ঈশ্বর এক হলে ধর্ম আলাদা কেন? Swami vivekananda | Ramkrishna | Sarada Maa | Swamiji

#SwamiVivekananda #Ramkrishna #Saradama
opyright Disclaimer: "Copyright Disclaimer Under
Section 107 of the Copyright Act 1976, allowance is
made for "fair use" for purposes such as criticism,
comment, news reporting, teaching, scholarship,
and research. Fair use is a use permitted by
copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the
balance in favour of fair use."
some video clip creadit goes to:

Пікірлер: 3 900

  • @mddabiruddin3666
    @mddabiruddin3666 Жыл бұрын

    প্রত্যেক ধর্ম গুরু ধর্মকে যদি এইভাবে উপস্থাপন করতেন তাহলে এই পৃথিবীটাই একটি স্বর্গে পরিণত হত

  • @prosantoroy4037
    @prosantoroy40372 жыл бұрын

    💫ধর্ম কখনো আদেশ দেয় না, ধর্ম মানুষকে উপদেশ দেয়। 💥মহাভারতের ৫টি কথা, ১ঃজ্ঞান-বুদ্ধিকে স্হির রাখে, ২ঃপ্রেম-হৃদয়কে স্হির রাখে, ৩ঃধর্য্য-মনকে স্থির রাখে, ৪ঃন্যায় -আত্নাকে স্থির রাখে, ৫ঃসমর্পন-শরীরকে সমস্ত আবগকে শান্ত রাখে। 👉ধর্ম কখনো সুখ দেয়না, বরং ধর্মই স্বয়ং সুখ। 💥মন বুদ্ধি হৃদয় আত্মা শরীর এই ৫টি স্থির থাকলে মানুষ ধর্ম দিকে ধাবিত হয়।👈

  • @rahulmukherjee9798

    @rahulmukherjee9798

    2 жыл бұрын

    ধর্ম মানে বিভেদ ভেদাভেদ নয় , জাত পাত এর ভেদাভেদ নয় , ধর্ম মানে তো মানব ধর্ম আর আপনি যেগুলো বলেছেন ওপরে লিখেছেন কমেন্টে সেগুলোই সঠিক , অর্থাৎ বাস্তবে অহিংসাই পরম ধর্ম , লোভ , স্বার্থ , অহংকার , লালসা , হিংসা , প্রতিশোধ , হত্যা এগুলোই অধর্ম ।

  • @sukantaroy5600

    @sukantaroy5600

    2 жыл бұрын

    @green2reef allah kuttar jonmo,,r er onusari gon naroker kit,,, Sala janoar🤬🤬

  • @natokandfunnyvideo6917

    @natokandfunnyvideo6917

    2 жыл бұрын

    @green2reef allah k chudi ami ,,tor islam k chudi ami ,,tor ma k chudi ami ,,kukurer dhormo

  • @johnban9879

    @johnban9879

    2 жыл бұрын

    @green2reef PRITHIBIR NIKRISTO DHORMO ISLAM DHORMO LERIKUTTA CHODA DHORMO KHOON DHORSON LOOT OTTACHAR ER DHORMO CHODA AR KHODA BAALER DHORMO

  • @abdulfrefire1816

    @abdulfrefire1816

    2 жыл бұрын

    .. ....

  • @namitamukherjee7345
    @namitamukherjee73452 жыл бұрын

    খুব ভাল লাগল। স্বামীজি র স্বামী বিবেকানন্দের বক্তব্য খুবই যুক্তি সংগত ও বিশ্বাস যোগ্য। জয় স্বামীজির জ্য়।

  • @kamalkrisnabar6213
    @kamalkrisnabar62133 жыл бұрын

    অতি উত্তম । এমনি কি স্বামিজী বিশ্ব বিজেতা ? উনি সাধারণ মানুষ নন, ঈশ্বরের কৃপা ধন্য পুরুষ । স্বামীজী(বিবেকানন্দ ) কে অসংখ্য প্রণাম । ধন্যবাদ

  • @godisoneandislamistruthrel1848

    @godisoneandislamistruthrel1848

    3 жыл бұрын

    ২/কল্কিপুরান এ বলা হয়েছে কল্কি আসবেন মুর্তিপুজা ও বিভিন্ন দেবদেবী পুজার বিলোপ সাধনে (কল্কি পুরাণ ৩০/৩) , সেই সাথে কল্কির দ্বারা তিলক টিকি চিহ্নধারণ সাধু-সন্যাস বিলুপ্ত করা হবে (কল্কিপুরাণঃ ৩০; ৪) অপরদিকে মানব ইতিহাসে এমন একজনকেই পাওয়া যায় যিনি এসেছিলেন বিভিন্ন দেবদেবী ও মুর্তিপুজার বিলোপ সাধনে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সঃ। সেই সাথে তিনি এইসব সাধুসন্নাসীর ধর্ম এবং তিলক টিকাও নিষিদ্ধ করেছেন, ইসলামে তিলক টিকা ও সন্নাসবাদের কোন স্থান নেই। কোন বিবেকবান মানুষকে এই একটি পয়েন্ট দেখানোই যথেস্ট কল্কির আসল পরিচয় বুঝানোর জন্য। ৩/ (কল্কি পুরান২/৫) বলা হয়েছে, কল্কি এসেছেন কালি (শয়তানের অবতার) কে মোকাবেলা করতে, তার সাথে থাকবে তার ভাই ৪ সংগী । অপরদিকে আমরা জানি নবিজি সঃ এসেছিলেন শয়তানকে দমনে, আর তার ছিলেন ভাই স্বরুপ চার সংগী, চার খলীফা। ৪/ (কল্কিপুরান ২/২৪) কল্কির জন্ম হবে প্রধান পুরোহিতের ঘরে। এবং তারা বংশগতভাবেই প্রধান পুরোহিত। অপরদিকে ঐতিহাসিকভাবে নবিজির পিতাও ছিলেন মক্কার প্রধান প্রীস্ট এবং সেই সাথে তারাও ছিল বংশগতভাবে মক্কা মোজামার প্রধান প্রিস্ট (এডওয়ার্ড গিবন, Decline And Fall Of Roman Empire, vol-5, page-229 ৫/ কল্কি জন্ম নিবে সাম্বাল গ্রামে, যার অর্থ শান্তির জায়গা, অপরদিকে নবিজি মক্কায় জন্ম নিয়েছিলেন , আর মক্কাকে বলা হয় শান্তির শহর, এছাড়াও প্রাচীন ভারতের পন্ডিতরা পৃথিবির স্থলভাগকে ৭ টী ভাগে ভাগ করেছিল, এখানে সাম্বালা দ্বারা তারা বুঝাত আরব ভুমিকে। ( A History of ancient india by RC Dutt vol-3 ) ৬/ কল্কি দীক্ষা নিবে পরশুরামের কাছে একটি গুহায়, হিন্দুরা এখানে মিথ্যাচার করে বলে যে কল্কি নাকি দীক্ষা নিবে হিমালয় এর গুহায় যা ডাহা মিথ্যাচার। কল্কিপুরানের কোথাও এই কথা নেই। (কল্কিপুরান ৩/১) এ বলা আছে, কল্কি দীক্ষা নিবেন মহেন্দ্র পর্বতে। এই মহেন্দ্র পর্বত একটিই কাল্পনিক পর্বত যার অস্তিত্ত পাওয়া যায় মহাভারতে।এবার দেখুন কি অসাধারন মিল।মহেন্দ্র শব্দের অর্থ, মহান যে ইন্দ্র, অর্থাৎ যাহা মহা আলোকিত। ইন্দ্র আলোর প্রতীক কারন ইন্দ্রই হচ্ছে সুর্য (রিগবেদ ১/১২১/২) তাই মহেন্দ্র মানে মহা আলোকিত স্থান।অপরদিকে নবিজি মুহাম্মদ সঃ দীক্ষা নিয়েছিলেন হেরা গুহায়, যাকে বলা হয় “জাবাল এ নূর” অর্থাৎ আলোকিত গুহা। ৭/ (কল্কি পুরান ২/৪৭-৪৮) কল্কি তার নিজের দেশ ত্যাগ করবে এলাকাবাশি তথা এলাকার ব্রাক্ষনদের হতে বিরক্ত ও উতপীড়িত হয়ে, কারন গ্রামের ব্রাক্ষনরা সব শয়তানের পাল্লায় পরে বিভিন্ন অধর্ম ও অপকর্মে লিপ্ত হয়।অন্যদিকে, নবিজি মুহাম্মদ সঃ ও তার নিজ আবাসভুমি মক্কা ত্যাগ করেছিলেন, মুর্তিপুজা ও পাপকাজে লিপ্ত থাকা এলাকাবাসী এবং সমসাময়িক ধর্মগুরুদের হতে উতপিড়িত হয়ে। ইতিহাসে তা হিজরত নামে পরিচিত। ৮/ (কল্কি পুরান ৮/৩০-৩২)কল্কি আবার নিজ অঞ্চলে ফিরে এসে একে দখল করবেন এবং শত্রু হতে একে মুক্ত করে পুনঃপ্রতিষ্টা করবনে , অপরদিকে নবিজী মুহাম্মদ সঃ ও তার মাত্রভূমিতে ফিরে এসে তা শত্রু হতে তা শত্রু হতে একে মুক্ত করেন এবং এখানে পুনঃ দখল করেন। ৯/ (কল্কি ৮/২২) কল্কি হবেন ধর্মের মুল তত্তের পুনপ্রবর্তক, যা মানুষ ভুলে গেছে।আর সকল ধর্মের মুল তত্তই হচ্ছে ঈশ্বরের একত্তবাদ বেদ বাইবেল কোরান সবখানে।আর নবিজি মুহাম্মদ সঃ সেই ১৪০০ বছর আগে ধর্মের সেই মূল তত্তই পুনঃপ্রতিষ্টায়ই এসেছিলেন যা মানুষ ভুলে গিয়ে বহু ঈশ্বরবাদের পুজা শুরু করেছিল। এজন্য ইসলাম এর মূল তাওহীদবাদ। আর কল্কিপুরান ৩০/৩ অনুসারে কল্কি বিভিন্ন দেবদেবি ও মুর্তিপুজারও অবসান ঘটাবে যা আগেই বলেছি। ১০/ (ভগবত পুরান ১২/২/১৬) কল্কির কিছু গুনের কথা আছে, ঘোড়ায় চড়া তরোয়ার হাতে ইত্যাদি (যা নবিজিরো ছিল) সেখানে আরো বলা আছে বিশেষ করে কল্কির শরীরের ঘ্রানের কথা। বলা আছে তার শরীরের ঘ্রান হবে অপুর্ব মনোমুগ্ধকর। যা মানুষের হ্রদয়ে আন্দোলিত করবে।আর নবিজি মুহাম্মদ সঃ ছিলেন তার শারীরিক ঘ্রানের জন্য বিখ্যাত। যখন কেউ নবিজির সাথে হাত মিলাত সে সারাদিন সেই হাতে অপুর্ব গন্ধ উপভোগ করত। স্যার উইলিয়াম মুর, তার Life Of Prophet Muhammad বইয়েও নবিজির এই অপুর্ব ঘ্রানের কথা উল্লেখ করে ৩৪২ পৃষ্টায় লিখেছেন, “অনেকেই নবিজির কক্ষের পাশে দাঁড়িয়ে থাকত শুধু নবিজির শরীরের অপুর্ব ঘ্রান নেবার জন্য” ১১/কল্কিকে যুদ্ধে দেবতারা সহায়তা করবে, অপরদিকে নবিজিকেও আল্লাহ বদর যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে সহায়তা করেছেন।

