ঝুঁকিতে এশিয়া, দ্রুত গলছে হিমালয়ের বরফ । Amaze Info!

পৃথিবীর হিমালয় অঞ্চলে প্রবল উত্তাপের কারণে দ্রুত গতিতে গলে যাচ্ছে অজস্র বরফ। এই বরফ গুলো গলে বাড়িয়ে দিচ্ছে হ্রদ এর আয়তন। এই বিষয়টিকে বড়সর বিপদের ইঙ্গিত বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। হিমালয় অঞ্চলে ১০ হেক্টরের চেয়েও বড় হ্রদগুলির প্রতি চারটির মধ্যে একটির আয়তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বরফ গলা পানি থেকে হ্রদ বৃদ্ধির এই প্রবণতা ১৯৮৪ সাল থেকে শুরু হতে দেখা যায়। হিমালয় অঞ্চলের দীর্ঘসময়ের উপগ্রহ মানচিত্রে দেখা গেছে যে ২০১৬-১৭ সালের দিকে হিমালয়ের বরফ গলা পানি থেকে সৃষ্টি হয়েছে ২৪৩১টি হ্রদ। এর সবগুলোই প্রায় ১০ হেক্টর আয়তন বিশিষ্ট্য। এগুলোর মধ্যে ভারতেই রয়েছে ১৩০টি। সেগুলোর মধ্যে সিন্ধু নদী অববাহিকায় ৬৫ টি, গঙ্গা নদী অববাহিকায় ৭টি এবং ব্রহ্মপুত্র নদ অববাহিকায় ৫৮ টি হ্রদ রয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ।

Пікірлер: 1

  • @RaJt-ek7jn
    @RaJt-ek7jn2 ай бұрын

    কিছুই হবে না সমুদ্র আয়তন দুই এক কিলোমিটার করে কিনার দিয়ে বেরে যাবে স্থলভাগের আয়তন দু এক কিলোমিটার করে কমে যাবে তাছাড়া আর কোন কিছু হবে না

Келесі