাতকার নেওয়ার জন্য কিবরিয়া ভাইকেও ধন্যবাদ।খুব আগ্রহ নিয়ে দেখলাম।

  • @sujin2881
    @sujin2881 Жыл бұрын

    সোহাগ ভাইকে আল্লাহ যে জ্ঞান দান করেছেন সেটা দেখেই আমরা কত্ত মুগ্ধময় অবাক হচ্ছি! মাশাআল্লাহ! আমি ভাবতেছি যে মহানবী (সা) কে তাহলে আল্লাহ কি পরিমাণ জ্ঞান দান করছিলেন! আলহামদুলিল্লাহ। আল্লাহ এভাবেই জ্ঞানী মানুষদের মাধ্যমে সত্য জানার তৌফিক দান করেতেছেন, আলহামদুলিল্লাহ।

  • @AkterHossainSohel
    @AkterHossainSohel

    আমার যদি ক্ষমতা থাকতো, আমি সোহাগ ভাই কে বাংলাদেশের শিক্ষা মন্ত্রী বানাতাম,,,।।।দোয়া করি আল্লাহ ভাই কে লম্বা হায়াত দান করুক ।

  • @OnlineClass_2020
    @OnlineClass_2020

    পাঁচ মিনিটের জন্য দেখতে এসে চুম্বকের মত পুরো এপিসোড দেখলাম একেবারের জন্য উঠতে পারি নি। আল্লাহ তাআলা সোহাগ ভাইকে দ্বীনের আলো ছড়ানোর তাওফিক দিন। জীবনে প্রথম ২ ঘন্টা ৮ মিনিট ২৩ সেকেন্ডের ইন্টারভিউ দেখলাম কোনো রকম না কেটে।যত দেখেছি ততই আগ্রহ বেড়েছে।মানুষের ইচ্ছা শক্তি থাকলে সে কী না করতে পারে।শুধু মাত্র একজন স্যারের জারি খেয়ে একটা বড় প্রতিষ্ঠান তৈরি করা।তারপর ৮/৯ বছর সেই প্রতিষ্ঠানের কোনো ধরনের লাভ না পেয়েও লেগে থাকা।এক কথায় অসাধারণ।।আর ধর্মের প্রতি অঘাত বিশ্বাস।হেদায়েতের কথা কী ভাবে কী ধরনের প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে অর্থিক দিক থেকে এবং ধর্মের দিকে প্রতিষ্ঠিত করা।।এক কথায় অসাধারণ।।প্রতিকূল পরিবেশ বলার কারণ হলো যে কোনো ব্যক্তি যদি নাস্তিকতার দিকে চলে যায় সে কিন্তু এতো সহজে ধর্মের দিকে আসতে পারে না।আমার কাছে মনে হলো সবই তার বই পড়া বা জানার ইচ্ছা থেকে হয়েছে।।আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের নেক হায়াত দান করোন।।

  • @y2kvirus93
    @y2kvirus93

    আমার ৪৮ বছরের সেরা একজন মেধাবী লোকের কথা শুনলাম। দীর্ঘ ২ ঘন্টা সময় নিয়ে শুনে একটা জিনিস জানলাম, তা হলো প্রশ্ন ও উত্তর মস্তিস্কে থাকে। আল্লাহ এমন একজন মানুষকে হেদায়েত দিয়েছেন। আশা করি তিনি ইসলাম ধর্ম নিয়ে সারা বিশ্বের মানুষের জন্য কিছু করে যাবেন।

Келесі