  • @rahuldeb4364

    @rahuldeb4364

    2 жыл бұрын

    @@godisoneandislamistruthrel1848 kolki asenai re vai apnadr jakir kolki eer ma eer nam eer meaning vul bolcy hindu name onusare tar baba eer name oo vul aar tar jonmosthan oo vul bolchy so eei besic tuk eei vul bekkha korlo aartw kicbuii bolar thkyna

  • @asadulislam666

    @asadulislam666

    2 жыл бұрын

    আল্লাহু আকবার

  • @polashpurkayestha6405
    @polashpurkayestha640511 ай бұрын

    স্বামীজি আসলেই একজন প্রকৃত সাধুব্যক্তি যার ভিতরে হিংসা নেই, সবাইকে একচোখে দেখেন।

  • @namitadutta2295
    @namitadutta229511 ай бұрын

    খুব সুন্দর করে বলেছেন, মন ভরে গেল । ঠাকুর মা স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম 👃🌷👃🌷👃🌷👃

  • @FatemaAkter-fp3mj
    @FatemaAkter-fp3mj2 жыл бұрын

    সূরা, আল আছর,, আল্লাহ রাব্বুল আলামীন বলেন,, সময়ের কসম, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে,,

  • @shafiqulabedin5267

    @shafiqulabedin5267

    2 жыл бұрын

    This is true that Allah never lie and make no mistake. Remember , Allah never forget nothing about our activity. Stay out of trouble and love everyone and everything Allah have created for us. After Allah created father Adam , Allah teach everything and every single name of bird, animals and universe. Then next day Allah called all Engel and Jenns to show what did All might’ve created and asked father Aden all the names what were teaches him yesterday, and father Adam answer all of them. Saitan don’t like it. Read all holy books and then asked your self, your answer is on your own hand..Stay healthy. Salam.

  • @sksomvob.6071

    @sksomvob.6071

    2 жыл бұрын

    Right.

  • @johnban9879

    @johnban9879

    2 жыл бұрын

    JARA HINDU DER DEBOTA VENGE BAARI GHOR DOKAAN A AAGOON LAGYE 9 BOCHORER SISHU K DHORSON KORLO ALLAH TADER KI SHASTI DAE DEKHBO

  • @patu8mukhuti

    @patu8mukhuti

    2 жыл бұрын

    KZread lajjya upanyas shunun. ei molobi der 'bhai'er artha bujhte parben

  • @abantibiswas4869
    @abantibiswas48692 жыл бұрын

    অপূর্ব সুন্দর কথা!সবাই যদি এত সুন্দর কথা আর এই নীতি মেনে চলে তাহলে জগতে কত সুন্দর এবং শান্তিপূর্ণ ভাবে মানুষ থাকত।

  • @anilgoswami2238

    @anilgoswami2238

    2 жыл бұрын

    স্বামী বিৱেকানন্দ আছিল মহামানৱ ! তথাকথিত সকলো ধৰ্মৰ পৰিসীমাৰ উৰ্ধত । প্ৰকৃত মানৱতাবাদী, প্ৰকৃত জ্ঞানী, প্ৰকৃত শান্তিকামী মহানুভৱ ব্যক্তি ........

  • @rohitghosh1815

    @rohitghosh1815

    Жыл бұрын

    @green2reef a apni chup korun tho fau boke 😑😶

  • @abantibiswas4869

    @abantibiswas4869

    3 ай бұрын

    জয় তে​@@anilgoswami2238

  • @iqraminan1305
    @iqraminan13053 жыл бұрын

    বাহ্ কথা গুলো খুব ভালো লাগলো। আমরা মুসলমানরা একত্ববাদের বিশ্বাসী। আমরা এক খোদার প্রার্থনা করি। সৃষ্টিকর্তা একজন। আমরা সকলেই তার সৃষ্টি। হিন্দু মুসলিম আমরা সকলেই ভাই ভাই। যতদিন বেঁচে থাকব ততদিন সকলেই একসাথে মিলেমিশে থাকব। আল্লাহ তুমি আমাদের সকলকে সকল বিপদ থেকে রক্ষা করূন। আমরা সকলেই তোমার সৃষ্টি। তুমিতো আমাদের রক্ষাকর্তা।

  • @anishakhatun383

    @anishakhatun383

    3 жыл бұрын

    Correct✅✔☑☑

  • @khinduchiru3553

    @khinduchiru3553

    3 жыл бұрын

    HINDU AR MUSLIM VAI AR BAKI GOLA KI😂😂😂

  • @natundisha2830

    @natundisha2830

    3 жыл бұрын

    বাঃ

  • @arijitbanerjee6990

    @arijitbanerjee6990

    3 жыл бұрын

    @green2reef Bhai tomader Quran fake , eta kono creater dey ni, Allah holo Muhammad er fake id, jadi eta Allah orthat kono God theke asto tahole Tomar Quran bolto na Saat ta prithibi, Saat ta asman, Surah nahol e to ache kafer ra ki dekhe na moumachi kemon sundor bhabe fol theke madhu sangroho kore, moumachi to ful or flower theke honey collect kore, Allah jini nijei sristi korechen tini nijei ei scientific mistakes kore ki kore , echara Quran e prochur scientific mistakes ache ja ajker science puro vul proman kore diyeche Quran k, jadi reference lage bolo Tomar Allah r kalaam e koto scientific mistakes ache surah r ayat die bujhie debo, tomader vondo Zakir nayek gojamil die eto din chalieche, tafsir saho Quran English or Bengali te porle bojha Jay ekhane koto scientific vul r kafir, ihudi, nasara der jonno hinsa, Surah tauba r 5no ayat ektu ibne Abbas er tafsir saho kare poro, jadi mathaye ektu ghilu bole Tomar bastu thake Tomar iman nore jabe r tarko korte gele quatam physics er knowledge nie asbe.

  • @arijitbanerjee6990

    @arijitbanerjee6990

    3 жыл бұрын

    @green2reef Islam jadi satto din hoto tahole prithibi te Muslim ra eto pichie keno, Nobel prize sobche besi peyeche Christians, ihudi ra , Hindu ra sobche kom Muslim tao abr ahmadia r shia, echara Football, cricket, hockey, Tennis, swimming, Athletics, Cinema, Theatre, singing, painting,dance, poetry, litterateur, Physics, mathematics, chemistry, medical science sobetei Christians,jeus, Hindus, Buddhists era besi egie , Muslim anek kom ei tulonay, Tomar Allah ki tomader dua sonen na

  • @jugalchandramahato1983
    @jugalchandramahato19832 жыл бұрын

    স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষের সবচেয়ে বড় পাপ হলো নিজের স্বার্থ চিন্তা করা।

  • @johnban9879

    @johnban9879

    2 жыл бұрын

    SOB CHEYE BORO PAAP HOLO ONNER KHOTI KORA R ONNER KHOTI KORAR CHINTA KORA

  • @johnban9879

    @johnban9879

    2 жыл бұрын

    @green2reef ALLAH KHABE AMAR NICHER GOLLA

  • @johnban9879

    @johnban9879

    2 жыл бұрын

    @green2reef APNADER DEKHE E BUJHECHI APNAR DHORMO AR APNAR ALLAH KI JINIS TAI SARA PRITHIBIR MANUSH MUSLIM DER GHENNA KORE GAE THUTHU DAE MUKHE MOOTE DAE TOBU O APNADER KONO LOJJA NEI

  • @johnban9879

    @johnban9879

    2 жыл бұрын

    @green2reef ISWAR TOKE BOLECHE LAORAR CHAAL KETE FELTE?? ONNO DHORMER MANUSH KHOON KORTE?? BARI GHOR DOKAAN A AAGOON LAGYE DEWA MOHILA DER OSOMMAN KORA A E TA BAALER DHORMO PRITHIBI THEKE NISCHINNO HOBE AE BAALER ISLAM DHORMO

  • @johnban9879

    @johnban9879

    2 жыл бұрын

    @green2reef A E 5 TA K GADHAR GOODE DHUKYE DE PRITHIBI TE SHANTI ASBE

  • @NitayChan
    @NitayChan Жыл бұрын

    আহ। কি সুন্দর যুক্তিবদ্ধ কথা।এই স্বামী বিবেকানন্দের কোনো তুলনা হয়না।😊😊😊

  • @imholylion9887
    @imholylion98872 жыл бұрын

    কোনো ধর্মগ্রন্থই খারাপ শিক্ষা দেয় না,,, ❤️✌️🇧🇩 মহান স্রষ্টা আপনাকে উত্তম প্রতিদান দিক (আমিন)

  • @shafiqulabedin5267

    @shafiqulabedin5267

    2 жыл бұрын

    God don’t give nothing to you or me, we need to create your and my credit history on our own way . God already have donated you and me a wonderful Brian to use it, unfortunately most of us we are miss using it . Whose mistake is it, ask your self…Stay away out of trouble ….

  • @shafiqulabedin5267

    @shafiqulabedin5267

    2 жыл бұрын

    Thanks for being brave person in the holy earth. You are a wise person.

  • @joyslearningpoint1697

    @joyslearningpoint1697

    2 жыл бұрын

    @green2reef salar abal. tur dormo asce kokon teke.arre baal jormo grohon koros ze Hindu hoiye abar kete muslim hos

  • @mahadebpanibharia5653

    @mahadebpanibharia5653

    2 жыл бұрын

    @green2reef VG VG by

  • @shuvendulet9891

    @shuvendulet9891

    2 жыл бұрын

    @@skriyajul6932 কোনো মানুষ খারাপ না কারণ মানুষরে খারাপা চিনতা ও খারাপ বিচাররে ফলে মানুষ খারাপ হয়|

  • @glossytown9329
    @glossytown93293 жыл бұрын

    মন্দির ভেংগে মসজিদ আর মসজিদ ভেংগে মন্দির তৈরি করার প্রথাই শুধু আমাদের এতো জগন্য করে তুলেছে.... দয়া করে এই প্রতিহিংসার অবসান চাই...🙂সবার প্রতি সবার শ্রদ্ধাবোধ অটুট থাকাতেই আসল শান্তি নিহিত.... ❤

  • @sksarifuddin8601

    @sksarifuddin8601

    3 жыл бұрын

    কোথায় মন্দির ভেঙে মসজিদ হচ্ছে বরঞ্চ মসজিদ ভেঙ্গে মন্দির হচ্ছে

  • @sksarifuddin8601

    @sksarifuddin8601

    3 жыл бұрын

    কমেন্টটা ঠিকঠাক করো

  • @selimkhan6370

    @selimkhan6370

    3 жыл бұрын

    Shadin Kumar kar আমি স্বামী বিবেকনন্দের জীবন দর্শনকে ধারন করার চেষ্টা করি । আমি তার একনিষ্ট ভক্ত হওয়ায় অনেকেই ধর্মকে টেনে আনছেন । অথচ কেউযদি স্বামীজীকে পড়তেন , জানতেন এবং বুঝতেন তাহলে আমার স্হিতির বিশ্বাস তিনিই হতে পারতেন একজন শ্রেষ্ট বিবেক সম্পন্ন মানুষ ।

