ব্রীডিং সিজেনে লাভবার্ড পাখির জন্য অতি প্রয়োজনীয় দানা খাবারগুলি কি কি? লাভ বার্ড পাখির সিড মিক্স

Үй жануарлары мен аңдар

বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখিয়েছি আমি আমার লাভ বার্ড পাখির জন্য কি ধরনের দানা খাবার ব্যবহার করি ব্রীডিং সিজন এ। সঠিক পরিমাণে দানাদার খাবার গুলির সঠিক মিশ্রণ অথবা Golden ratio কি রকম হওয়া উচিত সেটাই এই ভিডিওর মূল বিষয়। আশা করি ভিডিওটা ভাল লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সিনিয়র ব্রিডার আমার সঙ্গে একমত নাও হতে পারেন, আমি যেটা ব্যবহার করি সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরেছি,

Пікірлер: 79

  • @ayantikaadhikary5985
    @ayantikaadhikary59853 жыл бұрын

    Apnar love bird pakhi gulo kub misti dakhte 😍

  • @manojitbiswas510
    @manojitbiswas5104 жыл бұрын

    You are helpful.so thanks.

  • @ahanroy9863
    @ahanroy98633 жыл бұрын

    Nice video 👌👌

  • @h.sbosslimegamer9598
    @h.sbosslimegamer95982 жыл бұрын

    Pollub.vai.halo.yacho

  • @abhishekmondal3499
    @abhishekmondal34994 жыл бұрын

    good

  • @mahadiraj5927
    @mahadiraj5927 Жыл бұрын

    Vai Ami notun love bird pali .matir Hario disi but harir vitore kichu dewa lagbe plz bolben

  • @sharmistharoy2492
    @sharmistharoy24923 жыл бұрын

    Nice video

  • @ahanroy9863

    @ahanroy9863

    3 жыл бұрын

    Yes

  • @indiananupam5715
    @indiananupam57153 жыл бұрын

    Duto lovebirds sara mase koto ta dana khai seta bolben please with kontar ki anupat🙏.

  • @loveyoubird2710
    @loveyoubird27104 жыл бұрын

    Dada amar 1ta lutino r leg (pa)bhege geche die Beke geche ki mediscne use korbo please bolo

  • @bikramlet7019
    @bikramlet70194 жыл бұрын

    apnar lovebird er cage size ta koto?????

  • @onuhasina8077
    @onuhasina80774 жыл бұрын

    পাখির খাবারের তালিকাটি ওপরিমাপ লিখিত দিলে উপকৃত হতাম।

  • @harshshaw640
    @harshshaw6403 жыл бұрын

    Dada love bird ke kon age theke canary r milets dite parbo

  • @subhajitbaral706
    @subhajitbaral7064 жыл бұрын

    Apnar kacha kono Rosy orange love bird pakhi acha Jodi thaka koto dam hoba please bolun

  • @nemaibor8125
    @nemaibor81254 жыл бұрын

    Dear pallob amr love bird r 5 pc cina tan wet lose hoyacha age 11 month colonyte chilo feather lose hocha please suggest me?

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    সিনা টান অনেক কারণে হতে পারে ,তবে মূলত এখন যেহেতু বর্ষাকাল পারলে ডি ওয়ার্মিং কৃমিনাশক ওষুধের একটা কোর্স করে নিন। এই সংক্রান্ত আমার ভিডিও রয়েছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। পুরো কোর্স করার পর পাখি গুলি কেমন থাকে জানাবেন। এছাড়া যদি ইতিমধ্যে ডি ওয়ার্মিং করে থাকেন ,সেক্ষেত্রে টানা 7 দিন বি কমপ্লেক্স ওষুধ যেমন "আম্বিপ্লেক্স" এই ওষুধের কোর্স করবেন 1 লিটার জলে 10 থেকে 12 ml। এর আগে অবশ্যই দুদিন থেকে তিনদিন লিভার টনিক লিভ ভেটনারি ওষুধ" লিভ ফিফটি টু প্রটেক্ট" দেবেন এবং একইভাবে কোর্স কমপ্লিট হলে শেষে আবার টানা দুই থেকে তিন দিন "লিভ ফিফটি টু প্রটেক্ট " ব্যবহার করবেন 1 লিটার জলে 10ml । পাখিকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় খাবার দেবেন, পাখির ঘর পরিষ্কার রাখবেন, ভিজে দানা কখনোই পাখির খাবার পাত্র না থাকে লক্ষ্য রাখবেন ,এছাড়া সঠিক পরিমাণে খাবার দেবেন এবং ভরপুর নরম খাবার দিতে হবে, তবে পাখি সুস্থ থাকবে। আর পালক ওঠার কথা বলেছেন, বর্ষার সময় পাখিদের মল্টিং হয় বা পালক উঠে নতুন পালক বের হয়, এতে ভয় পাওয়ার কারণ নেই।

