হাইব্রিড জাতের ললিতা বেগুন চাষে সফল কৃষক মোজাম্মেল ভাই।। hybrid Lalita brinjal cultivation

ফসল : বেগুন
জাত : ললিতা
কৃষক : মো : মোজাম্মেল
স্থান : সিবাতলী,আলীকদম, বান্দরবান
হাইব্রিড জাতের বেগুন চাষে সফল মোজাম্মেল ভাই। তিনি দীর্ঘ দিন ধরে চাষাবাদের সঙ্গে জড়িত। বর্তমান মোজাম্মেল ভাই ৮০ শতক হাইব্রিড ললিতা জাতের বেগুন চাষ করেছে। তার জমিতে বিভিন্ন প্রকারের পোকামাকড় ও রোগ দেখা দিলে সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করেন। বেগুনের ছিদ্রকারী পোকা দমনে জন্য নিয়মিত সুরেট প্লাস ও মানিক ব্যবহার করে পোকা মুক্ত রাখেন।

Пікірлер

    Келесі