  • @thororb7860

    @thororb7860

    3 жыл бұрын

    অমুসলিম রা যত তাড়াতারি কোরানের অমুসলিম বিরোধী আয়াত গুলি বুঝবে ততই মঙ্গল, ১৪০০ বছরের অসভ্যতা কে ধর্ম যারা ভাবে তারা এখনো গাধা। মুমিন কোনোদিন মালাউন কে সন্মান দিতে পারে না, সেটা কোরান বিরুদ্ধ তা বোঝা প্রয়জন। যদি কোনো মুসলিম অমুসলিম কে সন্মান দেয় তাহলে জানবে হয় মানবতার কারন নয়তো আল তাকিয়া বা ইসলামিক ছলনা। মাথায় রেখো ওরা সভ্যতা ধ্বংসের প্রতীক। তাজমহল একটি মন্দির প্রমান - kzread.info/dash/bejne/YqZ6lpSzddC9pZc.html কুতুব মিনার ইসলামিক শাসকেরা বানায়নি প্রমান - kzread.info/dash/bejne/fpmi1Y-amba-oco.html

  • @karnagreatwarrior3148

    @karnagreatwarrior3148

    3 жыл бұрын

    Sobai ak sathae thako

  • @sandhyamondal7216
    @sandhyamondal72163 жыл бұрын

    *ধর্ম হোক আলাদা , তাতে কি , মনের মিল থাকুক অটুট , কারন আমরা সবাই মানুষ , এটাই সবচেয়ে বড় কথা , 👍*

  • @godaisen6113

    @godaisen6113

    3 жыл бұрын

    @@kalemahtv4308 33% Islamic countries r poor nd backdated

  • @sabujbisaws4234

    @sabujbisaws4234

    3 жыл бұрын

    Major chain Amar Kache ai

  • @md.saifsheikh7562

    @md.saifsheikh7562

    3 жыл бұрын

    এই পৃথিবী যদি ধংস হয়। সেটা কোনো ধর্ম দায়ী নয়। পাপীরা দায়ী। কেউ পায়ের উপর পা দিয়ে ঝামেলা করে। কেউ লুটপাট করে খায়। কিছু মানুষ আছে অশান্তি সৃষ্টি করে।অনেক মানুষ অমানুষর মতো। অন্যায় কে সাপোর্ট করে। এই সমস্ত মানুষ পৃথিবীতে থাকলে। অনিবার্য এই পৃথিবী ধ্বংস হবে। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।

  • @AkashKumar-dh5zc

    @AkashKumar-dh5zc

    3 жыл бұрын

    @@kalemahtv4308 তুমি একবার xমুসলিমদের কোরান সম্বন্ধে আলোচনা গুলো শোনো। তার মধ্যে xমৌলবি আছে।

  • @pintusarkar1244

    @pintusarkar1244

    3 жыл бұрын

    @@kalemahtv4308 yes

  • @user-py2ms4zm7m
    @user-py2ms4zm7m2 жыл бұрын

    আল্লাহ মাপকরুক আমায় স্বামি বিবেকানন্দের কথা গুলে অনেক জ্ঞানের জুক্তির কত অনেক কিচু শিখার আছে

  • @abidpro4409

    @abidpro4409

    Жыл бұрын

    হায়রে পাগল জুক্তি দিয়ে কখনো ইসলাম মানা যাবে না।আল্লাহ তায়ালা কোরআনে যা বলেছেন মুমিনগণ পরিপূর্ণ তাই পালন করে। যদি মুসলিম হয়ে স্বামী বিবেকানন্দের কথা বিশ্বাস করে থাকেন তাহলে তারাতাড়ি তওবা করেন

  • @user-vk2vd7sd9c
    @user-vk2vd7sd9c2 жыл бұрын

    আমার জীবনে দেখা অন্যতম সুন্দর ভিডিও🖤

  • @provathazra2961

    @provathazra2961

    2 жыл бұрын

    Amaro

  • @user-Allah770
    @user-Allah7702 жыл бұрын

    মুসলিমদের ধর্ম সবসে সুন্দর পরিষ্কার ধর্ম পৃথিবীতে ধর্ম 🕌🕌🕋

  • @Moon-oc7ol

    @Moon-oc7ol

    2 жыл бұрын

    Sei dhormo kolushito hocche aj,keno onno dhormer hole take marte hobe,khun korte hobe,tar dhomoke opoman korte hobe.Islam dhormo keno aj terrorist er khetab pacche?Islam dhormer sondhorjo bojay rakhte hole onno dhormer manshkeo manush vabun,tader dhormo tader palon korte din,milemishe thakun.Tahole hobe islam shantir dhormo.

  • @shuvendulet9891

    @shuvendulet9891

    10 ай бұрын

    আগে ইতিহাস জানেন তারপর কিছু বললেন। আমি একটা ইউটিউব চ্যানেল দিচ্ছি দেখেলেন Ex Muslim zafar Heretic

  • @younusuddinopu7257
    @younusuddinopu72573 жыл бұрын

    কী অদ্ভূত!! কেউ পাথর পূজা করে। আর কেউ নিরাকারের ইবাদত করে। অথচ প্রত্যেকের নিশানা একটাই। "মুক্তি।"

  • @brokenheart-nw3ri

    @brokenheart-nw3ri

    3 жыл бұрын

    @@kalemahtv4308 gita te bhokti jog e ki lekha ache seta age pore asha uchit chilo .ar apner amader dhorme ato kiser chulkani .nijer dhorme takun na.amra to kano bolchi na je murti puja koro hindu dhormo grohon koro .boroncho apnara amader dhormer bepare naak goliya baar bar bolchen ki allai sresto musul hou .hain re kaaj nai .kaj jodi na thake namaj porge ja ja bekar bokisni

  • @younusuddinopu7257

    @younusuddinopu7257

    3 жыл бұрын

    @@kalemahtv4308 আমিও মুসলমান। কিন্তু মুসলমানদের মধ্যে এত বাটপার যে আছে সত্যিই ভাবতে পারিনি। এগুলো কী রেফারেন্স দেন। সব বানোয়াট রেফারেন্স।😏

  • @kamalbarman9661

    @kamalbarman9661

    Ай бұрын

    ​@@younusuddinopu7257right

  • @namitamukherjee7345
    @namitamukherjee7345 Жыл бұрын

    দারুণ দারুণ নিখুঁত যুক্তি ও বিশ্লেষণ স্বামী বিবেকানন্দের। ঠাকুর শ্রীরামকৃষ্ণের গঠিত ধন। ধন্য ধন্য তুমি ঠাকুর। তোমার তুলনা তুমিই।

  • @mijanurrahmanmijan8200
    @mijanurrahmanmijan82002 жыл бұрын

    চরম সত্য ও খাঁটি কথা। খুবই ভালো লাগলো। সকল ধর্মের গন্তব্য একটাই।

  • @patu8mukhuti

    @patu8mukhuti

    2 жыл бұрын

    apni mollah der hate parbenna. ora sudhu ghrina kara shekhai karan etei oder arthik ar rajnaitik pratipotti bare

  • @mijanurrahmanmijan8200

    @mijanurrahmanmijan8200

    2 жыл бұрын

    @@patu8mukhuti Thik

  • @audio8487
    @audio84873 жыл бұрын

    আমি ঈশ্বরের বাণী বলে রোজ একটু একটু করে একএকটা শুনি। আর তৃপ্ত হই।🙏🙏🙏

  • @takealook826
    @takealook8263 жыл бұрын

    তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই। সব বিষয় তাঁর জ্ঞানের পরিধিভুক্ত। . ________(সূরা ত্বোয়াহ : ৯৮)💜

  • @_gf349

    @_gf349

    3 жыл бұрын

    আল্লাহু

  • @mithilarani6688

    @mithilarani6688

    3 жыл бұрын

    3 nombao chagol

  • @mithilarani6688

    @mithilarani6688

    3 жыл бұрын

    ভগবৎ গীতা পাঠ করুন মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানুন।

  • @_gf349

    @_gf349

    3 жыл бұрын

    @@mithilarani6688 Apni chagol er 3 no baccha🤬😂 chagli

  • @khtvislamic3914

    @khtvislamic3914

    3 жыл бұрын

    Right......!!

  • @upentudu7964
    @upentudu7964Ай бұрын

    Jai mashi ki praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤️❤️❤️❤️❤️❤️❤️ Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏

  • @RakibKhan-pg5vb
    @RakibKhan-pg5vb2 жыл бұрын

    আমি সাখ্য দিচ্ছে যে আল্লাহ ছারা কোনো মাবুদ নেই 😇 আরো সাখ্য দিচ্ছে যে হযরত মোহাম্মদ (স.) আল্লাহর রাসুল 🥰🥰🖤🥀 আমি গর্বিত যে আমি মুসলমান।

  • @mdsamadulmusic5008

    @mdsamadulmusic5008

    2 жыл бұрын

    Amin

  • @Natu108.

    @Natu108.

    2 жыл бұрын

    Arabi😁😁😁😎

  • @Tawrazfahim

    @Tawrazfahim

    2 жыл бұрын

    Amin

  • @gopiranjanasharjee8196

    @gopiranjanasharjee8196

    2 жыл бұрын

    আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ হল মুহম্মদ এর কল্পনা । সাক্ষ্য দিচ্ছি ভারতের মোদি হল রাসুলুল্লাহ নবী

  • @shyamalhalder1613

    @shyamalhalder1613

    Жыл бұрын

    যাদের মধ্যে শিক্ষার অভাব রয়েছে তারাই এখন কথা বলতে পারে, আগে পড়াশোনা করে সাক্ষর হন

  • @angelqueen1243
    @angelqueen12433 жыл бұрын

    আমারও একই প্রশ্ন ছিলো এখন অনেক ভালো লাগলো জেনে🙏🙏🙏🙏🙏

  • @subhajitgayen5528

    @subhajitgayen5528

    3 жыл бұрын

    Sottie

  • @angelqueen1243

    @angelqueen1243

    3 жыл бұрын

    @@kalemahtv4308kzread.info/dash/bejne/ZmSbzcafnLrPprA.html

  • @subhajitgayen5528

    @subhajitgayen5528

    3 жыл бұрын

    @@kalemahtv4308 tor jibon e quamat nambe tui Jodi dharmer name manush k uskaas

  • @user-rh1pi8gd5g
    @user-rh1pi8gd5g3 жыл бұрын

    Ank ank valo lagse.. Ami amon kisu e cachilam.. Amr atodin r sob posner uttor ami pea gesi.. স্বামীজির পবিত্র চরণে শত কোটি প্রণাম।।❤❤

  • @creativetouchpappu6158

    @creativetouchpappu6158

    2 жыл бұрын

    gitai murtipuja nesed korse ...pore dekhen taw toh seitai kren... Apnara koy asen apnrai bolen

