হাতি তাড়ানোর টং ঘর | গারো পাহাড় | শেরপুর

হাতি তাড়ানোর টং ঘর | গারো পাহাড় | শেরপুর
ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেষা জেলা শেরপুরের পরিচিত যে পর্যটন স্পটগুলো রয়েছে সেইগুলো ব্যতিত লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে সুন্দর সুন্দর জায়গা। ঘন জঙ্গল থেকে শুরু করে পাহাড়ি টিলা, ঝিরি সহ নানা জীববৈচিত্রে ভরপুর এইসব জায়গায় আসলে অনেকটা পার্বত্য চট্টগ্রামের অনুভুতি পাওয়া যায়।
আজকে আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে সাধারণ পর্যটকদের আনাগোনা একদম ই নেই। যেটি মূলত বন্য হাতি তাড়ানোর টং। সব সিজনেই যেহেতু হাতি আসেনা সেহেতু বছরের দীর্ঘসময়টাই এটি ফাঁকা পরে থাকে এবং এটির আশেপাশে পরিশ্রমী কৃষকদের বিশ্রামাগারে পরিণত হয়।

Пікірлер

    Келесі