  • @user-kr1pn1kn3b
    @user-kr1pn1kn3b Жыл бұрын

    পাখিদের কে কিছুদিন দরে ওষুধ দিচ্ছি পানিতে মিশিয়ে, কিন্তু ওরা একটু ও পানি খায় না, এটার জন্য কি করতে পারি

  • @d4nk4channel39
    @d4nk4channel393 жыл бұрын

    Dada black sheeds kotota dabo dada

  • @darshansarkar9021
    @darshansarkar90214 жыл бұрын

    apner sathe ki vabe jogajog korbo ektu bolben pls.

  • @chandankar6112
    @chandankar61123 жыл бұрын

    ভাই আমার অনেক লাভবাড পাখি মারা গেছে কিছু করতে পারি নি অনেক রকম ঔষধ ব্যবহার করেও তাদের বাঁচাতে পারিনি খুব ভয়ে ভয়ে আছি ওনন পাখিদের জন্য ।

  • @loveyoubird2710
    @loveyoubird27104 жыл бұрын

    lutino ar rosi ache

  • @subhankardas8122
    @subhankardas81223 жыл бұрын

    Bhar er modhe ki khorr joruri

  • @rosemarymondal3002
    @rosemarymondal30023 жыл бұрын

    পল্লব ভাই লাভ বার্ড কি সোয়া বিন দানা খায়

  • @gazimohammadabdullah3713
    @gazimohammadabdullah37133 жыл бұрын

    কয় রকমের খাবার দিতে হয়

  • @bikramlet7019
    @bikramlet70194 жыл бұрын

    Dada.. বর্তমান market condition হিসেবে buggies breeding টা কি লাভ জনক? আপনার মতামত টা জানাবেন ।

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    যদি একদম অভিজ্ঞতা না থাকে তাহলে বদ্রি করুন, নচেৎ না করাই ভালো। কারণ দানার দাম প্রচুর সেই অনুপাতে পাখির দাম খুব বেশী বাড়েনি, আর যদি পাখি থেকে থাকে, তাহলে বলব অল্প পরিমাণ পাখি রেখে দিন পরবর্তী সময়ের জন্য, কারন বাজার ওঠানামা সব সময় করে। আজ বাজার খারাপ কিন্তু পরবর্তী সময় অন্য পাখির বাজার খারাপ হতে পারে তাই বলবো অবশ্যই কিছু পরিমাণ পাখি রেখে দেওয়া সব সময় উচিত, তা থেকে পরবর্তী সময়ে বাড়িয়ে ফেলা যায় প্রয়োজনমতো। আর ব্যবসায়িক ভিত্তিতে করতে চাইলে এখন জাভার দাম ভালো যাচ্ছে, আর এর প্রোডাকশন খুব ভালো হয়, রোগ জ্বালার পরিমাণ অনেক কম যদি ঠিকঠাক খাবার দেয়া যায়, তাই এখন বদ্রি ব্রিড করানোর থেকে একটু ইনভেস্টমেন্ট বেশি করে জাভা করা ভালো ‌। আর যদি ইনভেস্টমেন্ট কম করতে চান তাহলে জেব্রা ফিঞ্চ অথবা বেঙ্গলি ফিঞ্চ করুন তবে এক্ষেত্রে সিঙ্গেল কেযে করা ভালো। আমার কলোনিতে তেমন অভিজ্ঞতা নেই তাই বলতে পারলাম না, আমি একটা কলোনী বানাচ্ছি জেব্রা ফিঞ্চ এর, অভিজ্ঞতার জন্য ।অবশ্যই ভিডিও শেয়ার করব।

  • @bikramlet7019

    @bikramlet7019

    4 жыл бұрын

    Thank u Dada.....

  • @debajyotichakraborty5130
    @debajyotichakraborty51304 жыл бұрын

    Ai sidmix ki bodri r Finch ke daoa jabe

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    না। এটা লাভ বার্ড, ককটেল, কোনুর এইসব পাখির জন্য। ফিঞ্চ ও বদ্রিকার জন্য দানার সঙ্গে অল্প অল্প ক্যানারি সিড দেওয়া যেতে পারে, তবে খুব অল্প পরিমাণ একবারটি খাবারে 1- 2 চিমটে মত.