  • @mchowdhury2412

    @mchowdhury2412

    2 жыл бұрын

    Tomader ke sobar paye chumu khete Hobe .ar amra sudhu Amar Allah r paye matah noto korbo

  • @ashisdas1402
    @ashisdas14023 жыл бұрын

    Jai Shri Ram to all

  • @mrsagorvai4879
    @mrsagorvai48792 жыл бұрын

    আলহামদুলিল্লাহ আমি মুসলিম 🥰🥀

  • @intajali6777
    @intajali67773 жыл бұрын

    Pranam swamiji

  • @tahsinkabir0
    @tahsinkabir03 жыл бұрын

    এক কথায় উনি বলতে চেয়েছেন যে, ধর্ম আসলে মানুষের ই সৃষ্টি। মানুষ এক দল থেকে আলাদা দল করার জন্যই নিজেরাই ধর্ম তৈরী করেছে। দারুন বলেছেন।

  • @Top10Listing

    @Top10Listing

    3 жыл бұрын

    tahole apni bolte chacche islam dhormo o manusher sristi ? age dhormo niye study koron tarpor bolon. islam dhormo hocche sristikorar dhormo

  • @sircaptain5698

    @sircaptain5698

    3 жыл бұрын

    @@Top10Listing অসাধারণ দাদা।। আপনাদের মত মানুষদের জন্য আজ কাল ধর্ম নিয়ে কথা কাটাকাটি করেন,, ঝগড়া করে।। ছিঃ,, আপনি আপনার চিন্তা ধারা বদলান ।। আপনি যে ধর্মে আছেন তাকে আগে ভালোবাসুন।। আর কোথায় God বলেছিল যে,, আমি ইসলাম ধর্ম সৃষ্টি করেছি??? তাহলে স্বামী বিবেকানন্দ কিছু না জেনে ভুল বলল।। তাহলে বিবেকানন্দ মিথ্যা বলল ?? আপনিযদি এই ধারনা কোথাও থেকে পেয়ে থাকেন তাহলে তার reference দিন।। ধন্যবাদ দাদা।।

  • @prasantakoley2181

    @prasantakoley2181

    Жыл бұрын

    Akdom thik

  • @isebro2997
    @isebro29972 жыл бұрын

    আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হল আল্লাহর রসূল আমি সেই রাসুলের উম্মত আমি গর্বিত আমি মুসলমান

  • @minivlogs8899

    @minivlogs8899

    2 жыл бұрын

    Yes...

  • @alxbgamihg5276

    @alxbgamihg5276

    8 ай бұрын

    😂😂😂😂

  • @MontuBhattchary-ny3hq

    @MontuBhattchary-ny3hq

    3 ай бұрын

    Alla todi aache toh dekte kirokum hoy Hindi dorme takur fhes hai hote pare amader chomotkar k Tora alla manis

  • @parthasarkar661
    @parthasarkar6613 жыл бұрын

    খুবই সুন্দর ভাবে বললেন। খুব ভালো লাগলো

  • @shibshankarmajumdar4928
    @shibshankarmajumdar49282 жыл бұрын

    আপনার শরীরে রক্ত আছে, মাংস আছে তার মানে এই নয় যে আপনি মানুষ। আমাদের মধ্যে যদি মানবিকতা, মনুষ্যত্ববোধ, শিক্ষা, কর্তব্য থাকে, তবেই আমরা মানুষ। আপনি সামাজিক মানুষ, আমিও সামাজিক মানুষ, এটিই আমাদের সব থেকে বড় পরিচয়। ধর্ম, বিদ্বেষ, বিভাজন এগুলি তো আমরাই সৃষ্টি করেছি। নিজেদেরকে আবদ্ধ রেখেছি কুসংস্কারে। আসুন না আপনার পাশে আমি দাঁড়ায়, আর আমার পাশে আপনি দাঁড়ান। একটি ভালো সমাজ গড়ে তুলি! মানুষকে মানুষের চোখে দেখি। আবুল ফজলের 'মানবতন্ত্র' প্রবন্ধের মতো যেন আজও বলতে মন হচ্ছে-- "ধর্ম নয়, সেক্যুলারিজম নয়, মানবতার ওপর ই দিতে হবে জোড়"

  • @gayakishoretripura847
    @gayakishoretripura8473 жыл бұрын

    Good learning experience sir 👍

  • @parbotisamanta3648
    @parbotisamanta36482 жыл бұрын

    সত্যিই ঈশ্বর হলেন সমুদ্র আর ধর্ম হল নদী হিন্দু বলুন মুসলিম বলুন আমরা ভারতীয় আর গর্বিত যে আমরা ভারতীয়

  • @shafiqulabedin5267

    @shafiqulabedin5267

    2 жыл бұрын

    God is the creator of all of those. Think about milky way and galaxy way , then you asked your self, who are you ? You will thankful to lord of heaven that God decided to give you birth to enjoy this holy earth. There are zillion of sole are crying up there to create them for anything, not only human being. Remember Saturday forbidden to catch fishing. They try to listen music of prophet Salomon Hurp instruments and we catch them and sales them next day for money . Shafi. Houston. Texas. USA

  • @joyslearningpoint1697

    @joyslearningpoint1697

    2 жыл бұрын

    @green2reef tura tw age jormo grohon koros hindu hoiye. Kete muslim korai

  • @mdfahad5690

    @mdfahad5690

    2 жыл бұрын

    ভাই,,, তোমাদের পোড়া কপাল,, কারন তোমরা জানোনা ,, যে বিষয়ে তোমরা গর্বিত তা'ই তোমাদের ধ্বংসের মূল কারন,, আর এটা থেকে তোমরা কখনো ফিরে আসতে পারবে না,,যদি আল্লাহ দয়া না করেন😟😟 যদি জ্ঞানী হন তাহলে কথাগুলো অবশ্যই বুজবেন,,😔😔

  • @mrityunjoydas6109

    @mrityunjoydas6109

    2 жыл бұрын

    @@shafiqulabedin5267 There is no proof of god god is our creation god didn't create us we create the theory of god there is no god in the sky god lives among people and every living thing respect every people when human didn't learn how to write there was no religion except humanity humanity is the best religion in the world accept it or not no religion can beat humanity ever.

  • @cochbihar.rajbari9053

    @cochbihar.rajbari9053

    2 жыл бұрын

    Right

  • @educationhouse5627
    @educationhouse56273 жыл бұрын

    Jai shree Ram

  • @JahangirAlam-zq2xw

    @JahangirAlam-zq2xw

    2 жыл бұрын

    ALLAHA HU AKBAR

  • @touhidisall356
    @touhidisall3563 жыл бұрын

    গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভিডিওটা শেয়ার করার জন্য ধন্যবাদ

  • @nejamuddinsk2322
    @nejamuddinsk23223 жыл бұрын

    মুখের ভাষা ও আচরণ যার যত ভালো তার ধর্ম তত মহান

  • @rattridas3358

    @rattridas3358

    3 жыл бұрын

    Thik bolsen

  • @mdyeasin131
    @mdyeasin1312 жыл бұрын

    আল্লাহ এক ধর্ম এক ইসলাম ধর্ম

  • @EXOBTS1plus

    @EXOBTS1plus

    Жыл бұрын

    গাধাকে যতই পরিষ্কার জল দেওয়া হোক না কেন গাধা সেই জল ঘোলা করেই খাবে,

  • @shankarchandrabarman14
    @shankarchandrabarman143 жыл бұрын

    খুব উপক্রিত হলাম ধন্যবাদ আপনাকে

  • @nipponmukherjee8609
    @nipponmukherjee86093 жыл бұрын

    I think this video should clear all debates about religions💖

  • @Koyelmahato2400
    @Koyelmahato2400 Жыл бұрын

    এখানে কে কে হিন্দু

  • @techdoctor2.0
    @techdoctor2.02 жыл бұрын

    আমরা যে ধর্মেরই হই না কেন,সকলে সকলের মূল ধর্ম গ্রন্থ সম্পূর্ণ বুঝে পড়তে হবে।

  • @sadhu_shongho_5031
    @sadhu_shongho_50313 жыл бұрын

    সবার উপরে মানুষ সত্য তাহার উপর কিছু নাই। তাই ধর্ম একটাই সেই টা হলো মানব ধর্ম। জয় ফকির লালন সাইঁ জি জয় হোক সবার

  • @sumitpal2180
    @sumitpal21803 жыл бұрын

    Just awesome,, onk kichu jante parlam

  • @parvezahmed52
    @parvezahmed522 жыл бұрын

    Mashaallah oneksundor.

  • @smritikanamondal9500
    @smritikanamondal95002 жыл бұрын

    অপূর্ব সুন্দর❤️🙏🏻

  • @saktipadapal6891
    @saktipadapal68913 жыл бұрын

    Very very heart touching speech

  • @tigerhunters6621
    @tigerhunters66212 жыл бұрын

    এইজন্যই তো ইনি বিবেকানন্দ ❤️

  • @Puja_canvas

    @Puja_canvas

    2 жыл бұрын

    Tor moto Manush ke allah o khoma korbe ... Tui bidesh choras dhormo er name ..e..Manush ke choto koris .. Tui jaharnome jbi

  • @gamingstars4203

    @gamingstars4203

    2 жыл бұрын

    Islame is the best riligion in the world.❤️❤️❤️

  • @tigerhunters6621

    @tigerhunters6621

    2 жыл бұрын

    @green2reef ওই আইলেন ওনাগো পণ্য বেচবার লাগি, ইসলাম লে লো ইসলাম, তাজি তাজি ইসলাম ! 😁 তোরা ভাই চান্দে গিয়া ফাটল খোজ, আর উড়ন্ত ঘোড়া লইয়া গবেষণা কর!

  • @tigerhunters6621

    @tigerhunters6621

    Жыл бұрын

    @green2reef আল্লাহ্ এর পরিচয় জানার বিন্দু মাত্র ইচ্ছে আমার নাই বরং আপনি জানুন।

  • @tigerhunters6621

    @tigerhunters6621

    Жыл бұрын

    @@gamingstars4203 এটা মুসলিম ছাড়া আর কাউকে বলবেন না, লজ্জায় পড়তে পারেন।

  • @gaurangaroy592
    @gaurangaroy5922 жыл бұрын

    Swami Vibekananda ekmeba additiyam for past &present & future. Jay Hind. Sarva kalyanam.

