No video

বহুব্রীহি - পর্ব ১৪ | হুমায়ূন আহমেদ | ধারাবাহিক নাটক | Bahubrihi - Episode 14 | Humayun Ahmed

ধারাবাহিক নাটক
“বহুব্রীহি” - পর্ব ১৪
রচনা ও চিত্রনাট্য: হুমায়ূন আহমেদ
অভিনয়ে: আবুল হায়াত, আলী যাকের, আলেয়া ফেরদৌসী, আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন,
লুৎফুন নাহার লতা, রেহনুমা তারান্নুম, তোরসা, নাহিদ জামান, মাহমুদা খাতুন, আফজাল শরীফ,
আবুল খায়ের, দীপা ইসলাম, নজমুল হুদা, মো মোহসিন, ইমদাদুল হক, ডলি, মনুশীল
সূচনা ও আবহ সংগীত
খোন্দকার নূরুল আলম
প্রযোজনা: বাংলাদেশ টেলিভিশন
______________________________________________________________
বহুব্রীহি ধারাবাহিক নাটক হিসেবে বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক ভাবে সম্প্রচারিত হয়। এ ব্যাপারে হুমায়ুন আহমেদ বলেছিলেন, "আমার নাটক এবং সিনেমার গল্পটা আগে লেখি। সেখান থেকে চিত্রনাট্য তৈরি করে নাটক বা সিনেমা বানাই। একমাত্র ব্যতিক্রম বহুব্রীহি। আগে নাটক বানিয়ে সেখান থেকে উপন্যাস লেখা।"
ধারাবাহিকটিতে অভিনয় করেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফরনাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফ প্রমুখ। ধারাবাহিকটি বিপুল দর্শক সমাদর লাভ করে, এবং হাসির ধারাবাহিক হিসাবে আজও জনপ্রিয়। নাটকটির প্রযোজক ছিলেন নওয়াজিশ আলি খান।
_________________________________________
Serial drama
"Bahubrihi" - Episode 14
Essay and screenplay: Humayun Ahmed
Starring: Abul Hayat, Ali Zaker, Aleya Ferdousi, Asaduzzaman Nur, Afzal Hossain,
Lutfun Nahar Lata, Rehnuma Tarannum, Torsa, Nahid Zaman, Mahmuda Khatun, Afzal Sharif,
Abul Khair, Deepa Islam, Nazmul Huda, Md. Mohsin, Imdadul Haque, Dolly, Manushil
Introductory and background music
Khandaker Nurul Alam
Production: Bangladesh Television
____________________________________________
All Rights Reserved © Bangladesh Television
#বহুব্রীহি #BangladeshTelevision

Пікірлер: 389

  • @mahfuzshawon364
    @mahfuzshawon364 Жыл бұрын

    পারিবারিক বন্ধন কি মধুর❤️ প্রতিবেশীর প্রতি কি সুন্দর আচরণ❤️ কাজের লোকদের সাথে কত ভালো ব্যবহার❤️ কত কিছু শেখার আছে😍

  • @tauhidultamal7048
    @tauhidultamal70482 жыл бұрын

    কি অদ্ভুত , অসাধারণ. আলী জাকের এর মামা চরিত্রটি লিজেন্ড পর্যায় তুল্য.

  • @minachowdhury8182
    @minachowdhury81822 жыл бұрын

    বাংলা ভাষার কি চমৎকার প্রয়োগ❤️❤️ এখনকার নাটকের ভাষা শুনলে বমি আসে।

  • @SAIFULISLAM-hh2cq

    @SAIFULISLAM-hh2cq

    Жыл бұрын

    আপনি একজন রুচিসম্মত মানুষ ভাই

  • @121l

    @121l

    Жыл бұрын

    একদম ঠিক।

  • @Ahbabambia
    @Ahbabambia2 жыл бұрын

    স্যার হুমায়ূন বাঙালির আবেগ ১০০% আয়ত্ত করেছিলেন।

  • @mdranaahmed4544
    @mdranaahmed45442 жыл бұрын

    চারদিকে রঙ্গিন নাটকের ছড়াছড়ি মাঝে সাদাকালো যুগের নাটক গুলাই সেরা। ঐ পাড়ে ভালো থাকুক গল্পের জাদুকর।

  • @alifmahmudapu1110
    @alifmahmudapu11102 жыл бұрын

    আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, আফজাল শরীফ দারুণ আবিষ্কার হুমায়ন আহমেদ স্যার।

  • @sayedashrafulalam9172
    @sayedashrafulalam91722 жыл бұрын

    ২৫ বছর পর আবারও দেখছি।কি অসাধারণ। একটুও বোরিং লাগছে না।নস্টালজিক হয়ে পড়ছি। ধন্যবাদ আপনাকে হুমায়ুন স্যার আপনাকে।

  • @mdfaisalsajib3528

    @mdfaisalsajib3528

    2 жыл бұрын

    নাটকটা কত সালের?