  • @sumitkhanra8403
    @sumitkhanra84034 жыл бұрын

    Love birds ragular dhan khala.pat a kacho hoba na to

  • @prashantasingharoy9405
    @prashantasingharoy94053 жыл бұрын

    Dada 2to fimal k ki fostering baby dewa Jay? Please janan

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    3 жыл бұрын

    ফস্টার করাতে গেলে সেরকমভাবে কোন নিয়ম শৃঙ্খলা নেই । এটা নির্ভর করে সম্পূর্ণ ফস্টার করার জন্য নির্বাচিত জোড়া কিরকম ভাবে একসেপ্ট করছে তার উপর। বন্ডিং ভালো থাকলেই হয় অর্থাৎ মেল ফিমেল হতে পারে অথবা ফিমেল ফিমেল হতে পারে অথবা মেল মেল, তবে প্রথম সিঙ্গেল ডিম অথবা ছোট বাচ্চা দেওয়া ছাড়া বোঝা যায় না তারা কি রকম পালন করবে ,তাই রিস্ক প্রথমটা নিতেই হয় । তবে ফারটাইল ডিম দেওয়াটাই ভালো।

  • @paruldas6067
    @paruldas60672 жыл бұрын

  • @yeaminmollick4934
    @yeaminmollick49343 жыл бұрын

    সূর্যোমুখি বিচ/দানা শিতের সময় বেশি দিতে হবে?

  • @classeightjoba719

    @classeightjoba719

    3 жыл бұрын

    Ha siter somoy toilakto bij. Besi deya valo

  • @amitavaghosh7657
    @amitavaghosh76574 жыл бұрын

    Rice food suitable for ❤Love 🐦 bird's and also others??

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    My Englis is very poor,please adjust it. Yes, it's also use edge soft food. But it's not using edge main food source. Don't use it like seeds. I also uploaded a video, on the food benefits off the rice for Birds. You also watch the video on my channel main page or playlists.

  • @samirjana3278
    @samirjana32783 жыл бұрын

    আপনি যে মুল খাওয়া র টা শেষে দেখলেন সেটা বর্জিগার পাখি কে খাওয়ানো যাবে।

  • @irinshormila8991
    @irinshormila89914 жыл бұрын

    লাভ পাখি একটার মাথার উপর আরেকটা ব্রিডিং করে কি করব?

  • @gymandbirdlover7365
    @gymandbirdlover73654 жыл бұрын

    দাদাফেসবুক আইডিটা খুঁজে পাচ্ছি না তুমি আমার কমেন্টের পাশে ফেসবুক আইডির লিংকটা দিয়ে দাও

  • @loveyoubird2710
    @loveyoubird27104 жыл бұрын

    dada tar 1pair cage size koto

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    আমার লাভ বার্ড এর খাচার সাইজ২'×২'

  • @johaniftekar4473
    @johaniftekar44733 жыл бұрын

    ভাই দানা গুলোর নাম আর পাবো কোথাই বলবেন??

  • @amitvlog2600
    @amitvlog26004 жыл бұрын

    দাদা আমার পাখি আছে পাখি ঘরে কি ঔষধ দিয়ে জলে ঔষধ নি এসোপে করলে ভাইরাস চলে জাইবে ঔষধ টি নাম বলবেন

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    B_904 এই ওষুধটি ১ লিটার জলে ৪এম এল ব্যবহার করতে পারেন। ভালো কাজ হয়।

  • @srinibasjana9535
    @srinibasjana95354 жыл бұрын

    Dada aapnar nambar ta ki pays jabe

  • @srustidharsikdarsikdar5366
    @srustidharsikdarsikdar53664 жыл бұрын

    পল্লবদা১২টা লাভবান পাখি ৭দিনে কত কিলোদানা দরকার?আমি উড়িশায থাকি।

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    এক জোড়া পাখি সারাদিনে মোটামুটি 150 গ্রাম থেকে 250 গ্রাম এর মত দানা খেতে পারে তবে এটা শুধুমাত্র দানা খাবার যদি দেওয়া হয় তাহলেই, তা না হলে নরম খাবার এর সঙ্গে যদি দেওয়া হয় তাহলে দানা খাবার পরিমাণে একটু কম খাবে। আর বাচ্চা হলে পরিমাণটা একটু বাড়বে।