  • @matiurrahman3285
    @matiurrahman32852 жыл бұрын

    এজন্যই নামটি ওনার "স্বামী বিবেক আনন্দ বিশাল একটি অসাধারণ চরিত্র" প্রনাম

  • @arikakhatun8130
    @arikakhatun81303 жыл бұрын

    Great.... This is the thing which our India needs at this time..❤️❤️❤️

  • @SudipsKnowledgeExperiment

    @SudipsKnowledgeExperiment

    3 жыл бұрын

    আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখার অনুরোধ করছি। আমাকে আপনারা সবাই একটু subscribe kore support korun plz.. 1000 সাবস্ক্রাইবার দরকার খুব

  • @subhajitgayen5528

    @subhajitgayen5528

    3 жыл бұрын

    Sudhu matro ei samay noe .. bolun sab samay

  • @biswajitbanerjee6934
    @biswajitbanerjee69343 жыл бұрын

    Swami Vivekananda is absolutely scientific philosopher and thakur sree sree ramkrisna paromansho Deb spiritual giant

  • @SaunKhan-ne1rm
    @SaunKhan-ne1rm Жыл бұрын

    আল্লাহ এক অদ্বিতীয়

  • @kanchanroy165
    @kanchanroy1652 жыл бұрын

    মুসলিম ১৫০০ বছর আগে asacha এবং মহাভারত এর যোদ্দ ৫০০০ বচর আগে hoachaaa. Jai shree ram 🙏🙏🙏🙏

  • @mahfuzullaharafat8798

    @mahfuzullaharafat8798

    2 жыл бұрын

    ১৫০০ বছর আগে রাসুল সাঃ এর মাধ্যমে ইসলাম আসে। কিন্তু তার আগে অসংখ্য নবী রাসুল দ্বারা ইসলাম এসেছে।

  • @mdabdulaziz78452

    @mdabdulaziz78452

    2 жыл бұрын

    হযরত মুহাম্মদ সাঃ ইসলাম ধর্ম কে পরিপূর্ণ করতে এসেছে এর আগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছে

  • @mdfahad5690

    @mdfahad5690

    2 жыл бұрын

    Moslim 1500 bosor Age aseni,,, 1500 bosor age amader nabi Mohammad (sa:)asche,,, tar age aro osongkho ogonito nabi-rasol asechen jader songkha pray 1,15000 (soya lakh) ar cheyeo besi,,,

  • @ilovemyindia8693

    @ilovemyindia8693

    2 жыл бұрын

    @@mahfuzullaharafat8798 tahole islamer ostitwo age chilo na keno?

  • @ilovemyindia8693

    @ilovemyindia8693

    2 жыл бұрын

    @@mdfahad5690 kono likhito dolil nei keno tahole? Asole agulo lokmukhe procholit kotha.

  • @asitjanaasitjana9310
    @asitjanaasitjana93103 жыл бұрын

    আমাকে খুব ভালো লেগেছে মানুষ আমরা সবাই সমান পথ ভিন্ন হলেও গন্তব্য স্থল একোই।।।🙏🙏🙏

  • @mariamalisha574

    @mariamalisha574

    3 жыл бұрын

    Gontobbo ekoi but porinoti na 😌

  • @pragjotishpurbapan6308
    @pragjotishpurbapan63083 жыл бұрын

    জয় আদ্যাশক্তি যিনি সৃষ্টির মূল

  • @najmakhatun6250
    @najmakhatun62503 жыл бұрын

    ধন্যবাদ দাদাভাই এই video থেকে অনেক ভুল ধারণা গুলো সংশোধন করার সুযোগ পেলাম

  • @NazrulIslam-yx7mr
    @NazrulIslam-yx7mr2 жыл бұрын

    মানুষ যখন মারা যায় তখন পোরানো বা মাটি দেওয়া হল পরিবেশ রক্ষা করা যাতে দুর্গন্ধ না ছড়ায়

  • @bijoysaha7498

    @bijoysaha7498

    2 жыл бұрын

    You are rights

  • @shuvendulet9891

    @shuvendulet9891

    2 жыл бұрын

    ঠিক ঠিক ঠিক

  • @ilovemyindia8693

    @ilovemyindia8693

    2 жыл бұрын

    right

  • @rajiblohara6751

    @rajiblohara6751

    2 жыл бұрын

    😌😌

  • @shuvendulet9891

    @shuvendulet9891

    2 жыл бұрын

    @green2reef আছা ভাই আপনি কি মায়ের গরভো থেকে মুসলিম ?

  • @karunadas4788
    @karunadas47883 жыл бұрын

    খুব সুন্দর উপদেশ খুব ভালো লাগল সত্য ই হরেকৃষ্ণ হরিবোল

  • @sukantaroy1266

    @sukantaroy1266

    3 жыл бұрын

    Hello foolish person this all is not religion it only doctrines

  • @lifeisnotcomfortable2412
    @lifeisnotcomfortable24123 жыл бұрын

    Bah! fantastic explain, Thanks for share this video. And want more video about important topic. Again thanks

  • @prabhatkumarbandopadhaya9845
    @prabhatkumarbandopadhaya98452 жыл бұрын

    Wonderful presentation..of Spritual lessons....by the World Spritual Teacher.

  • @koushikbarman5145
    @koushikbarman51452 жыл бұрын

    রাম রাম🙏🙏🙏🙏🙏

  • @aritradubey1790

    @aritradubey1790

    Жыл бұрын

    🕉

  • @Tawrazfahim
    @Tawrazfahim2 жыл бұрын

    আমি গর্বিত আমি মুসলিম 🕋🕋🕋🕋🇧🇩

  • @selimkhan6370
    @selimkhan63703 жыл бұрын

    স্বামী বিবেকানন্দ আমার আদর্শ | তার প্রতি আমার অসীম ভক্তি | I have collected works of swamiji in my library .

  • @ratulhasan605

    @ratulhasan605

    3 жыл бұрын

    durr halaa mathertost

  • @mdrifattalukder604

    @mdrifattalukder604

    3 жыл бұрын

    Amr adorsho hazrat Muhammad s. R

  • @user-yx8ge3lc8z

    @user-yx8ge3lc8z

    3 жыл бұрын

    @@mdrifattalukder604 একবার দুই জন এর জীবনী টা পরে দেখ এক সাথে

  • @namitamukherjee7345
    @namitamukherjee73452 жыл бұрын

    জয়তু শ্রী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণ শ্রী মা।

  • @sdshagor5804
    @sdshagor58042 жыл бұрын

    কতা গুলো শুনে খুব ভাল লাগল।

  • @sanjoybauri7096
    @sanjoybauri70963 жыл бұрын

    স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম ৷

  • @islamicschoolq5410

    @islamicschoolq5410

    3 жыл бұрын

    ধর্ম নিয়ে কিছু কথা: ভারতে90% মানুষ বধির, মূর্খ,কুসংস্কার ভোরা, ধর্ম, ও নৈতিকতার ক্ষেত্রে। সম্প্রীতি এবং সমাজ কি মূর্খ মানুষ দ্বারা খারাপ হয়, নাকি শিক্ষিত মানুষের মূর্খ মানসিকতার জন্য খারাপ হয়? ধর্ম কি ধর্ম কাকে বলে?,হিন্দু',ও'মুসলমানদের মাঝে" ধর্ম নিয়ে পার্থক্যটি দেখুন!? "হিন্দুদের,"উপসনা, ও প্রার্থনার সাদৃশ্য গুলি"অদ্ভুত"""হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রামো হরে রামো রাম রাম হরে হরে ? ""নমস্কার?" হর হর মহাদেব?"_"জয় শ্রীরাম?, আর কোন হিন্দু মানুষ মরে গেলে হিন্দুরা বলে "" বলো হরি হরি বোল? "এইসব শব্দের অর্থ কী? কোথায় আছে জানা থাকলে, অনুগ্রহ করে, রেফারেন্সসহ বলুন !? জানতে চাই? google.com এ নেই? (যেমন কোন মুসলিম , মারা গেলে কোরআনের 20 সূরা ত্বোয়া-হা (طه), আয়াত: ৫৫ বলা হয় , যেমন মুসলিম আজান ও নামাজের, প্রত্যেকটি শব্দের অর্থ আছে। কোরআনে! যেমন "الله أكبر আল্লাহু আকবার"শব্দের অর্থ " আল্লাহ সর্বশক্তিমান Allah is the Greatest) এই যে বন্ধুরা বলতো: পৃথক পৃথক অনেক উপাস্য ভাল, না পরাক্রমশালী এক আল্লাহ? কিন্তু যদি তুমি "ভরোতের, 'মহারাষ্ট্র' র হিন্দুদের জিজ্ঞেস করো যে, তোমাদের সবচেয়ে বড় "ভগবান" কে? তখন তারা বলবে 'গনেশ' ; যদি 'দিল্লী' র হিন্দুদের জিজ্ঞেস করো যে, তোমাদের সবচেয়ে বড় "ভগবান" কে? তখন তারা বলবে 'রাম'; যদি 'গুজরাট' এর হিন্দুদের জিজ্ঞেস করো যে, তোমাদের সবচেয়ে বড় "ভগবান" কে? তখন তারা বলবে 'কৃষ্ণা'; যদি 'বাংলা' র হিন্দুদের জিজ্ঞেস করো যে, তোমাদের সবচেয়ে বড় ভগবান কে? তখন তারা বলবে " দুর্গা"; যদি "বিহার" এর হিন্দুদের জিজ্ঞেস করো যে, তোমাদের সবচেয়ে বড় "ভগবান" কে? তখন তারা বলবে 'শঙ্কর'; যদি পশ্চিম 'ভারত' এর হিন্দুদের জিজ্ঞেস করো যে, তোমাদের সবচেয়ে বড় "ভগবান" কে? তখন তারা বলবে "কার্তিক- বালাজী"; যদি 'নেপাল' এর হিন্দুদের জিজ্ঞেস করো যে, তোমাদের সবচেয়ে বড় ভগবান কে? সে বলবে "পশুপাতি" শুধু তাই নয় বিশ্বের যেকোনো প্রান্তে, হিন্দুদের কে জিজ্ঞাসা করলে দেখবে যে,তাদের ,কত পৃথক পৃথক উপাস্য আছে, ইত্যাদি এই হল হিন্দু বা অমুসলিম দের অবস্থা!!!তারা সবাই পথভ্রষ্টতা"" --তারা প্রকাশ্য গোমরাহীতে আছ তাদের বাপ-দাদারাও। --------------- কিন্তুু: ইসলাম ধর্মে, তুমি যদি ইউরোপ, আমেরিকা,আরব, চীন, আফ্রিকা, এশিয়া তথা পৃথিবীর যেকোনো প্রান্তের মুসলমানদের জিজ্ঞেস কর যে, তোমাদের রব কে? তারা এক বাক্যে বলবে " আল্লাহ" আমাদের রব, তিনি এক, ও অদ্বিতীয় "এবং আল্লাহর প্রেরিত দূত মুহাম্মদ(সঃ) আমাদের রাসূল ও শেষ নবী। তার আনীত বাণী কোরআন যাতে কোনই সন্দেহ বা মিথ্যার প্রভাব নেই, "এটাই আমাদের প্রমাণ, এবং পথ প্রদর্শনকারী গ্রন্থ। 👉 আপনি যদি কোন ধর্ম সম্পর্কে জানতে চান ,ধর্মগ্রন্থ টি দেখুন !!! অধিকাংশ ব্যক্তিই ধর্মগ্রন্থ ছাড়া, আন্দাজ-অনুমানের অনুসরণ করে, পথ চলে ,আর আন্দাজ-অনুমান সত্যের বেলায় কোনো কাজে আসবে না।' যার কোন দলিল নেই মিথ্যা।😢 এবং আপনি কোন ধর্ম পালন করে থাকেন, তাহলে অনুসারীকে না দেখে, ধর্মের মূল ধর্মগ্রন্থ টি দেখুন !!! যে পথে কোন সন্দেহ নেই।

