বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করার সহজ নিয়ম || সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি মূল্যায়নের -১ম পর্ব

#শিল্পওসংস্কৃতি #৭ম_শ্রেণি #বিজয়দিবস
#শুভেচ্ছা কর্ড #drawing #শিক্ষা
আরো কিছু কার্ড
১.
• বিজয় দিবসের কর্ড তৈরির...
২.
• বিজয় দিবসের কার্ড তৈরি...
ধাপসমূহ:
• ধাপ ১ (প্রথম কর্মদিবস : ১০ মিনিট)
বিজয় দিবসকে উপজীব্য করে একটি শুভেচ্ছা কার্ড বানিয়ে তা শিক্ষকের নিকট জমা দিবে। এখানে উল্লেখ্য যে, শুভেচ্ছা কার্ডে পাঠ্যপুস্তকে শেখা বিভিন্ন ফ্রন্ট ও নকশার ব্যবহার করতে হবে।
০ শিক্ষার্থীরা নাট্যাংশ/ডিসপ্লের কোনটি করবে তা নির্ধারণ করবে। শিক্ষার্থীরা অথবা শিক্ষক
৪/৫জন করে দল গঠন করে দিবেন। প্রতিটি দল তাদের দলের নাম নির্বাচন করবে এবং দলের নাম ও রোল নম্বরসহ সদস্যদের নাম শিক্ষকের কাছে কাগজে লিখে জমা দিবে।
০ নাট্যাংশের জন্য নিজের মতো একটি গল্প লিখে বা পছন্দ মতো কোনো গল্প বাছাই করে বা সপ্তম শ্রেণির যেকোনো বিষয়ের পাঠ্যপুস্তক থেকে গল্পের অংশবিশেষ নির্বাচন করবে।
অথবা,
ডিসপ্লের জন্য গান বাছাই করবে।
০. নাট্যাংশের জন্য গল্পের নাম, বিষয়বস্তু / স্ক্রিপ্ট ও পরিকল্পনা শিক্ষকের কাছে জমা দিবে। অথবা,
• ডিসপ্লের জন্য বাছাইকৃত গান ও পরিকল্পনা শিক্ষকের কাছে জমা দিবে।
এই সেশনে যা মূল্যায়ন করবেন:
০ শিক্ষার্থীরা শুভেচ্ছা কার্ড তৈরি করতে পারছে না অথবা শুভেচ্ছা কার্ড সাধারণভাবে তৈরি করতে পারছে অথবা শুভেচ্ছা কার্ড দক্ষতার সাথে তৈরি করতে পারছে কি না, শিক্ষক তা মূল্যায়ন করবেন (PI ৭.২.১)।
০ শিক্ষার্থীরা নাট্যাংশ /ডিসপ্লের গল্প নির্বাচন করেছে অথবা প্রাসঙ্গিক বিষয়বস্তু/স্ক্রিপ্ট লিখেছে বা নির্বাচন করেছে অথবা গল্প অনুযায়ী সঠিক পরিকল্পনা করেছে কি না, শিক্ষক তা মূল্যায়ন করবেন (PI ৭.১.১)। অপরদিকে, ডিসপ্লের জন্য বাছাইকৃত গান ও পরিকল্পনা ঠিক আছে কি না তা মূল্যায়ন করবেন।

Пікірлер

    Келесі