  • @Faysal007

    @Faysal007

    Жыл бұрын

    @@mdfaisalsajib3528 ১৯৮৮

  • @fakrulislamnahid6471
    @fakrulislamnahid64713 жыл бұрын

    এই নাটক গুলোর সৌন্দর্য হচ্ছে,কারো হাতে মোবাইল নেই।

  • @ArifulIslam-zj4ow

    @ArifulIslam-zj4ow

    2 жыл бұрын

    অনেক দামি কথা ভাই

  • @kazishafiq5386

    @kazishafiq5386

    2 жыл бұрын

    আসলে এ নাটক যে সময় তৈরী হয়ে ছিলো তখন মোবাইল ছিলোনা। তবে সেবা টেলিকমের লম্বাটে রেডিও সেট ছিলো।

  • @faisalsthought

    @faisalsthought

    2 жыл бұрын

    কিন্তু এই নাটক আমরা যেই দেখসি সবার হাতেই মোবাইল আছে।

  • @rajibmitra3092

    @rajibmitra3092

    2 жыл бұрын

    মূল্যবান কথা বলছেন

  • @angzzab8227

    @angzzab8227

    2 жыл бұрын

    @@faisalsthought আপনার কথাই যথার্থ। হাতে মোবাইলটা কার কারনে কিন্তু আমরা এই নাটকগুলো দেখতে পাচ্ছি। ☺️

  • @naeemurrahman770
    @naeemurrahman7703 ай бұрын

    এতো চমৎকার একটা নাটক! অথচ আমি এতোদিন জানতামও না। বইটা পড়েছিলাম অনেক আগে। কিন্তু নাটক আছে জানতাম না। নির্মাতা এবং অভিনয় শিল্পিদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা। 💜❤️💙

  • @abbasuddinahmed2631
    @abbasuddinahmed26312 жыл бұрын

    সবচেয়ে ভালো লাগে পরিবারের সবগুলো মানুষই মানবিক গুন সম্পন্ন।যেমন গল্প তেমনি প্রত্যেকের চরিত্র খুব উত্তম ভাবে ফুটিয়ে তুলেছেন।

  • @napmixchannel554
    @napmixchannel5542 жыл бұрын

    আমার সবচেয়ে প্রিয় নাটক এটি,,, ইদানিং অনেকবার দেখেছি, যত দেখি ততই ভালো লাগে,, অসাধারণ,,, আমার জীবনে এমন ধারাবাহিক নাটক দেখেছি বলে মনে হয়না,,

  • @mohammedrobel5458
    @mohammedrobel54582 жыл бұрын

    নিশা আর টগর খুব কিউট। দুইজনকেই বেশ ভালো দেখাচ্ছে❤️❤️

  • @farukhosain3051
    @farukhosain30512 жыл бұрын

    নিশার কথা শুনে তো অবাক 😁😁😁 বাবা আমার না বিয়ে করতে ইচ্ছে করছে, টগরেও ইচ্ছে করছে লজ্জায় পাচ্ছে তো তাই আসতে চাচ্ছে না 😁😁 পাকনা দুই টা😁😘😘

  • @livedk93
    @livedk935 жыл бұрын

    ডাঃ এর অভিনয় সে সফল। আফজল তার চরিত্র এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে সেটা বেশ কষ্টসাধ্য বটে।

  • @user-xb5yf5vf1v

    @user-xb5yf5vf1v

    4 жыл бұрын

    @@siamsarker881 সত্য...👍

  • @adilshah4863

    @adilshah4863

    3 жыл бұрын

    @@siamsarker881 তবে চরিত্রটা আফজাল সাহেবের পছন্দ হচ্ছিল না। দিনদিন তিনি বিরক্ত হচ্ছিলেন। তিনি আর এই নাটকে অভিনয় করতে চাচ্ছিলেন না। যার কারণে বিয়ের শ্যুটিং এর পর স্ক্রিপ্টের কিছু অংশ পরিবর্তন করা হয়েছিল। হুমায়ুন আহমেদ তার একটা বইয়ে এটা উল্লেখ করেছিলেন

