ধনী ব্যক্তিদের জন্য যে বিষয়টি জানা খুবই জরুরী || ভোগ-বিলাসে শরীয়তের সীমানা || Allama Mozammel Haque

সূরা আহকাফ এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৪, আয়াত : ১৯-২৬ || Sura Ahkaf tafsir : 19-26 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
وَلِكُلٍّ دَرَجَاتٌ مِّمَّا عَمِلُوا وَلِيُوَفِّيَهُمْ أَعْمَالَهُمْ وَهُمْ لَا يُظْلَمُونَ
প্রত্যেকের জন্যে তাদের কৃতকর্ম অনুযায়ী বিভিন্ন স্তর রয়েছে, যাতে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেন। বস্তুতঃ তাদের প্রতি যুলুম করা হবে না। [সুরা আহক্বাফ - ৪৬:১৯]
وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُم بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنتُمْ تَفْسُقُونَ
যেদিন কাফেরদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে সেদিন বলা হবে, তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনেই নিঃশেষ করেছ এবং সেগুলো ভোগ করেছ সুতরাং আজ তোমাদেরকে অপমানকর আযাবের শাস্তি দেয়া হবে; কারণ, তোমরা পৃথিবীতে অন্যায় ভাবে অহংকার করতে এবং তোমরা পাপাচার করতে। [সুরা আহক্বাফ - ৪৬:২০]
وَاذْكُرْ أَخَا عَادٍ إِذْ أَنذَرَ قَوْمَهُ بِالْأَحْقَافِ وَقَدْ خَلَتْ النُّذُرُ مِن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
আ'দ সম্প্রদায়ের ভাইয়ের কথা স্মরণ করুন, তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল সে তার সম্প্রদায়কে বালুকাময় উচ্চ উপত্যকায় এ মর্মে সতর্ক করেছিল যে, তোমরা আল্লাহ ব্যতীত কারও এবাদত করো না। আমি তোমাদের জন্যে এক মহাদিবসের শাস্তির আশংকা করি। [সুরা আহক্বাফ - ৪৬:২১]
قَالُوا أَجِئْتَنَا لِتَأْفِكَنَا عَنْ آلِهَتِنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেব-দেবী থেকে নিবৃত্ত করতে আগমন করেছ? তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও, তা নিয়ে আস। [সুরা আহক্বাফ - ৪৬:২২]
قَالَ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَأُبَلِّغُكُم مَّا أُرْسِلْتُ بِهِ وَلَكِنِّي أَرَاكُمْ قَوْمًا تَجْهَلُونَ
সে বলল, এ জ্ঞান তো আল্লাহর কাছেই রয়েছে। আমি যে বিষয়সহ প্রেরিত হয়েছি, তা তোমাদের কাছে পৌঁছাই। কিন্তু আমি দেখছি তোমরা এক মুর্খ সম্প্রদায়। [সুরা আহক্বাফ - ৪৬:২৩]
فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُّمْطِرُنَا بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُم بِهِ رِيحٌ فِيهَا عَذَابٌ أَلِيمٌ
(অতঃপর) তারা যখন শাস্তিকে মেঘরূপে তাদের উপত্যকা অভিমুখী দেখল, তখন বলল, এ তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে। বরং এটা সেই বস্তু, যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা বায়ু এতে রয়েছে মর্মন্তুদ শাস্তি। [সুরা আহক্বাফ - ৪৬:২৪]
تُدَمِّرُ كُلَّ شَيْءٍ بِأَمْرِ رَبِّهَا فَأَصْبَحُوا لَا يُرَى إِلَّا مَسَاكِنُهُمْ كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ
তার পালনকর্তার আদেশে সে সব কিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর তারা ভোর বেলায় এমন হয়ে গেল যে, তাদের বসতিগুলো ছাড়া কিছুই দৃষ্টিগোচর হল না। আমি অপরাধী সম্প্রদায়কে এমনিভাবে শাস্তি দিয়ে থাকি। [সুরা আহক্বাফ - ৪৬:২৫]
وَلَقَدْ مَكَّنَّاهُمْ فِيمَا إِن مَّكَّنَّاكُمْ فِيهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَأَبْصَارًا وَأَفْئِدَةً فَمَا أَغْنَى عَنْهُمْ سَمْعُهُمْ وَلَا أَبْصَارُهُمْ وَلَا أَفْئِدَتُهُم مِّن شَيْءٍ إِذْ كَانُوا يَجْحَدُونَ بِآيَاتِ اللَّهِ وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُون
আমি তাদেরকে এমন বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম, যে বিষয়ে তোমাদেরকে ক্ষমতা দেইনি। আমি তাদের দিয়েছিলাম, কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু তাদের কর্ণ, চক্ষু ও হৃদয় তাদের কোন কাজে আসল না, যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং তাদেরকে সেই শাস্তি গ্রাস করে নিল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। [সুরা আহক্বাফ - ৪৬:২৬]