  • @ramkrishnamitra9308
    @ramkrishnamitra93084 жыл бұрын

    বড় দানা কাঙনি অনলাইন কোথায় পাবো

  • @KamalSk-fc5og

    @KamalSk-fc5og

    3 жыл бұрын

    ফ্লিপকার্টে পাবেন

  • @birdsloverofrittik6439
    @birdsloverofrittik6439 Жыл бұрын

    ওটা কি ধান

  • @samitmandal608
    @samitmandal6084 жыл бұрын

    লাভ বার্ড পাখি বাচ্চা পেড়েছে কি খাবার দেবো,

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    এগফুড দিতেই হবে সপ্তাহে অন্তত 3 দিন, এছাড়া গম, ছোলা, মুগ কড়াই ভিজানো, একই সাথে ভুট্টা সিদ্ধ একসঙ্গে মিশিয়ে বাকি তিন দিন, এর সঙ্গে বরবটি, বিম কড়াই, গাজর ইত্যাদি মিশিয়ে দেয়া যাবে। এক সপ্তাহের মধ্যে এই সব খাবারের সঙ্গে দুপুরবেলা অন্তত তিন দিন জোড়া পিছু 1 টেবিল চামচ ভাত দিতে পারো। আর মিক্স সিড দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে প্রতিদিন অল্প করে 1_2 চিমটি মত ক্যানারি সিড ছড়িয়ে দিলে ভালো হয় । বাদবাকি, জলের মধ্যে কোন ভিটামিন ক্যালসিয়াম দেওয়া উচিত নয়, তবে বাচ্চা ফোটার সঙ্গে সঙ্গে তিন দিনের মতো জলে# এমবি প্লেক্স# ওষুধটি এক বাটি জলে 10 ফোটা মিশিয়ে দিলে ভালো হয় , না দিলেও হবে। এভাবে দিলে বাচ্চার গ্রোথ ভালো হবে, বাচ্চা একটু বড় হলে মাঝে মাঝে হজমের ঔষধ নিউ পেকটিন একবারটি জলে 5 থেকে 6 ফোঁটা মত সপ্তাহে এক দুবার খাওয়ালে ক্ষতি নেই । এই ভাবেই করো আশা করি ফল ভালোই পাবে। আর খাঁচার মধ্যে ক্যাটেল বোন বা সমুদ্র ফেনা এবং সিন্দুক মনের ড্যালা রাখলে ভালো হয় এটা সব সময়েই প্রয়োজন।

  • @surojroy55
    @surojroy554 жыл бұрын

    Dada apnar contact number paya jabe 🤔

  • @ebrahimkhanebrahim2078
    @ebrahimkhanebrahim20782 жыл бұрын

    কামিনি দানা কি এটার অন্য কোন নাম আছে কিনা

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    2 жыл бұрын

    ওটা কামিনি নয় কাকনি দানা বা শ্যামা দানাও বলে।

  • @rohandas4083
    @rohandas40832 жыл бұрын

    Dada tomr no daoa jabe

  • @chiranjitmaiti2754
    @chiranjitmaiti27544 жыл бұрын

    Apnar namebar dio

  • @sahanurbiswas2802
    @sahanurbiswas28024 жыл бұрын

    Dada Ami Tomar sob video like Kori please Amar bajrigar pakhe gola fulaca please ki korbo akhon Ami boladaw 9091993545 Amar wp numbar

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    Tetracycline hydrochloride একবারটি জলে এক চিমটি মিশিয়ে পাখিদের খাওয়াও দুদিন। অথবা টেরামাইসিন ট্যাবলেট বা ক্যাপসুল চার ভাগের এক ভাগ গুড়ো করে, আর ক্যাপসুলে ভিতর পাউডার টা বের করে চার ভাগের এক ভাগ করে নিতে হবে। তারপর ওই একবারটি জলে মিশিয়ে নিতে হবে। আশা করি এতেই কাজ হয়ে যাবে। পাখির ঘর এই সময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। বাতাসে আদ্রতা প্রচুর বেড়ে গেছে , তাই এখন ফাংগাল ইনফেকশনের সম্ভাবনা বেশি। ওষুধগুলো খাওয়ানোর পর তিন দিন সাদা চাল খাওয়াবে, তারপর দুদিন Liv 52 অথবা যে কোন ভেটেনারি লিভারের ওষুধ খাইয়ে দেবে।