  • @tazbirahmed5155

    @tazbirahmed5155

    3 жыл бұрын

    @@adilshah4863 kintu vi Ami onno ekta story jani. Doctor character ta khub fool. Ei karone dhakar doctor ra naki ninda janiesilo. Beparta doctor der posondo hoy ni. Ei karoney naki humayun Ahmed character ta remove kore disilo. Ata Ami arek director ashfaque Nipun er ekta interview te shunsi. Chaile bdproperty er KZread channel e ashfaque Nipun er interview ta dekhte paren

  • @fahadahmed1776

    @fahadahmed1776

    3 жыл бұрын

    kaul abal bola thik na

  • @mahirhassan9022

    @mahirhassan9022

    3 жыл бұрын

    @@tazbirahmed5155 thiki bolsen

  • @abiradib6101
    @abiradib61013 жыл бұрын

    হুমায়ূন স্যার মত লেখক বার বার আসেনা। ভালো থাকবেন ওপারে, আল্লাহ মহান।

  • @siamahmad1773
    @siamahmad1773 Жыл бұрын

    আবুল হায়াতের মতো বটবৃক্ষ আমাদের এই সমাজে বড়ই প্রয়োজন😢😢😢

  • @Humayra-is8pu

    @Humayra-is8pu

    6 ай бұрын

    আমাদের বাসায় একজন বটবৃক্ষ আছেন আমার শশুর বড্ড ভালো মানুষ আলহামদুলিল্লাহ 😊

  • @elizakhanraha9693
    @elizakhanraha96933 жыл бұрын

    সবচেয়ে বড় কথা সবাই ন্যাচারাল বিউটি! কথা ভঙ্গি সব মিলেয়ে অসাধারণ

  • @thehuman5124
    @thehuman51243 жыл бұрын

    19:10 পিচ্চি শিলা আহমেদকে দেখতে পাওয়া আমার মন ❤️❤️

  • @mehrabhaque5253

    @mehrabhaque5253

    Жыл бұрын

    আমিও দেখেছি

  • @user-do2os3et8k

    @user-do2os3et8k

    8 ай бұрын

    ​@@ewwwhoAche ekta baccha meye bhalo kore dekhen

  • @rasheduzzamanripon3325

    @rasheduzzamanripon3325

    6 ай бұрын

    আমিও দেখেছি||

  • @rasheduzzamanripon3325

    @rasheduzzamanripon3325

    6 ай бұрын

    ​@@ewwwho19:11 dekhen

  • @hasanmiah5834
    @hasanmiah58344 жыл бұрын

    অসাধারণ আবুল খায়ের সাহেব । ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। দঃদিনাজপুর জেলার বেনাইল গ্রাম থেকে। ১৩/০৪/২০২০

  • @AbdurRazzak-ih5lu
    @AbdurRazzak-ih5lu3 жыл бұрын

    রঙ্গিন দশকে সাদাকালো এক পিস মাস্টার পিস ছিলো বটে।কতটা অসাধারণ লেখক হলে এমন এক একটা চরিত্র তৈরি করতে পারেন স্যার হুমায়ুন আহমেদ তা বলার অপেক্ষা রাখে না।

  • @shakilahmed-iv1jj
    @shakilahmed-iv1jj2 жыл бұрын

    কাদের ইয়েস স্যার কফি কামিং স্যার অসাধারন ডায়লগ।

  • @user-iq2si6hf9u

    @user-iq2si6hf9u

    4 ай бұрын

    কফি বানাইলে দাগ দিবো কেটা স্যার?

  • @aymanfariha1752
    @aymanfariha1752 Жыл бұрын

    আফজাল স্যার যদি এখন কার ইয়াং হতো তাহলে আমি ওনার প্রেমে পড়তাম... কি সুন্দর ☺

  • @siamahmad1773

    @siamahmad1773

    Жыл бұрын

    কি দেখে? যদি একটু বলতেন😊

  • @sodoorschowmuhani6677

    @sodoorschowmuhani6677

    7 ай бұрын

    Paka aam ki lok a khai na..