  • @SudipsKnowledgeExperiment

    @SudipsKnowledgeExperiment

    3 жыл бұрын

    আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখার অনুরোধ করছি। আমাকে আপনারা সবাই একটু subscribe kore support korun plz.. 1000 সাবস্ক্রাইবার দরকার খুব।😢

  • @mdbulbul8519

    @mdbulbul8519

    3 жыл бұрын

    ইসলাম ধমে ফিরে আসেন সবাই যার যাতে রয়েছে দুনিয়াতেও পরকালে অসীম কল্লান কিশ্চই নি সন্দেহে আল্লাহ এক

  • @rameshdas3888

    @rameshdas3888

    3 жыл бұрын

    @@kalemahtv4308 zZz

  • @rameshdas3888

    @rameshdas3888

    3 жыл бұрын

    @@kalemahtv4308 z

  • @sonumukherjee2506
    @sonumukherjee25063 жыл бұрын

    নাইস অনেক কিছু জানলাম ও শিখলাম

  • @sapponloskor6410

    @sapponloskor6410

    3 жыл бұрын

    রাইট

  • @rubeldev1649
    @rubeldev16492 жыл бұрын

    আমি গর্বিত, আমি একজন সনাতনী ✊ ।

  • @aktarhussain4012
    @aktarhussain40123 жыл бұрын

    অবশ্য সকল খাবার বা অন্যান্য বিষয়ে একটা চরম পছন্দনীয় কোনটি থাকে। ঠিক ঈশ্বরের কাছে নিশ্চয় ধর্মের পছন্দনীয়তা আছেই।

  • @ab2001k

    @ab2001k

    2 жыл бұрын

    ঈশ্বরের পছন্দ হলো যারা পাপ কাজ করে না, যাদের কথা সত্য তারা ঈশ্বর লাভ করেন! আর ধর্ম বা সম্প্রদায় হলো মানুষ বানানো... এতে অসুবিধা হয়!

  • @aditisnigdha314
    @aditisnigdha3143 жыл бұрын

    হরে কৃষ্ণ 🙏♥️🙏

  • @nazrulislam7737

    @nazrulislam7737

    3 жыл бұрын

    According to Bhavishya Purana in the Prati Sarag Parv III Khand 3 Adhay 3 Shloka 5 to 8. “A malecha (belonging to a foreign country and speaking a foreign language) spiritual teacher will appear with his companions. His name will be Mohammad.Raja (Bhoj) after giving this Maha Dev Arab (of angelic disposition) a bath in the Panchgavya and the Ganga water (i.e. purifying him of all sins) offered him the present of his sincere devotion and showing him all reverence said, “I make obeisance to thee. O ye! The pride of mankind, the dweller in Arabia, Ye have collected a great force to kill the Devil and you yourself have been protected from the malecha opponents.” The main points mentioned in the Kuntap Suktas i.e. in Atharvaveda book 20 Hymn 127 verses 1-13 are: Mantra1 He is Narashansah or the praised one (Muhammad). He is Kaurama: the prince of peace or the emigrant, who is safe, even amongst a host of 60,090 enemies.Mantra2 He is a camel-riding Rishi, whose chariot touches the heaven.Mantra3 He is Mamah Rishi who is given a hundred gold coins, ten chaplets (necklaces), three hundred good steeds and ten thousand cowsA similar prophecy is also found in Rigveda Book I, Hymn 53 verse 9:The Sanskrit word used is Sushrama, which means praiseworthy or well praised which in Arabic means Muhammad (PBUH)) Prophet Muhammad (PBUH) is also prophesised in the Samveda Book II Hymn 6 verse 8: “Ahmed acquired from his Lord the knowledge of eternal law. I received light from him just as from the sun.” In Purana (a holy book of Hindus) it is stated that Kalki Avatar would be the last messenger (prophet) of God in this world for the Guidance of the whole world and all human beings. It is stated in Vedas that God would teach Kalki Avatar through His messenger (angel) in a cave. Allah taught Prophet Muhammad (PBUH), through His messenger Jibraeel (Gabriel) in a cave known as Ghaar-e-Hiraa. It may be countered that why Prophet Muhammad (PBUH) could not be the first and only prophet to mankind? In fact in the world of matter evolution is inherent so is human civilisation. Human civilisation took long years to come to where we are presently placed.Today,human mind ,we see, has reached its pinnacle and Quran exhorts human mind more than any scriptures of the world as at several places it say “Don’t you think”, “don’t you ponder”. All the previous scriptures have not been preserved in their original form and written later on by people as human mind had not matured enough to think over preserving the wordings of the creator and Quran is the only book which is preserved in its only form and preserved during the lifetime of Prophet Muhammad(PBUH). Moreover,Quran is called the miracle ,a book being called a miracle must push human mind to look towards it as this age is the age of intellect and science and technology is the yardstick where everything is measured. The time has come for all of us to seriously think and ponder over Quran, the final book bestowed upon Prophet Muhammad (PBUH) especially in the present scenario of the world when humanity is threatened and dissect its teachings to apply to solve the problem of humanity.

  • @heroforfun511

    @heroforfun511

    2 жыл бұрын

    @@nazrulislam7737 toder moto Muslim der kono unnoti hobe na 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @Tawrazfahim

    @Tawrazfahim

    2 жыл бұрын

    বালের মহাদেব 🤣🤣

  • @dipayandey5372

    @dipayandey5372

    2 жыл бұрын

    @@nazrulislam7737 First of all your information proofs you are inspired by an illiterate Zakir Nayek. There is no hindu religious book where you can find your prophet Muhammad . Zakir Nayek don't know sanskrit language. He is trying to proof muhammad exists in Hindu religious book through his mispronunciation.

  • @pijushkumarshuvro9805
    @pijushkumarshuvro98053 жыл бұрын

    আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংগে যান। সকল কিছু সুন্দর ভাবে যানতে পারবেন।

  • @debavlogs2886
    @debavlogs28862 жыл бұрын

    khub valo laglo🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @riponkantirudra8445
    @riponkantirudra8445 Жыл бұрын

    খুব ভালো লাগলো কথাগুলো শুনে💞💞

  • @mdazizhossain8053
    @mdazizhossain80533 жыл бұрын

    আপনার কথা গুলি ভীষণ ভাল লাগলো ।

  • @babushah8127
    @babushah81273 жыл бұрын

    Excellent....Very good.

  • @MdBelal-uh5xg
    @MdBelal-uh5xg2 жыл бұрын

    It is excellent explanation . It will help every person to understand .

  • @lyrical8298
    @lyrical82982 жыл бұрын

    I am proud because I am an Indian

  • @sumanagasti-philosophyandp47
    @sumanagasti-philosophyandp473 жыл бұрын

    অসাধারণ অভিব্যক্তি! হৃদয় প্রসন্ন হলো।। পরমেশ্বর কে শতকোটি প্রণাম।।

  • @sumanagasti-philosophyandp47

    @sumanagasti-philosophyandp47

    3 жыл бұрын

    ঈশ্বর /আল্লাহ যাই বলুন, একই ব্রহ্মের ভিন্ন প্রকাশ। কে কোন ধর্ম গ্রহণ করবে? সেটা তার অন্তর উপলব্ধির বহিঃপ্রকাশ। ঈশ্বর /আল্লাহ কে নিয়ে যুক্তিতর্ক করা মানে - নিজেদের মূর্খতা জাহির করা। ঈশ্বর/আল্লাহ কে অন্তর থেকে অনুভব করতে হয় এবং অন্তিমে, তার মধ্যেই লীন হতে হয়। ঈশ্বর -আল্লাহ হল অনন্ত সমুদ্র (অন্তহীন নিরাকার ব্রহ্ম)। ধর্মের প্রতি আসক্ত হয়ে তাকে জানা সম্ভব নয়। আপনার কাছে হজরত মুহাম্মদ সঠিক, আমার কাছে স্বামী বিবেকানন্দ সঠিক। আপনি আপনার ধর্মের মহত্ব প্রচার করুন, এটাই শ্রেয়। অন্যের ধর্মে হস্তক্ষেপ করা মানে নিজের ধর্মকে অপমান করা, এই ন্যূনতম বুদ্ধি টুকু একজন ধার্মিকের থাকা উচিত। নমস্কার।। ভালো থাকবেন।।

  • @ranisimun5123
    @ranisimun51233 жыл бұрын

    Asadharon 🙏 baani..,! Jibon k notun vabe vabar jonno Thank you 😊 sir

  • @subhajitgayen5528

    @subhajitgayen5528

    3 жыл бұрын

    Darun

  • @ranisimun5123

    @ranisimun5123

    3 жыл бұрын

    @green2reef asadharon laaglo apnar information👍 Thank you 🙏

  • @creativetouchpappu6158

    @creativetouchpappu6158

    2 жыл бұрын

    gitai murtipuja nesed korse ...pore dekhen taw toh seitai kren... Apnara koy asen apnrai bolen

  • @creativetouchpappu6158

    @creativetouchpappu6158

    2 жыл бұрын

    @green2reef gitai murtipuja nesed korse ...pore dekhen taw toh seitai kren... Apnara koy asen apnrai bolen

  • @YunusBd66
    @YunusBd662 жыл бұрын

    মানুষের উপকার হয় যেই ধর্মের আইন দিয়ে সেটাই ভালো ধর্ম।

  • @oneboy7420
    @oneboy74203 жыл бұрын

    Jay srikrishna

  • @bablubaidya3499
    @bablubaidya34993 жыл бұрын

    অসাধারণ বাস্তব চির সুন্দর বন্ধু। এতদিনে মানুষের আসল সত্বা কি, তা তুমি আমাদের কাছে তুলে ধরলে। অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই। খুব ভালো থেকো। 🙏🌷💕

  • @GyanGuy

    @GyanGuy

    3 жыл бұрын

    🙏🙏🙏

  • @bablubaidya3499

    @bablubaidya3499

    3 жыл бұрын

    @@GyanGuy Absolutely you are Right.....GYANGUY. Ha Ha ha all the best friend. 🙋🌷💕

  • @bablubaidya3499

    @bablubaidya3499

    3 жыл бұрын

    @@kalemahtv4308 ভাই কেরামত আলী, আমাদের কে কেরামতি দেখিয়ে কোনো লাভ নেই। বরং স্ব-ভাইদের কে বললে ,অনেক জ্ঞান লাভ অর্জন করতে পারবে।🙏

