বনী ইসরাইল জাতি ৪০ বছর বন্দী থাকার কারণ| M Hasibur Rahman Bangla New Waz

এ সুরাটির বিভিন্ন আয়াত আমার আম্মার মুখে বহুবার শুনেছি,
তখন হয়তো এতো ভালো ভাবে বুঝিনি, এতো সুন্দর একটি সুরা যার প্রতিটি আয়াত ছন্দময় কারুকার্যে সৌন্দর্য মণ্ডিত! এডিট করার সময় প্রতিটি আয়াত আমার অন্তরকে ছুঁয়ে গেছে!
বিশেষ করে পিতা মাতা প্রতি দায়িত্ব পালন করার আয়াতটুকু যখন শুনি তখন চোখের পানি আটকে রাখতে পারিনি, চিন্তা করিনি কখনোও মাতা-পিতা কে -পিতাকে নিয়ে!
আর যখন অন্তর দিয়ে অনুভব করি তখন তিনি আর পৃথিবীতে বেঁচে নেই!
বনী-ইসরাঈল বা সূরা ইসরা (রাত্রির যাত্রা) (আরবি ভাষায়: سورة الإسراء) মহাগ্রন্থ আল কুরআনের ১৭ তম সূরা, এর আয়াত সংখ্যা ১১১ টি এবং এর রূকুর সংখ্যা ১২ টি। বনী-ইসরাঈল সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা হযরত মুহাম্মাদ (সাঃ) এর মেরাজের কথা, পিতা-মাতার ও আত্মীয়-স্বজনের হক, এতীমদের সম্পর্কে, ওয়াদা করার সম্পর্কে, নামায সম্পর্কে, রূহু সম্পর্কে কুরাইশদের প্রশ্ন, বলা হয়েছে।
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরকে 'ইসরা' বলা হয় এবং সেখান থেকে আসমান পর্যন্ত যে সফর হয়েছে, তার নাম মে'রাজ। ইসরা অকাট্য আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। আর মে'রাজ সূরা নাজমে উল্লেখিত রয়েছে এবং অনেক মুতাওয়াতির হাদীস দ্বারা প্রমাণিত। মে'রাজে গিয়ে হযরত মুহাম্মাদ (সাঃ) তার উম্মতের জন্য প্রথমে পঞ্চাশ ওয়াক্তের নামাজ ফরয হওয়ার নির্দেশ হয়। অতঃপর তা হ্রাস করে পাঁচ ওয়াক্ত করে দেয়া হয়। এ দ্বারা সব এবাদতের মধ্যে নামাজের বিশেষ গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। হরবী বলেনঃ ইসরা ও মে'রাজের ঘটনা রবিউস সানি মাসের ২৭ তম রাত্রিতে হিজরতের এক বছর পূর্বে ঘটেছে। ইবনে কাসেম সাহাবী বলেনঃ নবুওয়ত প্রাপ্তির আঠার মাস পর এ ঘটনা ঘটেছে। মুহাদ্দেসগণ বিভিন্ন রেওয়ায়েত উল্লেখ করার পরে কোন সিদ্ধান্ত লিপিবদ্ধ করেননি। কিন্তু সাধারণভাবে খ্যাত এই যে, রজব মাসের ২৭ তম রাত্রি মে'রাজের রাত্রি।
**সুরা বণী- ইসরাঈল ১০৯ {পারা ১৫} তেলাওয়াতে সিজদার আয়াত **
* নিয়মঃ আয়াত পড়া বা শুনা মাত্র অযু করে পশ্চিম দিকে ফিরে দাড়িয়ে তাকবিরে তাহরীমা বলতে হয় তার পর আল্লাহু আকবার বলে সেজদাতে গিয়ে ৩ তাসবিহ পড়বেন তারপর সোজা ঊঠে দাড়িয়ে শেষ!
হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ ---------------------------------------
এশিয়া উপমহাদেশের বিখ্যাত ▶ ক্বারী শাকীর কাস্মী (পাকিস্তান)
বাংলা অনুবাদ ▶ হাফেজ মুনির উদ্দীন আহমেদ (ডাইরেক্টর আল কুরআন একাডেমী লন্ডন)
অনুবাদে কন্ঠ ▶ সৈয়দ ইসমত তোহা (বাংলাদেশ)
Recorded by:
Alvi Media Center
01884201330
#mhasiburrahman #hasiburrahman #এমহাসিবুররহমান

Пікірлер: 83

  • @neamulislam2114
    @neamulislam21142 жыл бұрын

    অনেক আশা প্রিয় হুজুরের আলোচনা একবার সরাসরি শুনবো আল্লাহ তুমি আমার মনের আশাকে পূরন করে দিও🤲🤲🤲🤲