  • @mdenamulhaque646
    @mdenamulhaque6462 жыл бұрын

    কতটা নিখুঁত এতটা সুন্দর অভিনয় হতে পারে এই নাটকটি না দেখলে বোঝা যেত না অসাধারণ অভিনয় সকলের

  • @sayedislam9906
    @sayedislam99063 жыл бұрын

    এই পরিবারটা জতো দেখছি এতোই ভালো লাগছে, সুন্দর একটা পরিবার

  • @brishtytaslimul9507
    @brishtytaslimul95073 жыл бұрын

    নিশা আর টগর দুইজনকে এত্তো সুন্দর দেখাচ্ছে 😍😍😍😍

  • @completegaming5028

    @completegaming5028

    3 жыл бұрын

    ekdooooooooommmm.....😍

  • @themprifat7542
    @themprifat75422 жыл бұрын

    আলী যাকের সাহেব অন্যন্য🇧🇩👌👌

  • @habibapriya1263
    @habibapriya1263 Жыл бұрын

    আগের বিটিভিতে অভিনয় করতে হলে মনে হয় শুদ্ধ বাংলায় কথা বলবার কোর্স করতে হত।কি সুন্দর,শুদ্ধ,সাবলীল বাংলা উচ্চারণ।ইচ্ছে করে নতুন করে বাংলা টা রপ্ত করে চর্চা করি

  • @SharminSultana-22
    @SharminSultana-223 жыл бұрын

    হুমায়ুন আহমেদ স্যারের সব ধারাবাহিকে একটা পাগলামি লক্ষ্য করা যায়।আর এই পাগলামি অনেক উপভোগ করি। ওপারে ভালো থাকবেন গল্পের জাদুকর।

  • @alifmahmudapu1110
    @alifmahmudapu11102 жыл бұрын

    কথার জাদুকর লিজেন্ড হুমায়ন আহমেদ 🙏🙏♥️♥️🙏🙏

  • @saifulislamrifat5318
    @saifulislamrifat53182 жыл бұрын

    ডাক্তার টাকে আগেই বলা হয়েছিল না বলতে শিখুন। জরুরি কাজ না বলে বিয়ে বললে কি দোষ হতো।

  • @LunaticFolk
    @LunaticFolk Жыл бұрын

    "সেজেগুজে অফিসে আসবেন না এটা অফিস বিয়েবাড়ি নয়"🤣😄

  • @riyazhawlader9688
    @riyazhawlader96882 жыл бұрын

    আনিছ সাহেবের বাচ্চা দুটো সত্যি অসাধারণ সুন্দর।।

  • @MuzahidKhanRafi
    @MuzahidKhanRafi3 жыл бұрын

    19:11 Shila Ahmed..so cute

  • @shamimaislam7142
    @shamimaislam7142 Жыл бұрын

    হলুদের অনুষ্ঠানে পিচ্চি মেয়েগুলোর মধ্যে শীলা আহমেদও আছে 🥰

  • @the-ft5ji
    @the-ft5ji5 жыл бұрын

    প্রতিটা সেকেন্ড খুব ভালো লেগেছে।।।

  • @MdMilon-im2dh
    @MdMilon-im2dh2 жыл бұрын

    এই নাটকগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় সেই দিনগুলো অনেক ভালো ছিল

  • @sayedahmed5765
    @sayedahmed57652 жыл бұрын

    তখন হত নাটক, আর এখনকার বেশিরভাগ গুলি নাটকের নামে কলংক।

  • @tanjirahammedemon304
    @tanjirahammedemon3043 жыл бұрын

    দিন দিন নাটকের প্রতি ভালোলাগা বেড়েই চলছে, বেড়েই চলছে।

  • @Amjadmridha..
    @Amjadmridha.. Жыл бұрын

    এ-ই নাটক দেখা মানি নিজেকে পরিবর্তন করা। এবং পরিবার পরিকল্পনা সময় দেওয়া এবং ভালো বাসা। 👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦🥰🥰🙏🙏🙏