  • @palashchowdhury486
    @palashchowdhury4863 жыл бұрын

    অতি সত্য কথা আমিও এইটাই ভাবি 🤗

  • @somhansda3243

    @somhansda3243

    3 жыл бұрын

    ধরমের কথা বললি তাই বলাম

  • @godisoneandislamistruthrel1848

    @godisoneandislamistruthrel1848

    3 жыл бұрын

    ২/কল্কিপুরান এ বলা হয়েছে কল্কি আসবেন মুর্তিপুজা ও বিভিন্ন দেবদেবী পুজার বিলোপ সাধনে (কল্কি পুরাণ ৩০/৩) , সেই সাথে কল্কির দ্বারা তিলক টিকি চিহ্নধারণ সাধু-সন্যাস বিলুপ্ত করা হবে (কল্কিপুরাণঃ ৩০; ৪) অপরদিকে মানব ইতিহাসে এমন একজনকেই পাওয়া যায় যিনি এসেছিলেন বিভিন্ন দেবদেবী ও মুর্তিপুজার বিলোপ সাধনে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সঃ। সেই সাথে তিনি এইসব সাধুসন্নাসীর ধর্ম এবং তিলক টিকাও নিষিদ্ধ করেছেন, ইসলামে তিলক টিকা ও সন্নাসবাদের কোন স্থান নেই। কোন বিবেকবান মানুষকে এই একটি পয়েন্ট দেখানোই যথেস্ট কল্কির আসল পরিচয় বুঝানোর জন্য। ৩/ (কল্কি পুরান২/৫) বলা হয়েছে, কল্কি এসেছেন কালি (শয়তানের অবতার) কে মোকাবেলা করতে, তার সাথে থাকবে তার ভাই ৪ সংগী । অপরদিকে আমরা জানি নবিজি সঃ এসেছিলেন শয়তানকে দমনে, আর তার ছিলেন ভাই স্বরুপ চার সংগী, চার খলীফা। ৪/ (কল্কিপুরান ২/২৪) কল্কির জন্ম হবে প্রধান পুরোহিতের ঘরে। এবং তারা বংশগতভাবেই প্রধান পুরোহিত। অপরদিকে ঐতিহাসিকভাবে নবিজির পিতাও ছিলেন মক্কার প্রধান প্রীস্ট এবং সেই সাথে তারাও ছিল বংশগতভাবে মক্কা মোজামার প্রধান প্রিস্ট (এডওয়ার্ড গিবন, Decline And Fall Of Roman Empire, vol-5, page-229 ৫/ কল্কি জন্ম নিবে সাম্বাল গ্রামে, যার অর্থ শান্তির জায়গা, অপরদিকে নবিজি মক্কায় জন্ম নিয়েছিলেন , আর মক্কাকে বলা হয় শান্তির শহর, এছাড়াও প্রাচীন ভারতের পন্ডিতরা পৃথিবির স্থলভাগকে ৭ টী ভাগে ভাগ করেছিল, এখানে সাম্বালা দ্বারা তারা বুঝাত আরব ভুমিকে। ( A History of ancient india by RC Dutt vol-3 ) ৬/ কল্কি দীক্ষা নিবে পরশুরামের কাছে একটি গুহায়, হিন্দুরা এখানে মিথ্যাচার করে বলে যে কল্কি নাকি দীক্ষা নিবে হিমালয় এর গুহায় যা ডাহা মিথ্যাচার। কল্কিপুরানের কোথাও এই কথা নেই। (কল্কিপুরান ৩/১) এ বলা আছে, কল্কি দীক্ষা নিবেন মহেন্দ্র পর্বতে। এই মহেন্দ্র পর্বত একটিই কাল্পনিক পর্বত যার অস্তিত্ত পাওয়া যায় মহাভারতে।এবার দেখুন কি অসাধারন মিল।মহেন্দ্র শব্দের অর্থ, মহান যে ইন্দ্র, অর্থাৎ যাহা মহা আলোকিত। ইন্দ্র আলোর প্রতীক কারন ইন্দ্রই হচ্ছে সুর্য (রিগবেদ ১/১২১/২) তাই মহেন্দ্র মানে মহা আলোকিত স্থান।অপরদিকে নবিজি মুহাম্মদ সঃ দীক্ষা নিয়েছিলেন হেরা গুহায়, যাকে বলা হয় “জাবাল এ নূর” অর্থাৎ আলোকিত গুহা। ৭/ (কল্কি পুরান ২/৪৭-৪৮) কল্কি তার নিজের দেশ ত্যাগ করবে এলাকাবাশি তথা এলাকার ব্রাক্ষনদের হতে বিরক্ত ও উতপীড়িত হয়ে, কারন গ্রামের ব্রাক্ষনরা সব শয়তানের পাল্লায় পরে বিভিন্ন অধর্ম ও অপকর্মে লিপ্ত হয়।অন্যদিকে, নবিজি মুহাম্মদ সঃ ও তার নিজ আবাসভুমি মক্কা ত্যাগ করেছিলেন, মুর্তিপুজা ও পাপকাজে লিপ্ত থাকা এলাকাবাসী এবং সমসাময়িক ধর্মগুরুদের হতে উতপিড়িত হয়ে। ইতিহাসে তা হিজরত নামে পরিচিত। ৮/ (কল্কি পুরান ৮/৩০-৩২)কল্কি আবার নিজ অঞ্চলে ফিরে এসে একে দখল করবেন এবং শত্রু হতে একে মুক্ত করে পুনঃপ্রতিষ্টা করবনে , অপরদিকে নবিজী মুহাম্মদ সঃ ও তার মাত্রভূমিতে ফিরে এসে তা শত্রু হতে তা শত্রু হতে একে মুক্ত করেন এবং এখানে পুনঃ দখল করেন। ৯/ (কল্কি ৮/২২) কল্কি হবেন ধর্মের মুল তত্তের পুনপ্রবর্তক, যা মানুষ ভুলে গেছে।আর সকল ধর্মের মুল তত্তই হচ্ছে ঈশ্বরের একত্তবাদ বেদ বাইবেল কোরান সবখানে।আর নবিজি মুহাম্মদ সঃ সেই ১৪০০ বছর আগে ধর্মের সেই মূল তত্তই পুনঃপ্রতিষ্টায়ই এসেছিলেন যা মানুষ ভুলে গিয়ে বহু ঈশ্বরবাদের পুজা শুরু করেছিল। এজন্য ইসলাম এর মূল তাওহীদবাদ। আর কল্কিপুরান ৩০/৩ অনুসারে কল্কি বিভিন্ন দেবদেবি ও মুর্তিপুজারও অবসান ঘটাবে যা আগেই বলেছি। ১০/ (ভগবত পুরান ১২/২/১৬) কল্কির কিছু গুনের কথা আছে, ঘোড়ায় চড়া তরোয়ার হাতে ইত্যাদি (যা নবিজিরো ছিল) সেখানে আরো বলা আছে বিশেষ করে কল্কির শরীরের ঘ্রানের কথা। বলা আছে তার শরীরের ঘ্রান হবে অপুর্ব মনোমুগ্ধকর। যা মানুষের হ্রদয়ে আন্দোলিত করবে।আর নবিজি মুহাম্মদ সঃ ছিলেন তার শারীরিক ঘ্রানের জন্য বিখ্যাত। যখন কেউ নবিজির সাথে হাত মিলাত সে সারাদিন সেই হাতে অপুর্ব গন্ধ উপভোগ করত। স্যার উইলিয়াম মুর, তার Life Of Prophet Muhammad বইয়েও নবিজির এই অপুর্ব ঘ্রানের কথা উল্লেখ করে ৩৪২ পৃষ্টায় লিখেছেন, “অনেকেই নবিজির কক্ষের পাশে দাঁড়িয়ে থাকত শুধু নবিজির শরীরের অপুর্ব ঘ্রান নেবার জন্য” ১১/কল্কিকে যুদ্ধে দেবতারা সহায়তা করবে, অপরদিকে নবিজিকেও আল্লাহ বদর যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে সহায়তা করেছেন।

  • @harunvai4540
    @harunvai45402 жыл бұрын

    আল্লাহ এক ও অদ্বিতীয়

  • @tapansingha9089

    @tapansingha9089

    Жыл бұрын

    Gy kv e

  • @bideshbouri8503
    @bideshbouri8503 Жыл бұрын

    খুৰ সুন্দর লেগেছে ❤️

  • @SahebSk-qp9xi
    @SahebSk-qp9xi3 жыл бұрын

    Excellent

  • @kallolhait
    @kallolhait3 жыл бұрын

    One of the best speech I ever heard

  • @paritoshsuta6023
    @paritoshsuta60232 жыл бұрын

    আমি এই কথাগুলো র সাথে একমত 👍🙏🙏🙏🙏🙏

  • @user-wv4if6xy5v
    @user-wv4if6xy5v Жыл бұрын

    আলহামদুলিল্লাহ আমি মুসলমানদের ঘরে জন্ম হয়েছি। এবং মুসলিম হয়ে।

  • @Md.GolamRobbani-dm4im

    @Md.GolamRobbani-dm4im

    Жыл бұрын

    মুসলমানদের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না। নিগজকে সম্পূর্নভাবে মহান আল্লহর নিকট যে সমর্পণ করে সেই প্রকৃত মুসলিম ।