  • @mythink
    @mythink4 жыл бұрын

    আমার পাখি ডিম পেরে নিজেই ভেঙ্গে ফেলে এর কারন কি এরা ক্ ত দিন পর বাচ্চা ফুটায় জানালে উপকার হবে

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    ডিমটি ভেঙে পালকের মধ্যে আটকে যাচ্ছে কিনা লক্ষ্য করতে হবে, তাহলে বুঝতে হবে পাখির বয়স জনিত কারণে অভিজ্ঞতার অভাবে এ ধরনের আচরণ করছে। আর যদি ডিম ভেঙে খেয়ে ফেলে তাহলে শরীরে প্রোটিনের অভাবজনিত সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে এগফুড সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে। এছাড়া ডিমের খোসা পাতলা হলেও এ ধরনের সমস্যা হয়, পাখি ডিমে তা দিতে গেলে ভেঙে যায়।সেক্ষেত্রে ক্যালসিয়ামের কোর্স করিয়ে নেয়া দরকার রয়েছে। এছাড়া ভাঁড়ের মুখ বা বক্সের মুখ যে দিকে রয়েছে সেখান থেকে বার বার যাতায়াত করলে, ভয় পেয়ে এবার থেকে বেরিয়ে আসতে গেলে অথবা ভাঁড়ে ডুকতে গেলে, ডিম ভাঙতে পারে। সেক্ষেত্রে বক্সের মুখ বা ভাঁড়ের মুখ একটু ঘুরিয়ে দিতে হবে, যাতে না যাতায়াত করার সময় সরাসরি পাখিটি তার মধ্যে থেকে দেখতে না পায়। যতোটুকু আমি কথা ছিল বলার চেষ্টা করেছি সমস্যা কোথায় সেটা নিজেকেই বের করতে হবে।

  • @mythink

    @mythink

    4 жыл бұрын

    না পালকে আটকায় না ভেঙ্গে খায় না ডিম পারার পার বাসা থেকে ফেলে দেয়@@birdsbreedingandlotsmore83

  • @kaloasru
    @kaloasru4 жыл бұрын

    Dada tumar pH number debi

  • @anitkola2718
    @anitkola27184 жыл бұрын

    লাভবার্ড পাখির হাঁড়িতে সড়া দিতে হবে নাকি উপরে সড়া না দিয়ে ফাঁকা রাখতে হবে?

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    সড়া দিতে হবে‌।

  • @anitkola2718

    @anitkola2718

    4 жыл бұрын

    Thanks সাহায্য করার জন্য

  • @darshansarkar9021
    @darshansarkar90214 жыл бұрын

    dada apner theke kichu love bird puchase korte chai pls. apner no. ta din, amar ph. no. 7278514998

  • @jayantahazra4762
    @jayantahazra47624 жыл бұрын

    দাদা তোমার নাম্বার দাও

  • @jahangirhalder754
    @jahangirhalder7544 жыл бұрын

    দাদা আমার ককটেলের ডিমের বাচ্ছা ফুটছে না । দাদা আপনি বলুন কি করলে সমাধান হবে একটু বলুন 9647390380

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    আমি কাজে ব্যস্ত থাকার দরুন আপনার কমেন্টসটা দেখতে একটু দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত, আপনি আমার ফেসবুক লিংকটিতে গিয়ে মেসেঞ্জার ওপেন করুন ওখানে ইউটিউব ফ্রেন্ড লিখে পাঠান আমি বুঝতে পারবো।

  • @dhrubajitdas9061
    @dhrubajitdas90614 жыл бұрын

    বাঁচচার মা মারা গেলে সেই বাঁচচা টাকে কি করে বাঁচাতে পারবো????????

  • @birdsbreedingandlotsmore83

    @birdsbreedingandlotsmore83

    4 жыл бұрын

    অন্য কোন পাখির যদি ওই বয়সের কোন বাচ্চা থাকে থাকে, তাহলে সেখানে রেখে দেখতে পারেন, তবে বাচ্চাটা কে খাওয়াচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে। যদি না খাও তাহলে হ্যান্ড ফিড ছাড়া উপায় নেই।

  • @amitavaghosh7657

    @amitavaghosh7657

    4 жыл бұрын

    Hand feeding

  • @ahanroy9863
    @ahanroy98633 жыл бұрын

    Nice video 👌👌

  • @sharmistharoy2492

    @sharmistharoy2492

    3 жыл бұрын

    Yes

Келесі