ছেড়াঁদ্বী‌পে তরমুজ

ছেড়াঁদ্বী‌পে তরমুজ
প্রায় তিন সপ্তাহ আ‌গে ছেড়াঁদ্বী‌পে যে তরমুজটার দাম অ‌নেক বে‌শি ম‌নে হ‌য়ে‌ছিল আজ ম‌নে হ‌লো ঢাকা শহ‌রের তুলনায় এ দাম কিছুই না। তরমু‌জের কে‌জি ৮০/১০০ টাকা ভাবা যায়! দে‌শে আ‌গে থে‌কেই বি‌দেশী ফলগু‌লোর দাম আকাশ‌ছোঁয়া। প‌বিত্র রমজা‌নে অ‌নে‌কে ম‌নে ক‌রে‌ছি‌লো এ তরমুজটা একটু খা‌বে, ম‌নে হয় তা আর হ‌চ্ছে না। খেজু‌রের প‌রিব‌র্তে বরই, বেগু‌নের প‌রিব‌র্তে মি‌ষ্টি কুমড়া খাওয়া জা‌তি দে‌শের মা‌টি‌তে উৎপা‌দিত তরমু‌জেরও ম‌নে হয় বিকল্প খুঁজ‌তে হ‌বে। প‌বিত্র মা‌হে রমজা‌নে যেখা‌নে বি‌শ্বের প্রায় দে‌শে রি‌লে‌টেড প্রোডা‌ক্টের উপর ডিসকাউন্ট দেয়া হয় সেখা‌নে আমা‌দের ম‌তো মুস‌লিম দে‌শে জি‌নিসপ‌ত্রের দাম চ‌লে যায় নাগা‌লের বা‌হি‌রে। এ রোজার মাসই যেন সারা বছ‌রের লস উশুল করার মাস। প‌বিত্র বরকতময় মা‌হে রমজান মা‌সে যেসব ব‌্যবসা‌য়ি সি‌ন্ডি‌কে‌টের মাধ‌্যমে এভা‌বে সাধারণ জনগণ‌কে বিপ‌দে/ ক‌ষ্টে ফে‌লে দেয় এক‌দিন তা‌দের রু‌হ থে‌কে হেদা‌য়ে‌তের প‌রিব‌র্তে বদ‌দোয়া/গজ‌বের জন‌্য দোয়া আস‌বে। হে আল্লাহ এ প‌বিত্র রমজা‌নের উ‌সিলায় সবাই‌কে হেদা‌য়েত দান কর।
#watermelon #cheradip #saintmartin

Пікірлер

    Келесі