গ্যাস সিলিন্ডারে কেন গ্যাস লিক করে ? বন্ধ করার উপায় জেনে নিনHow to stop gas leakage in LPG cylinder

Фильм және анимация

গ্যাস সিলিন্ডারে কেন গ্যাস লিক করে ,? বন্ধ করার উপায় জেনে নিন,।How to stop gas leakage in LPG cylinder,
LPG গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কি করবেন এবং নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন,
আসুন শিখে নেই কিভাবে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে বন্ধ করবেন l How to stop gas cylinder fire !
গ্যাস সিলিন্ডারের আগুন থেকে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যেকোন সময়। তাই আসুন জেনে নেই ছোট্ট এই টিপস যার মাধ্যমে আপনি খুব সহজে এই আগুন নিভিয়ে ফেলতে পারবেন,
আমাদের দৈনন্দিন জীবনে এলপিজি গ্যাস সিলিন্ডার গ্যাস এখন অপরিহার্য । প্রায় মধ্যবিত্ত থেকে শুরু করে সকলের বাড়িতে LPG গ্যাস এখন রান্নার বিকল্প । এই সিলিন্ডার গ্যাসের ব্যবহারও বাড়ছে ।
কিন্তু সামান্য অসাবধানতায় ডেকে আনতে পারে মারাত্মক বিপদ । প্রাণহানি । ঘটতে পারে বিস্ফোরণ । ফলাফল মৃত্যু ।
তাই আমাদেরকে সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে ।
কিভাবে এই সাবধানতা অবলম্বন করবেন সেটা অনেকেই জানেন না । চলুন দেখে নেই কিভাবে এই সাবধানতা অবলম্বন করতে পারবেন
গ্যাস Leak হলে কি করবেন ?
সিলিন্ডারের গ্যাস খুবই বাজে গন্ধ যুক্ত এবং কোন অংশ Leak হলে এই বাজে গন্ধ দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে । তাই এমন কোন বাজে বা উৎকট গন্ধ পেলেই সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যান । এই সময় কোন জায়গাতে তার আশেপাশে আগুন জ্বালাতে দেওয়া যাবে না এবং পাশাপাশি বাড়িগুলি তো বিদ্যুৎ লাইন এর মেইন সুইচ বন্ধ করে দিতে হবে । পাশাপাশি ঘরের সমস্ত জানলা দরজা খুলে দিন যাতে বাতাস সহজেই যাতায়াত করতে পারে এবং যদি সম্ভব হয় সিলিন্ডার regulator বন্ধ করুন ।
কিভাবে আগুন নেভাবেন
যদি সিলিন্ডারে আগুন লাগে তাহলে আতঙ্কিত হবেন না । আতঙ্কিত না হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আগুন নেভানোর চেষ্টা করুন । আগুন নেভানোর কয়েকটা টেকনিক রয়েছে । আপনি যদি জানেন তাহলে আপনি খুব সহজেই আগুন নিভিয়ে ফেলতে পারবেন । চলুন দেখে নিই
শরীরের কোনো অংশ আগুন লাগলে বা যদি পুড়ে যায় তাহলে কি করবেন
অনেক সময় দেখা যায় যে সিলিন্ডারে কোথাও যদি আগুন লেগে গিয়ে থাকে সেই জায়গার আগুন নেভাতে গিয়ে অনেকে আহত হন এবং কোন কোন জায়গা পুড়ে যেতে পারে । সেক্ষেত্রে আপনাকে ওই পোড়া কাপড় খুলে ফেলতে হবে এবং সেই জায়গাতে জলের ঝাপটা দিতে হবে অনবরত প্রায় কুড়ি মিনিট । বা জলে ডুবিয়ে রাখতে পারেন । যদি জামা কাপড়ে আগুন লেগে যায় তাহলে সেই মুহূর্তে জামাকাপড় খুলে মুখে হাত চেপে ধরে মাটিতে গড়াগড়ি দিতে থাকুন ।
যদি শরীরের কোন অংশে ফোসকা পড়ে যায় এটা মোটেও তুলে ফেলার চেষ্টা করবেন না কারণ ওই স্থানে ফোসকা তুলে ফেললে ইনফেকশনের সম্ভাবনা হতে পারে ।
সাবধানতা অবলম্বন
সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণের ফলে মারাত্মক বিপদ বা দুর্ঘটনা ঘটতে পারে । তাই নিয়মিত পরীক্ষা করতে হবে সিলিন্ডার থেকে গ্যাস Leak হচ্ছে কিনা এবং এই পরিক্ষা কিভাবে করবেন তা একটি ছোট্ট ভিডিওতে দেখে নিন -
প্রথমেই একটি বোতলে সাবান ফেনা গুলে ভালোভাবে ঝাঁকিয়ে নিন । এবার আস্তে আস্তে স্প্রে করুন যে স্থানে সিলিন্ডার লিক হয়েছে মনে হচ্ছে সেই স্থানে । যদি দেখেন যে কোনো অংশ থেকে সাবানের বুদবুদ উপরে উঠে আসছে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে ওই স্থানে গ্যাস লিকেজ হয়েছে এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে ।
সাবধানতা অবলম্বন
আপনাকে জানতেই হবে দৈনন্দিন জীবনে কি কাজ করলে আমি সম্পূর্ণ সুস্থ ভাবে রান্না করতে পারবেন বা সিলিন্ডার সামনে যেতে পারবেন । সেজন্য যে অবলম্বন করে আপনাকে মানতে হবে সেগুলি -
1) নিয়মিত সিলিন্ডার চেক করতে হবে ।
2) গ্যাসে রান্না বসিয়ে কোথাও যাবেন না ।
3) রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিচের Valve বন্ধ করে দিন ।
4) রান্নার পরনের পোশাক এর উপরে নজর দিন । কোন সিল্কের পোশাক বা শাড়ি পরে রান্না করবেন না ।

Пікірлер

    Келесі