  • @mohammadshiponahmed7793
    @mohammadshiponahmed77932 жыл бұрын

    হুজুরে ওয়াজ মাহফিল অসাধারণ

  • @motivationalwaztv2140
    @motivationalwaztv21402 жыл бұрын

    অাসসালা মুঅালাই কুম

  • @allahuakbar287
    @allahuakbar2872 жыл бұрын

    মাশা আল্লাহ,, আলহামদুলিল্লাহ

  • @mdrafique7836
    @mdrafique78362 жыл бұрын

    মাশাল্লাহ অসাধারণ আলোচনা

  • @mdrakib5487
    @mdrakib54872 жыл бұрын

    মাশা-আল্লাহ অনেক সুন্দর বয়ান

  • @HabibKhan-iq8yu
    @HabibKhan-iq8yu2 жыл бұрын

    ভালোবাসি হুজুর অনেক ভালোবাসি আপনাকে আপনার প্রতিটি জুমার খুতবা আপনার সামনে বসে শুনি

  • @rozinazmun8628
    @rozinazmun86282 жыл бұрын

    Mashaa'Allah. Always the best 🌙

  • @jannatmim8294
    @jannatmim82942 жыл бұрын

    আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় শায়েখ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন। হে আল্লাহ আপনি গোটা বিশ্বের মজলুম মুসলিম জাতিকে রক্ষা করুন। গোটা বিশ্বের মধ্যে যতগুলো আলেম আছে সব আলেমদের কে হেফাজত করুন। কারণ আমরা ছাড়া তো আপনার অনেক গোলাম আছে কিন্তু আপনি ছাড়া আমাদের কোন মাবুদ নেই। আপনি ছাড়া আমাদের কোন সাহায্যকারী নাই আপনিই উওম ফায়সালাকারী।🤲🤲

  • @abuhanif1949
    @abuhanif19492 жыл бұрын

    মাশাল্লাহ্ 💟

  • @mohammadahidul8946
    @mohammadahidul89462 жыл бұрын

    মাশা-আল্লাহ

  • @SohelRana-tv7ij
    @SohelRana-tv7ij2 жыл бұрын

    মাশাআল্লাহ অনেক সুন্দর বয়ান

  • @hedayettv7089
    @hedayettv70892 жыл бұрын

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! মাশাআল্লাহ প্রিয় শায়েখ আপনাকে অতিশীঘ্রই মাঠে ময়দানে দেখতে চাই জিহাদ করে বাঁচতে চাই সত্যিই আমরা এখন নেতৃত্ব শূন্য হয়ে গেছি প্রিয় শায়েখ আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই

  • @jakirhussain2170
    @jakirhussain21702 жыл бұрын

    চমৎকার আলোচনা অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ 🌷

  • @SaddamHossain-uz8uh
    @SaddamHossain-uz8uh2 жыл бұрын

    মাশা আল্লাহ খুব শুন্দর আলোচনা 🇮🇳

  • @allahmediacentre1957
    @allahmediacentre19572 жыл бұрын

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ

  • @user-yx8gr4wh4q
    @user-yx8gr4wh4q

    মাশাআল্লাহ খুব চমৎকার আলোচনা করলেন প্রিয় হুজুর কে মোবারক বার জানাই

  • @halimahalima6476
    @halimahalima64762 жыл бұрын

    আল্লাহর তায়া’লা বলেন - ‘অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমে লিপ্ত ছিল’ (সূরা ইউনুস ১০-১৩) হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা-২ বাকারা, আয়াত: ১৫৩ রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন। অবশেষে তাকে এমনভাবে পাকড়াও করেন যে, সে আর ছুটে যেতে পারে না’ (বায়হাকি-৬/৯৪; বুখারি-৪৬৮৬; মুসলিম-২৫৮৩)।আমাদের মতামতে কিছু যায় আসে না তবে আল্লাহর তায়া’লা বলেন - ‘অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমে লিপ্ত ছিল’ (সূরা ইউনুস ১০-১৩) হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা-২ বাকারা, আয়াত: ১৫৩ রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন। অবশেষে তাকে এমনভাবে পাকড়াও করেন যে, সে আর ছুটে যেতে পারে না’ (বায়হাকি-৬/৯৪; বুখারি-৪৬৮৬; মুসলিম-২৫৮৩)।

  • @zihaadahmed1870
    @zihaadahmed18702 жыл бұрын

    মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বুঝার তাওফিক দান করুক।

  • @aminruhel1724
    @aminruhel17242 жыл бұрын

    Assalamu alaikum.Apnake onek onek donnobad quraner banigula sundorvabe tule dorar jonno. Sabdane takben ja dinkal porse . May Allah bless u ❤️

Келесі