  • @saifur_sabit8330
    @saifur_sabit83303 жыл бұрын

    পুতুল রে সুন্দর লাগে। বেশ মায়াবি 🖤🥀

  • @ashaduzzaman9455
    @ashaduzzaman94552 жыл бұрын

    এই নাটকে চরিত্র গুলো অসাধারণ এছাড়া বই পড়ার যে একটা অভ্যাস তা ফুটে তোলা হয়েছে

  • @md.mojibarrahman5137
    @md.mojibarrahman51372 жыл бұрын

    নাটকে অনেক শিক্ষার আছে যা বর্তমানের নাটকে নাই।

  • @nashrah6197
    @nashrah61975 жыл бұрын

    লাকি এনাম ❤ "কোথাও কেউ নেই" এর লতিফা মামির চরিত্রে ছিল। এশা চরিত্রে দেখে খুব ভালো লাগছে ❤

  • @user-xb5yf5vf1v

    @user-xb5yf5vf1v

    4 жыл бұрын

    সত্য...👍

  • @fahmidatanjim4094

    @fahmidatanjim4094

    2 жыл бұрын

    উনাকে দেখার পর থেকে ভাবছিলাম আগে তাঁকে কোথায় দেখেছি।আপনার কমেন্ট দেখে মনে পড়লো।অসংখ্য ধন্যবাদ 🥰।

  • @mohammadmozammelhoque8312

    @mohammadmozammelhoque8312

    2 жыл бұрын

    আজ রবিবার এর বড় আপা

  • @Banglarboichitro-sl8fk

    @Banglarboichitro-sl8fk

    Жыл бұрын

    কোথাও কেউ নাটকে হচ্ছে মামীর চরিত্রে অভিনয় করেছে লতিফা নামে নক্ষত্রের রাতে রেনুমা নামে অভিনয় করেছে সেখানে সে বড় বোন ছিল

  • @yeasinarafat8614
    @yeasinarafat86142 жыл бұрын

    আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, আসুন আমরা কথা বলার শুরুতে সালামে প্রচলোন করি একটা সুন্নত জিন্দা করি, আর যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত السلام عليكم ورحمة الله ১২/৯/২০২১

  • @karina_sentwinter_torealworld
    @karina_sentwinter_torealworld2 жыл бұрын

    বাবা আমার না বিয়ে করতে ইচ্ছে করছে 🥰 কিউটের ডিব্বা ❤️❤️❤️

  • @prosenjitmondal3760

    @prosenjitmondal3760

    Жыл бұрын

    টগরের ও বিয়ে করতে ইচ্ছা করছে😁

  • @saddamhossein3905
    @saddamhossein39053 жыл бұрын

    ছোট শীলা কে দেখা গেলো, ছোট ম্যাডাম কিন্তু আমাদের বড়

  • @faridaparvin3113

    @faridaparvin3113

    3 жыл бұрын

    শিলার বয়স এখন চল্লিশ ।

  • @siamahmad1773
    @siamahmad1773 Жыл бұрын

    এক্ষুনি বিয়ে হবে। সে সুযোগ আপনি পাবেন না।এটার মধ্যে সুন্দর একটা ভালোবাসা লুকিয়ে আছে। ভালোবাসার মানুষটিকে হাতছাড়া না করার একটা অভিপ্রায়। 🥰🥰🥰🥰

  • @rumanarumi100
    @rumanarumi1003 жыл бұрын

    বাবা আমার না বিয়ে করতে ইচ্ছে করছে😂😂😂😂😂

  • @titumirprodhan6633

    @titumirprodhan6633

    2 жыл бұрын

    ভালো

  • @karimaahmed812
    @karimaahmed8123 жыл бұрын

    ডাক্তারী পেসা খুব মহতের। কিন্ত বাস্তব চিত্র কিছু ডাক্তার আছে কসাই

  • @jannatulmahii
    @jannatulmahii2 жыл бұрын

    এশা আর মিলির চেহারা দেখতে কিচ্ছু টা একরকম মনে হচ্ছে

  • @ahmedmorshed6194

    @ahmedmorshed6194

    2 жыл бұрын

    আমি প্রথমে ভেবেছিলাম মিলি একাই দুইটা পার্ট করে

  • @bhaiyaarischool631
    @bhaiyaarischool6313 жыл бұрын

    নিশ্চিন্ত মনে ঢুকে পরেন মানুষ ভাল

  • @sogoodmuziek
    @sogoodmuziek2 жыл бұрын

    আমি ভাবছিলাম ডাক্তার সাহেবের গল্প 'কোথাও কেউ নেই' নাটকের মামুন সাহেবের মত শেষ হবে।

