হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ||Hasanpur S N Govt College,Youtube|Channel zoom

হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ||Hasanpur S N Govt College,KZread|Channel zoom
*বাংলার স্থাপত্য*
১.দাউদকান্দি উপজেলা মডেল মসজিদ ||
• দাউদকান্দি উপজেলা মডেল...
২.চিরচেনা গৌরীপুরঃ
• চিরচেনা গৌরীপুর আজ নিস...
*কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মনোরম ও শান্ত নিবিড় পরিবেশে অবস্থিত হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ।
১৯৬৯ খ্রীঃ ত্ততকালীন মরহুম আব্দুস সামাদ এর অর্থায়নে ও অনুদানে কলেজটি প্রতিষ্ঠা করেন।
বীর মুক্তিযুদ্ধা শহীদ নজরুল ইসলামের নামে কলেজটির নামকরণ করা হয়।
৮.৬ একর জায়গার ওপর কলেজটি স্থাপন বিরাজমান।
সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর আদলে কলেজটিতে রয়েছে একাডেমিক ভবন, ডিগ্রী ভবন,মসজিদ, ল্যাব,
মুক্তিযোদ্ধা শহিদদের সম্মানার্থে আছে ২টি শহীদ মিনার,পুকুর
স্বয়ংসম্পূর্ণ দুইটি ভবনসহ নির্মাণাধীন প্রক্রিয়াধীন রয়েছে আরও একটি ভবন।
হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজটিতে আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সবুজে ঘেড়া বিস্তৃত খোলার মাঠ।
কলেজটির পরিসংখ্যান খুলে দেখা যায় প্রতিবছর হ ১৮০০থেকে ২০০০ শিক্ষার্থী এই কলেজ্টিতে অধ্যায়নরত থাকেন উচ্চশিক্ষা ও স্নাতক এবং ডিগ্রি লাভের আশায়।
৩২ জন শিক্ষক ও ১২ জন কর্মকর্তা-কর্মচারী কলেজটিতে কর্মরত রয়েছেন।।
অধ্যাপক প্রফেসর জামাল হোসেন জামাল ও উপাদক্ষ মোহাম্মদ সালেহ আহমেদের
নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কলেজটি আলোর পথে প্রসারিত হচ্ছে।
#হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ#কুমিল্লার_ ঐতিহ্য# Channel zoom_ততথ্যচিত্র#

Пікірлер: 1

  • @NasaruddinNas-eq4vu
    @NasaruddinNas-eq4vu11 ай бұрын

    এই কলেজে কী হোস্টেল আছে

Келесі