চাটমোহর উপজেলার ইতিহাস । History of Chatmohar Upazila

Ойын-сауық

#চাটমোহর উপজেলার ইতিহাস, #history of #Chatmohar Upazila
চাটমোহর উপজেলার ইতিহাস
চাটমোহর উপজেলা পাবনা জেলার প্রাচীনতম উপজেলার মধ্যে একটি। চাটমোহর থানা হিসেবে ইহা প্রতিষ্ঠা লাভ করে ৫ ডিসেম্বর, ১৯০৯ সালে । থানা উন্নয়ন সার্কেলে রুপান্তরিত হয় ১৯৬০ সালে এবং ১৫ ডিসেম্বর, ১৯৮২ সালে আপগ্রেড থানা (উপজেলা) হিসেবে এটি ঘোষিত হয়।
উপজেলাটি ঐতিহ্যবাহী চলন বিল অধ্যূষিত এবং বড়াল নদীর দক্ষিণ পার্শ্বে ইহা অবস্থিত। কথিত আছে যে, খ্রীষ্টিয় পঞ্চদশ শতাব্দীতে এখানে সোনার মোহর বেচা-কেনা হতো। সে সময় এখানে ডাকতাদের উৎপাৎ ছিল। ডাকাতদের উৎপাৎ থেকে রক্ষা পাওয়ার জন্য সোনার মোহর বিক্রেতাগণ চটের ব্যাগে করে মোহর নিয়ে এসে বিক্রি করতো। এ কারণে এখানকার নামকরণ হয়েছে চাটমোহর।
এ উপজেলার মানুষ পরমতসহিষ্ণু মনোভাবাপন্ন, অতিথি পরায়ণ এবং এখানে রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান।
এ উপজেলা মোট আয়তন ৩১০ বর্গ কিলোমিটার।
উপজেলায় পৌরসভা ১টি ও ইউনিয়নের সংখ্যা ১১টি। ইউনিয়নগুলো হচ্ছে- বিলচলন, মথুরাপুর, গুনাইগাছা, হরিপুর, মূলগ্রাম, ডিবিগ্রাম, পার্শ্বডাঙ্গা, ফৈলজানা, হান্ডিয়াল, ছাইকোলা ও নিমাইচড়া। এ উপজেলার প্রধান ফসল ধান, পাট, খেসারী, তিল ও মরিচ। রেলপথ, নদী পথ ও সড়ক পথের সুব্যবস্থা থাকায় পাবনা জেলার ৯টি উপজেলার মধ্যে চাটমোহর উপজেলা ব্যবসা প্রসিদ্ধ উল্লেখযোগ্য একটি উপজেলা।

Пікірлер: 1

  • @akhyakhy
    @akhyakhy12 күн бұрын

    ভাই চাটমোহর আমার বাবার বাড়ি আমার বাবা কখনো আমাদের ওইখানে নিয়ে যায়নি সে আমাদের রেখে চলে গেছে মনে হয় তার এলাকায় আপনি তো চাটমোহরের ভিডিও বানাইছেন আমার একটু উপকার করবেন আমার বাবাকে খোঁজে পেতে সাহায্য করবেন আমাকে একটু প্লিজ প্লিজ আমার উপরে একটু দুয়া করেন প্লিজ

Келесі