  • @nusaibaliya1129
    @nusaibaliya1129 Жыл бұрын

    Oh our god ১৯ মিনিটের পর সবাই ভালোভাবে খেয়াল করে দেখবেন গায়ে হলুদের অনুষ্ঠানে শিলা আহমেদ ও ছিলো।অনেক পিচ্চি আমি ওনাকেই খুজঁছিলাম কারন অনেকগুলো পিচ্চি মেয়ে নিয়েছে স্যার নিশ্চয়ই ওনার মেয়েদের কেও নিয়েছিলেন।ওমা হঠাৎ দেখি যা ভেবেছি তাই।২৩মিনিট থেকে কিছু সেকেন্ড আবার শিলা আহমেদকে দেখিয়েছে বাজনা বাজানোর সময় টগর আর নিশার পাশে যে দুইটা বাচ্চা ছিলো তাদের মধ্যে একজন।সেও প্রায় নিশার বয়সী।

  • @abdulahadshadhin4978
    @abdulahadshadhin497814 күн бұрын

    পরামর্শদাতা, অফিসের পরিচালক, আবার তারও সেক্রেটারি, একজন দারোয়ান। অস্থির❤️❤️❤️❤️😁

  • @mdmazharulislam794
    @mdmazharulislam7944 жыл бұрын

    How glamorous lucky inam was!!! Didn't realized then since was watching in b&w tv.

  • @sharminaktharrina2709
    @sharminaktharrina270916 күн бұрын

    স্যারের নাটক টেনে দেখা যায় না।পুরোটাই দেখতে হয়।এতো সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন। বিনোদনে মন ভরে যায়। সবার অভিনয় খুব ভালো। পুরো টিমকে ধন্যবাদ।

  • @tanvirrahman6526
    @tanvirrahman65262 жыл бұрын

    এই নাটকগুলো মানুষের ভিতরে মনুষ্যত্ব তৈরি করে।

  • @user-dq6pt4dj7c

    @user-dq6pt4dj7c

    11 ай бұрын

    হুম ঠিক বলেছেন আপনি

  • @afiafarzanalubna7837
    @afiafarzanalubna78372 жыл бұрын

    Baba Amar na biye korte iccha korche..😁. Ai part ta onk Valo chilo..

  • @mosharrafclip4533
    @mosharrafclip45332 жыл бұрын

    হুমায়ুন স্যার যদি বেচে থাকতেন তাহলে.... এখনকার পরিচালকরা তার নাটকের দর্শক থাকতো...........!

  • @upcomingsmartphone8734
    @upcomingsmartphone87342 жыл бұрын

    2য় বার দেখা শুরু করেছি। অন্য নাটকে মজা পাই না

  • @silviatasnim5253
    @silviatasnim52533 жыл бұрын

    এই পর্বে ছোট্ট শিলা আহমেদ কে দেখলাম😍

  • @foysolurrahman6311

    @foysolurrahman6311

    3 жыл бұрын

    কোথায়

  • @shiponreza3994

    @shiponreza3994

    2 жыл бұрын

    19:11 te

  • @rafiuYT
    @rafiuYT3 жыл бұрын

    শীলাকে দেখলেন কেউ? গায়ে হলুদে😍

  • @tanjirahammedemon304

    @tanjirahammedemon304

    3 жыл бұрын

    আমি দেখেছি

  • @fahimashraf9717

    @fahimashraf9717

    2 жыл бұрын

    Haa

  • @blackbutterfly6973
    @blackbutterfly69732 жыл бұрын

    ২০২১ এ এসে এখনো দেখি।।কি ছিলো আগে🥰🥰🥰🥰

  • @iffatsharminislam7978
    @iffatsharminislam79782 жыл бұрын

    Jekono manusher jonno family ekta onk boro issue... doctor hoyto doctor hishabe khubi valo,kintu je meyeti bier monche tar jonno opekha korechilo,tar kothata kintu age vaba uchit chilo... usually eshob manush personal life e careless hoy

  • @shahnajbegum4371
    @shahnajbegum43712 жыл бұрын

    অসাধারণ স্যারের সৃষ্টি অসাধার বললে ভুল হবে সত্যিই অসাধারণ সবার অভিনয়❤️❤️❤️

  • @skscorporation9534
    @skscorporation95342 жыл бұрын

    আবুল খায়ের একজন অসাধারণ অভিনেতা!

