Horimiya Part 2 Anime Explained in Bangla. Amine Ex Bangla

Фильм және анимация

Horimiya Part 2 Anime Explained in Bangla. Amine Ex Bangla
কিয়োকো হোরি তার ক্লাসের সবথেকে পপুলার মেয়ে। কিন্তু বাসায় তার অবস্থা ঠিক তার বিপরীত। সাধারণ কাপড় পড়ে সে ঘরের সকল কাজ করে। নিজের পরিবারের লোকজনের দেখাশোনাও করে। একদিন মিয়ামুরা নামক তার এক সহপাঠি তার এই সিক্রেট সম্পর্কে জেনে যায়। হোরির ভাই খেলতে গিয়ে ব্যথা পেলে মিয়ামুরা তাকে বাসায় পৌছে দিতে এসেছিলো। অবশ্য মিয়ামুরার বাইরের লুকও তার ক্লাসের লুক থেকে একদমই আলাদা। সে একাধিক পিয়ারিং পড়তো। তার শরীরে বেশ কয়েকটি ট্যাটুও দেখা যায়। হোরি ও মিয়ামুরা ঠিক করে তারা একে অপরের সিক্রেট সম্পর্কে স্কুলের কাউকে কিছু বলবে না। এভাবেই তাদের মধ্যে কনভার্সেশন হতে থাকে। মিয়ামুরাও মাঝেমাঝেই তাদের বাসায় আসতে থাকে হোরির ছোটভাই সোতার সাথে খেলতে। ধীরেধীরে মিয়ামুরার সাথে হোরি ও তার ফ্যামিলির লোকজনের ভালো বন্ডিং তৈরি হয়ে যায়।
একদিন মিয়ামুরা ফ্ল্যাশ সেল থেকে হোরির জন্য ডিম কিনে আনার পথে তাদের আরেক ক্লাসমেট ইয়োশিকাওয়া তার আসল রূপ দেখে ফেলে। পরদিন স্কুলে তোরু নামের এক ছেলের সাথে মিয়ামুরার বন্ধুত্ব হয়। তোরু মিয়ামুরাকে জানায় হোরিকে সে খুব পছন্দ করে। সে তাকে প্রোপোজ করতে চায়। এই কথা জানতে পেরে মিয়ামুরা হোরির সাথে দূরত্ব তৈরি করতে থাকে। কিন্তু হোরি তার এরকম কর্মকাণ্ডে নাখোশ হয়। সে মিয়ামুরার কাছে গিয়ে এরকম করার কারণ জিজ্ঞেস করে। মিয়ামুরা বলে, তুমি যদি আমার মতো আনপপুলার ছেলের সাথে চলো, তাহলে তোমার রেপুটেশন নষ্ট হবে। এই কথা শুনে হোরি কান্না করতে থাকে। মিয়ামুরাকে সে বুঝানোর পরে আবারও তাদের মধ্যে সবকিছু নরমাল হয়ে যায়।
এরপর হোরি জানায় তোরু তাকে প্রোপোজ করেছে। কিন্তু সে তাকে রিজেক্ট করে দিয়েছে।
পরদিন হোরি যখন তার মায়ের সাথে কথা বলছিলো, তখন সে রিয়েলাইজ করে যে এখনো সে তার বেস্ট ফ্রেন্ড মিয়ামুরার ফার্স্ট নেইমই জানে না! কিন্তু সে এই কথা মিয়ামুরাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলে লজ্জা পায়। তাই ইনডাইরেক্টলি তার ফার্স্ট নেইম খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু সে এই কাজে ব্যর্থ হয়। মিয়ামুরা যখন এই ব্যাপারে জানতে পারে তখন সে নিজেই হোরিকে তার ফার্স্ট নেইম জানায়।
anime
anime world explain bangla
movie explain in bangla
horimiya,horimiya bangla
movie explained in bangla
anime bangla
horimiya bangla explain
anime explain
anime shorts
anime explain bangla
love story movie explained in bangla
horimiya anime
anime explained in bangla
horimiya explain in bangla
horimiya explanation
horimiya anime review in bangla
anime explain in bangla
horimiya explained
horimiya love story anime in bangla

Пікірлер: 2

  • @tagouddin-uw6oj
    @tagouddin-uw6ojАй бұрын

    😊😊

  • @tasmiamahmud4902
    @tasmiamahmud4902Ай бұрын

    Plz vaiya explain form the new world 2012 🙏🙏🙏💙🇧🇩

Келесі