হাইড্রপনিক্স পদ্ধতিতে এখন মাটি ও কীটনাশক ছাড়াই সবজির চাষ || Green savers

এ পদ্ধতিতে পাম্পের মাধ্যমে পানির প্রবাহ সর্বদা চলমান থাকায় ডেঙ্গুবাহিত মশা যেমন জন্মাতে পারেনা পাশাপাশি পানি স্বচ্ছ ও পরিস্কার থাকায় কোনও পোকামাকড় কিংবা কেঁচো ও শামুকও জন্মাতে পারে না।
এই সিস্টেমে শুধু পানিতে বছরে কয়েকবার নিউট্রিয়েন্ট বা পুষ্টি যোগ করতে হয়। আমাদের এই নিউট্রিয়েন্ট ফরমুলায় গাছ সাধারন প্রক্রিয়ার থেকে প্রায় ২ গুন দ্রুত বাড়তে থাকে ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় চাষাবাদের চেয়ে অনেক কম সময়েই আপনি কাঙ্ক্ষিত ভালো ফলন পাচ্ছেন ।
এই পদ্ধতিতে যে নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান পানির সাথে মিশিয়ে ফসল উৎপাদন করা হয় তা বেশ সাশ্রয়ী ও সহজলভ্য। এর খরচ সাধারণ চাষাবাদে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশকের পেছনে সারাবছর আপনার যে খরচ হয় তার প্রায় কাছাকাছি কিন্তু তুলনামূলক নিরাপদ, ও বিষমুক্ত।

Пікірлер: 2

  • @drmohsindr
    @drmohsindr

    Only lettuce and Pak choy grows well. + Broccoli

Келесі