  • @RakibulHasan-wn6gt
    @RakibulHasan-wn6gt2 жыл бұрын

    কি দারুণ সব সংলাপ আহা🥰

  • @mahmudasumi7043
    @mahmudasumi70433 жыл бұрын

    নিশার বিয়ে করতে ইচ্ছে করছে 😅😅

  • @rashidanasrinsucky2991

    @rashidanasrinsucky2991

    Жыл бұрын

    Amar baba r ek friend er meye khala r bie dekhe eshe bole tar o bie korte iccha kortese. Nani r kase jante chailo tar bie te ki ki jewelry dibe.

  • @elizakhanraha9693
    @elizakhanraha96933 жыл бұрын

    এতো সুন্দর পরিবার কি আছে

  • @mirzarezvi8130
    @mirzarezvi81302 жыл бұрын

    Last dialogue is inspiring for humanity......

  • @mumtahinatami2575
    @mumtahinatami25753 жыл бұрын

    Ki cute baccha meye nisha khub sundor lagce😍😍

  • @gmnahin
    @gmnahin2 жыл бұрын

    Biswas( বিশ্বাস ) Drama upload den please??Sutobelar khubi favourite ekta TV show...

  • @sayemlaskor276
    @sayemlaskor2762 жыл бұрын

    ডাঃএর চরিত্র খুব ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন।

  • @rejwanhossain4094

    @rejwanhossain4094

    2 жыл бұрын

    100%

  • @tasnimbelayet8814
    @tasnimbelayet88143 жыл бұрын

    শিলা আহমেদ আর বিপাশা আহমেদ দুইজন ই এই নাটকে আছে

  • @intezarashuverthy4100

    @intezarashuverthy4100

    3 жыл бұрын

    কোথায়?

  • @RabiulIslam-xw5kr

    @RabiulIslam-xw5kr

    Жыл бұрын

    @@intezarashuverthy4100 19:11 minute e

  • @yeaminmir392
    @yeaminmir3923 жыл бұрын

    পুতুল কে অনেক ভাল লাগে🥰🥰🥰

  • @shikhaakter7369
    @shikhaakter7369 Жыл бұрын

    বাবা আমার বিয়ে করতে ইচ্ছে করছে্🤣🤣 কি কিউট করে কথা বলে।

  • @saberhossain5966
    @saberhossain5966 Жыл бұрын

    এটা একটু বেশি বারাবাড়ি হয়ে গেলো না কারো অপারেশনের জন্য নিজের বিয়ে করতে পারলো না সব বন্দ বেবস্থার পর।

  • @PiyaIslam-jr4eg
    @PiyaIslam-jr4egАй бұрын

    এই সময় এসেও আমি সেই পুরোনো দিনের নাটক দেখে আনন্দ পাই

  • @whitehouse2024
    @whitehouse20248 ай бұрын

    বড় ইচ্ছে এমন একটি সুন্দর নাটক লিখি!!😊❤

  • @user-qw5tc1mq9c

    @user-qw5tc1mq9c

    7 ай бұрын

    শাপর্ট করলা ভাই

  • @mashback
    @mashback2 жыл бұрын

    Eirokom natok aro chai.. just raw 💚

  • @mahfuzshawon364
    @mahfuzshawon3643 жыл бұрын

    এই পর্বে শিলা আহমেদ আছে।একদম পিচ্চি।

  • @aklimaislamtabassum9508
    @aklimaislamtabassum95082 жыл бұрын

    আগের দিন গুলো কি সুন্দর ছিল

  • @anjeranikanur4964
    @anjeranikanur49648 ай бұрын

    শিলা আহমেদ এই নাটকে কত ছোট 😍❤️

  • @NusratJahan-td2qi
    @NusratJahan-td2qi2 жыл бұрын

    বাবা আমার না বিয়ে করতে ইচ্ছে করছে😂খুব বেশি ইচ্ছে করছে? হুম! বাবা টগরেরও না বিয়ে করতে ইচ্ছে করছে😁

  • @lemonhossain9941
    @lemonhossain99412 жыл бұрын

    কি এক ঝামেলায় পড়লাম আঞ্চলিক ভাষা মুখ দিয়ে বের হচ্ছে না আর নিজের মধ্যে শুধু কবি কবি ভাব চলে আসছে।।