  • @alihosan6282
    @alihosan62823 жыл бұрын

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ

  • @bishakhadas8360
    @bishakhadas83603 жыл бұрын

    স্বামী বিবেকানন্দ মহাপুরুষ তাঁর বক্তব্যে আমি একমত আর আপনার

  • @hardibsingh2160

    @hardibsingh2160

    3 жыл бұрын

    SEM

  • @chandugoswami7791

    @chandugoswami7791

    3 жыл бұрын

    He is a great person, pronam his chorana,

  • @durantasaheb2359

    @durantasaheb2359

    3 жыл бұрын

    @@chandugoswami7791 kzread.info/dash/bejne/dJyIstCNf8fdg6Q.html

  • @zmlaskarrfl1465

    @zmlaskarrfl1465

    3 жыл бұрын

    গীতা পাট করে দেখ ভগবানের এবং দুর্গা সম্পর্কে কোন কথা নেই

  • @bishakhadas8360

    @bishakhadas8360

    3 жыл бұрын

    @@zmlaskarrfl1465 আরে ভাই আমি স্বামী বিবেকানন্দের মতের কথা বলছি

  • @nanditapal4516
    @nanditapal45163 жыл бұрын

    Khub bhalo laglo 👍🙏

  • @AlQalam264

    @AlQalam264

    2 жыл бұрын

    হিন্দু ধর্মে পূজা নিষিদ্ধ (রেফারেন্স সহ প্রমান দিলাম), এবং পূজার পরিনাম :- ১. না তস্য প্রাতীমা আস্তি (যজুর্বেদ ৩২ অধ্যায়, ৩ নং অনুচ্ছেদ) অর্থাৎ ঈশ্বরের কোন মূর্তি নেই। ২. হিন্দু ধর্মে মুর্তি পুজা করতে নিষেধ করা হয়েছে॥ “যাদের বোধশক্তি পার্থিব আকাঙক্ষার মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে শুধু তারাই উপদেবতার নিকটে উপাসনা করে।“ (ভগবৎ গীতা, অধ্যায় ৭, স্তব ২০)। যে লোকের বিচারবুদ্ধি নেই ওরা কামনাবাসনায় লিপ্ত হয়ে দেবদেবীর পূজা করে। ৩. হিন্দুরা অনেক দেব দেবির পুজা করলেও হিন্দু ধর্ম গ্রন্থ গুলোতে হিন্দুদের কেবল মাত্র এক জন ইশ্বরের উপাসনা করতে বলা হয়েছে॥ বেদ-উপনিষদের ‘ব্রহ্ম সুত্র’ তে আছে “একম ব্রহ্মা দ্বৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন” অর্থাৎ ইশ্বর এক তার মত কেউ নেই কেউ নেই সামান্যও নেই । আরও আছে “সে একজন তারই উপাসনা কর” (ঋগবেদ ২;৪৫;১৬)। “একম এবম অদ্বৈত্তম” বা একমেবাদ্বিতীয়ম অর্থাৎ সে একজন তাঁর মত আর দ্বিতীয় কেউ নেই (ঋগবেদ ১;২;৩) । “এক জনেই বিশ্বের প্রভু” (ঋগবেদ ১০;১২১;৩)। “ঈশ্বর বাদে আর কারো উপাসনা কর না; শুধুমাত্র তার উপসনা কর যিনি সুমহান ঈশ্বর।” (ঋগবেদ ০৮;০১;০১) “সবশক্তিমান ঈশ্বর নিরাকার ও পবিত্র” (যজুর্বেদ ৪০;০৮)। ৪. “তারা হচ্ছে বস্তুবাদি লোক ,তারা উপদেবতার উপাসনা করে ,তাই তারা সত্যিকার স্রস্টার উপাসনা করে না।“ (ভগবত গীতা, অধ্যায় ১০, স্তব ৩) ৫. “অন্ধতম প্রভিশান্তি ইয়ে অশম্ভুতি মুপাস্তে - যারা অশম্ভুতির পুজা করে তারা অন্ধকারে নিমজ্জিত হয়। তারা অধিকতর অন্ধকারে পতিত হয় শাম মুর্তির পুজা করে।“ (যজুর্বেদ - অধ্যায় ৪০- অনুচ্ছেদ ৯)। অশম্ভুতি হল - প্রাকৃতিক বস্তু যেমন- বাতাস,পানি,আগুন । শাম মুর্তি হল - মানুষের তৈরী বস্তু যেমন - চেয়ার ,টেবিল ,মূর্তি ইত্যাদি। জানি, মূর্তি দিয়ে পূজা নিষিদ্ধের এইসব কথা বা রেফারেন্স হিন্দুদের মানতে কষ্ট হতে পারে। যে জেগে জেগে ঘুমায় , তাকে ঘুম থেকে জাগানো কঠিন। আবার সত্য যার সামনে আসে সেই ভাগ্যবান, আর সত্য যে গ্রহণ করে না, তার মতো হতভাগা আর কে আছে কারণ তার জন্য মৃত্যুর পরে আছে কঠিন এবং চিরস্থায়ী শাস্তি। আল্লাহ তায়ালা বলেন, “হা-মীম। এই কিতাব পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। নভোমন্ডল, ভূ-মন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু আমি যথাযথভাবেই এবং নির্দিষ্ট সময়ের জন্যেই সৃষ্টি করেছি। আর কাফেররা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে, তা থেকে মুখ ফিরিয়ে নেয়। বলুন, তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা কর, তাদের বিষয়ে ভেবে দেখেছ কি? দেখাও আমাকে তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে? অথবা নভোমন্ডল সৃজনে তাদের কি কোন অংশ আছে? এর পূর্ববর্তী কোন কিতাব অথবা পরস্পরাগত কোন জ্ঞান আমার কাছে উপস্থিত কর, যদি তোমরা সত্যবাদী হও। যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে, যে কেয়ামত পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পুজা সম্পর্কেও বেখবর। যখন মানুষকে হাশরে একত্রিত করা হবে, তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের এবাদত/পূজা অস্বীকার করবে” (আল-কুরআন, সুরা আহক্বাফ, আয়াত ১-৬)। জাহান্নামে চিরস্থায়ী শাস্তি হবে মুশরিকদের জন্য যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্যদেরকে অথবা আল্লাহসহ অন্য কাউকে বা অন্যদেরকে ঈশ্বর ভাবে বা সমকক্ষ মনে করে অথবা আল্লাহর ক্ষমতাসমূহের কিছুমাত্র হলেও অংশীদার মনে করে। তাই মূর্তি-পূজা না করলেও কেউ মুশরিক থাকতে পারে। ইসলাম গ্রহণ করলে মুশরিক বা মূর্তি-পূজারীর পূর্বের সমস্ত পাপ ক্ষমা করা হয় এবং তখন থেকে পাঁচ বার নামাজসহ অন্যান্য কিছু আবশ্যকীয় নিয়ম মেনে চলতে হয়। শুধু গোপনে ইসলাম গ্রহণ করলেই শেষ হবে না। শিরক বা মুশরিকের পাপ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না (আল-কুরআন, সূরা নিসা, আয়াত ১১৬)। আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে অচিরেই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো, যখনই তাদের চামড়া জ্বলে যাবে তাদেরকে ভিন্ন চামড়া দিয়ে পরিবর্তন করে দিবো যাতে করে তারা পরিপূর্ণভাবে আযাব/শাস্তি অনুভব করতে পারে, নিশ্চয়ই আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময় (সূরা নিসা, আয়াত ৫৬)। জাহান্নামের আযাবে অসহ্য হয়ে জাহান্নামীরা মৃত্যু কামনা করতে থাকবে কিন্তু তাদের আর কখনো মৃত্যু হবে না (আল-কুরআন, সূরা ফুরকান, আয়াত ১৩, ১৪)। তাই আসুন যে কোনো সময়ে মৃত্যু আসার আগেই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন।

  • @AlQalam264

    @AlQalam264

    2 жыл бұрын

    এই বিশ্বজগতের প্রকৃত স্রষ্টার শেষ ধর্মগ্রন্থের বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিন এই তালিকার সাথে: ১) তিনি সুদৃঢ়ভাবে এবং বারবার নিজেকে একমাত্র স্রষ্টা ও উপাস্য বলে দাবি করবেন এবং এর কারণও বলবেন ২) তিনি আর কাউকে, কিছুকে উপাসনা করার ব্যাপারে কঠোরতমভাবে এবং বারবার নিষেধ করবেন ৩) স্রষ্টা সর্বোচ্চ জোর দিয়ে বলেছেন কেবল তাকেই বিশ্বাস ও মান্য করতে ৪) তাকে বিশ্বাস ও মানার ক্ষেত্রে পরম পুরস্কারের কথা বলবেন, বারবার ৫) তাকে না বিশ্বাস করলে কঠিনতম শাস্তির কথা বলবেন, বারবার ৬) স্রষ্টা তার স্বীয় গুণের বর্ণনা দেবেন। ৭) স্রষ্টা বারংবার দাবি করবেন যে তার ধর্মগ্রন্থ সমগ্র মানবজাতির জন্য ৮) তিনি দাবি করবেন মানবজাতির শুরু থেকেই তার নির্বাচিত বার্তাবাহকগণ তার একেশ্বরবাদ প্রচার করেছেন ৯) তিনি তার কয়েকজন বার্তাবাহক কিভাবে তার একেশ্বরবাদ প্রচার করেছেন তার কিছু বর্ণনা দেবেন (সতর্কবার্তা হিসেবে) ১০) তিনি তার একেশ্বরবাদ বর্ণনাকারী কিছু আদি ধর্মগ্রন্থের উল্লেখ করবেন এবং সেগুলোকে বিকৃত করার কারণে যে আর বিশ্বাস করা যাবে না তা বলবেন ১১) প্রকৃত স্রষ্টার একেশ্বরবাদ বিরোধী প্রচলিত, অপ্রচলিত, পুরাতন, বর্তমান বা ভবিষ্যতের অসংখ্য ধর্মগ্রন্থের নাম তিনি উল্লেখ করবেন না বরং তাকে অবিশ্বাসকারী সকল কিছু সম্পর্কে তিনি বারবার অত্যন্ত কঠিনভাবে সতর্ক করবেন ১২) তিনি তার শেষ ধর্মগ্রন্থ কি তা স্পষ্টভাবে উল্লেখ করবেন ১৩) তিনি তার শেষ ধর্মগ্রন্থে তার শেষ বার্তাবাহকের নাম উল্লেখ করবেন, তার সাথে কথা বলবেন, তার দায়িত্বের কথা বলবেন এবং তাকে সতর্কও করবেন ১৪) স্রষ্টা মানবজাতির কি কি করণীয় তা বারবার এবং স্পষ্টভাবে বলবেন ১৫) স্রষ্টা মানুষের মৃত্যু পরবর্তী জীবনের পরম পুরস্কার এবং কঠিন শাস্তির বর্ণনা দেবেন, বারংবার। এই বৈশিষ্ট্যগুলির সব কয়টিই আমি আল কুরআনে পেয়েছি। আপনিও পাবেন, আল কুরআন পড়ে দেখুন। আর কোন ধর্মগ্রন্থে কি পেয়েছেন? পাবেন না, চাইলে খুঁজে দেখতে পারেন। কিন্ত আর দেরী করবেন না, আল কুরআন পড়তে, আর জগৎ স্রষ্টার শেষ ধর্ম চিনতে। কারণ, মৃত্যুর আগেই স্রষ্টার প্রকৃত ধর্ম গ্রহণ না করলে তিনি আপনাকে ক্ষমা করবেন না। আল-কুরআনের বাংলা অনুবাদের ফ্রী PDF ডাউনলোড করুন: islamhouse.com/bn/books/321625/ আল-কুরআনের অনুবাদ ইন্টারনেটে পড়ার জন্য: www.quran.gov.bd/ ++++++ এই বিশ্বজগতের প্রকৃত স্রষ্টার শেষ ধর্মগ্রন্থের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বলে আপনি মনে করেন? চিন্তা করুন এবং আপনার ধর্মগ্রন্থে তা আছে কিনা মিলিয়ে নিন এই তালিকার সাথে। আল কুরআন পড়ুন আর দেখুন সব বৈশিষ্ট্যই এখানে পাবেন। আর কোথাও পাবেন না। আল-কুরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদের ফ্রী PDF ডাউনলোড করুন: islamhouse.com/bn/books/321625/ আল-কুরআনের অনুবাদ ইন্টারনেটে পড়ার জন্য: quran.ksu.edu.sa

  • @subhadipbhaskar3500
    @subhadipbhaskar35003 жыл бұрын

    Khub sundor.....Ami dhonyo holam...ei kotha sune

  • @lankeshwarmahato8263
    @lankeshwarmahato82633 жыл бұрын

    Darun dada😄 Thank you🙏💕 Jay Sri Ramakrishna 🙏🙏

  • @user-ww4qk6vz6t

    @user-ww4qk6vz6t

    3 жыл бұрын

    Ramkrishna hocche akta mitthe debota🙂

  • @bhabeshsharma9744
    @bhabeshsharma97442 жыл бұрын

    Sotti onek sundor kotha bollen Mon suye gelo radhe radhe

  • @joydeeproy1333
    @joydeeproy13332 жыл бұрын

    🙏🙏🙏 Joy Swamiji Pronam

  • @sabyasachipal9511
    @sabyasachipal95113 жыл бұрын

    অপূর্ব

  • @samarhore5851
    @samarhore58513 жыл бұрын

    নিজ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম যদি থাকে মনের টান, যে ধর্ম শেখায় ভক্তি, ভালোবাসা, সকল ধর্মের রাখে মান। যে ধর্মে নেইকো গন্ডি, নেইকো দলাদলি, আছে শান্তি, আছে পবিত্রতা সেই ধর্মই শ্রেষ্ঠ বলি। সদা যাহার মনে আনন্দ থাকে ভক্তি ভরা প্রাণ, জানিবে, তাহারি হৃদয় মাঝে থাকেন ভগবান।

Келесі