ইসলামের দৃষ্টিতে মানব রচিত ব্যবস্থা এবং গণতান্ত্রিক নির্বাচন! আমীর ইসলামী সমাজ।

‘ইসলামী সমাজ’ এর কেন্দ্রীয় #নেতা, জনাব #আসাদুজ্জামান বুলবুলের সঞ্চালনায় আজ ৩০ ডিসেম্বর ২০২৩ ইং (শনিবার) বিকাল ৩ ঘটিকায় “ইসলামের দৃষ্টিতে মানব রচিত ব্যবস্থা এবং গণতান্ত্রিক নির্বাচন!” বিষয়ে রাজধানীর #বাংলাদেশ ফটো #জার্নালিস্ট এসোসিয়েশ মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় ইসলামী সমাজের আমীর বলেন, দেশ স্বাধীনের ৫২ বছরে ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকায় বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা এবং তাদেরই মদদপুষ্ট ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ জনগণকে শোষন করে অর্থ-সম্পদের পাহাড় গড়েছেন। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ প্রয়োজনীয় জিনিস ক্রয় করার ক্ষমতা হারিয়ে দিশেহারা। তিনি বলেন, দেশে রাজনীতির নামে #মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এবং মানুষের জীবনে নৈরাজ্য চলছে। এ অবস্থা থেকে বাঁচতে হলে সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় গণতন্ত্র তথা মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী সমাজ আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। দল, মত নির্বিশেষে সকলকে তিনি ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠার ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের আহবান জানান।
আলোচনা সভায় আরো আলোচনা করেন- ইসলামী সমাজের কেন্দ্রীয় দায়িত্বশীল, সর্ব জনাব মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, মোঃ নুরুদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, মোঃ সেলিম মোল্লা এবং ‘ইসলামী সমাজ’ ঢাকা মহানগর দক্ষিণের সহকারী দায়িত্বশীল আবু জাফর মোহাম্মদ সালেহ প্রমুখ।

Пікірлер: 10

  • @FreeFair-ku2bu
    @FreeFair-ku2bu6 ай бұрын

    Allah

  • @monirulIslam-bv2yc
    @monirulIslam-bv2yc3 ай бұрын

    Alhamdulillah

  • @islamicsocietymedia
    @islamicsocietymedia6 ай бұрын

    আলহামদুলিল্লাহ

  • @sakibahmed2217
    @sakibahmed22176 ай бұрын

    আলহামদুলিল্লাহ্ 🖤

  • @MdShohag-ls1eb
    @MdShohag-ls1eb6 ай бұрын

    Allahuakbar

  • @user-rr5pp3je3m

    @user-rr5pp3je3m

    6 ай бұрын

    আলহামদুলিল্লাহ ভালো লাগলো ❤❤❤❤

  • @islamisomaj382
    @islamisomaj3826 ай бұрын

    আল্লাহ আকবর ❤❤

  • @MdShohag-ls1eb
    @MdShohag-ls1eb6 ай бұрын

    Alhamdulillah

Келесі