Пікірлер: 28

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu41947 ай бұрын

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,,, হে আল্লাহ মওলানা মুজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়বা দান করুন,,,,, এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,,,

  • @Krishokbondhu_24November
    @Krishokbondhu_24November Жыл бұрын

    আসসালামু আলাইকুম। আজ আপনাকে আমি সাগরদাঁড়ি ট্র্বেনে দেখছি হুজুর। আমার পিছনের সিটে বসে ছিলেন। আমার খুব ইচ্ছে হচ্ছিল আপনার সাথে কথা বলি। কিন্তু সারাদিনের রোজার শেষে আপনি ক্লান্ত ছিলেন। হালকা ঘুমিয়ে বিশ্রাম করতে ছিলেন। তাই আর বিরক্ত করি নাই। আল্লাহ আপনাকে সব সময় হেফাজতে রাখুন। আমিন❤❤

  • @mbdelectricsolution586

    @mbdelectricsolution586

    Жыл бұрын

    সম্ভবত উনি গ্রামের বাড়ি থেকে রাজশাহী ফিরছিলেন।

  • @hassanmdmehedhi-zy1ix
    @hassanmdmehedhi-zy1ix Жыл бұрын

    সু্ন্দর বয়ান । বয়ান বা আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুন্দর ভাষা । খুব জোরেও না আবার আস্তও না । আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন ।

  • @rafiqulislamahi444
    @rafiqulislamahi444 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততই ভালো লাগে অনেক কিছু জানতে পারি। আল্লাহ হুজুরকে নেক ও সুস্থ জীবন দান করুন।

  • @syedabdullah7743
    @syedabdullah7743 Жыл бұрын

    আমিন।

  • @SaidulIslam-wi3kf
    @SaidulIslam-wi3kf Жыл бұрын

    Assalamu walekum hujur... খুবই সুন্দর আলোচনা

  • @abdussalam-vd6qt
    @abdussalam-vd6qt Жыл бұрын

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,

  • @abcde277
    @abcde277 Жыл бұрын

    Subhanallah

  • @shamimhossain1199
    @shamimhossain1199 Жыл бұрын

    আল্লাহ পাক খুশি হয়ে জাহা দিবেন তাতেই আলহামদুলিল্লাহ

  • @AbdusSalam-fo1gq

    @AbdusSalam-fo1gq

    Жыл бұрын

    আলহামদুলিল্লাহ আপনার আলাপ যতই শুনি ততই ভালো লাগে । আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমিন

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ্‌

  • @asadbhuiyan5719
    @asadbhuiyan5719 Жыл бұрын

    ❤,, great job ❤INSHILA.

  • @sukuruddin1676
    @sukuruddin16762 ай бұрын

    Alhamdulillah Mohan Allah Aponake sohisalamote rakhun. Sundor tapsir alocbona pranjure jai.

  • @sukuruddin1676

    @sukuruddin1676

    2 ай бұрын

    Alochona hobe alobonar poriborte.

  • @AbidAli-bv2gl
    @AbidAli-bv2gl Жыл бұрын

    সুন্দর হৃদ্ধয় জুড়ানো ভিডিও। হোল গ্রেন ফুড শরীরের জন্য ১০০% ভাল। আমেরিকার Nutrition and Food Science Association of USA। সব কিছু ন্যাচারেল ফুড এবং ভেজিটেবেল হতে হবে।

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Жыл бұрын

    Thanks for your new lecture

  • @mdelishdewan3971
    @mdelishdewan3971 Жыл бұрын

    তিনজন সম্মানিত বক্তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনি। তাঁদের মধ্যে জনাব মুজাম্মেল হুজুর একজন। মোঃ ইলিয়াছ দেওয়ান।

  • @mozammelmozammel5886
    @mozammelmozammel5886 Жыл бұрын

    Alhamdolillahh

  • @abdulbari-rw2hh
    @abdulbari-rw2hh Жыл бұрын

    খৎনা এবং বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে কি। দয়া করে বলবেন!

  • @reahanaparvin3320
    @reahanaparvin3320 Жыл бұрын

    Waiting for Your lecture everyday

  • @TahjibCenter

    @TahjibCenter

    Жыл бұрын

    শুকরিয়া প্রিয় ভাই

  • @mainulhasan7208
    @mainulhasan7208 Жыл бұрын

    আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান

  • @muziborrahaman8278
    @muziborrahaman8278 Жыл бұрын

    আসল বলছেন, বন্ধু নষ্ট হয়ে যাবে!

  • @uniquebanking3151
    @uniquebanking3151 Жыл бұрын

    Vogh bilas hobe as per need of the person

Келесі