  • @thetanxi5901
    @thetanxi59015 жыл бұрын

    ei natok golo dekhe afsos hoi bortoman natok golo dekhe

  • @user-xb5yf5vf1v

    @user-xb5yf5vf1v

    4 жыл бұрын

    সত্য...👍

  • @shuvomohontobishnu7917
    @shuvomohontobishnu79179 ай бұрын

    কোথাও কেউ নেই, বহুব্রীহি, আজ রবিবার।। নাটকের ক্যাটাগরিগত কিছু মিল রয়েছে।

  • @naimabanna1195
    @naimabanna11955 жыл бұрын

    wow shila ahmed looking so cute in yellow sarii...😍😍 (19:11)

  • @rezwanakabir4013

    @rezwanakabir4013

    5 жыл бұрын

    SB Banna Sultana shila ahmed k to chinte parchina!!!

  • @naimabanna1195

    @naimabanna1195

    5 жыл бұрын

    shila ahmed humayun ahmed er mejho meye... ai episode er (19:11) mnt e yellow sari te baccha meyeta..

  • @cynicalidealist632

    @cynicalidealist632

    4 жыл бұрын

    Came here to write the same comment! She has always been cute 😍

  • @MQRahman

    @MQRahman

    4 жыл бұрын

    Kheyal korini. Apnar comment ta chokhe na porle hoyto r kheyal o hoto na.

  • @shariarprince1940

    @shariarprince1940

    4 жыл бұрын

    Great eye

  • @nasirshah9417
    @nasirshah9417 Жыл бұрын

    বাহ অপুর্ব সবার অভিনয় মনের মধ্যে থাকবে আহ কি সুন্দর

  • @superherokunjoneer6586
    @superherokunjoneer65864 жыл бұрын

    Nice

  • @farhanachowdhory8769
    @farhanachowdhory87693 жыл бұрын

    Please upload all episodes of ami, tumi, shey by Humayun Ahmed

  • @afiafarzanalubna7837
    @afiafarzanalubna78372 жыл бұрын

    Natok ta onk sundor.

  • @sajjadhossain3525
    @sajjadhossain35254 жыл бұрын

    nise natok

  • @selfishkhanjahan6122
    @selfishkhanjahan61224 жыл бұрын

    সবচেয়ে বড় মজার ব্যাপর হলো যে 2020 সালে আমিই কেবল এই মজার নাটক দেখছি আর কেউ নয়।

  • @saikathasan4643

    @saikathasan4643

    4 жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @user-xb5yf5vf1v

    @user-xb5yf5vf1v

    4 жыл бұрын

    👎

  • @mdasad7945

    @mdasad7945

    3 жыл бұрын

    আমরা আছি বুঝলেন

  • @saddamhossein3905

    @saddamhossein3905

    3 жыл бұрын

    আপনার কথা শুনে বুঝা ঝাই আপনি বাড়ি উল্লা আর আমরা যারা দেখছি তা ভাড়াটিয়া।

  • @muradzaman6841

    @muradzaman6841

    2 жыл бұрын

    January 2022!

  • @sadekulislam8468
    @sadekulislam84682 жыл бұрын

    2022 এ কে কে দেখছেন, হাত তুলুন।

  • @alimransojib9361
    @alimransojib93617 ай бұрын

    নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ অত্যন্ত সুন্দর ভাবে নাটকের চরিত্র গুলো কে ফুটিয়ে তুলেছেন।

  • @ayeshakhatun542
    @ayeshakhatun542 Жыл бұрын

    আহ্ নাটক😅🥰🥰🥰সব কিছু ভুলিয়ে দেয় 😇

  • @NahidMedia

    @NahidMedia

    Жыл бұрын

    Right

  • @nurulmd1302
    @nurulmd13022 жыл бұрын

    Mama No 1😍😍

  • @tapanpaul1522
    @tapanpaul15226 жыл бұрын

    Nostalgic :(

  • @mdsuman5482
    @mdsuman54822 жыл бұрын

    আবুল হায়াত স্যার, আসাদুজ্জামান নূর স্যার, আলি যাকের স্যার । আমার খুব পছন্দের অভিনেতা ❤️❤️ আমি এইসব ধরনের নাটক দেখার পর আমার অন্তের অনেক প্রশান্তি পাই!

Келесі