হযরত খানজাহান আলী (রা:) মাজার শরিফ এর ইতিহাস

খান জাহান আলী মাজার খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। হযরত খানজাহান আলী (রঃ) ছিলেন একজন ইসলাম ধর্ম প্রচারক । তিনি কবে ইসলাম ধর্ম প্রচারের জন্য দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে রওনা করেছিলেন তার সঠিক হিসাব পাওয়া যায় না । তবে এটা জানা যায় যে, তিনি যখন বাংলার উদ্দেশ্যে রওনা করেন তখন আলাউদ্দিন মুহাম্মদ শাহ ছিলেন গৌড়ের সুলতান । তিনি প্রবল গঙ্গা নদী পেরিয়ে যশোর জেলায় উপস্থিত হন । তিনি বারোবাজার,মুরুলি কসবা,পয়োগ্রাম কসবা এবং খলিফাবাদ নামে চারটি গ্রাম প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত চারটি গ্রামের মধ্যে বারোবাজারে সর্বপ্রথম মানব বসতি গড়ে ওঠে । এখানে বসবাসকারী বারো জন সাধুর নাম অনুসারে এর নামকরণ করা হয় বারো বাজার। তিনি বহু বছর এই এলাকায় অবস্থান করে ইসলাম ধর্ম প্রচার করেন । তার অংশ গ্রহণে গোরার মসজিদ,সাতগাছিয়া মসজিদ,ঘোপার টিপি কবরস্থান,নামাজের গাও কবরস্থান,মনোহর মসজিদ,জাহাজ ঘাটা,পাঠাগার মসজিদ,আদিনা মসজিদসহ অসংখ্য স্থাপনা তৈরি করা হয়।
পরবর্তীতে খানজাহান আলী বারোবাজার ত্যাগ করে যশোরের মুরলী কসবা নামক স্থানে চলে যান ইসলাম প্রচারের জন্য । সেখানে গরিব শাহ ও বেরাম শাহ নামে দুইজন ইসলাম প্রচারক ছিলেন। তারা ছিলেন খানজাহান আলীর অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত । তিনি এই দুইজনকে রেখে তার একদল অনুসারী নিয়ে বাগেরহাট এবং একদল সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করেন ইসলাম প্রচারের জন্য।
হযরত খানজাহান আলী (রঃ) এলাকার উন্নয়নমূলক কাজ শুরু করার পর সর্বপ্রথম ঘোড়া দীঘি খনন করেন । ষাট গম্বুজ মসজিদের পাশে এই দীঘি খনন করা হয় । এই দিঘির দৈর্ঘ্য প্রায় ৩০০০ ফুট এবং প্রস্থ ১৮০০ ফুট । এই দিঘির আকার বিশাল এবং দেখতে অনেকটা হ্রদের মতো । প্রায় ৬০০ বছর আগে খনন করা হলেও বর্তমানে এই দিঘির পানি এখনো পানযোগ্য।
#খুলনা
#বাগেরহাট
#খান জাহান আলী (রা:) মাজার শরিফ
#ষাটগম্বুজ
#বরিশাল
#ঢাকা

Пікірлер: 1

  • @TanhaAkter-k9f
    @TanhaAkter-k9f9 күн бұрын

    But

Келесі