বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ দ্রুতই শুরু হচ্ছে

বগুড়াসহ এ অঞ্চলের মানুষদের বহুল প্রতীক্ষিত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ দ্রুতই শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের সর্বশেষ পর্যায়ের কাজ চলছে। রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন শনিবার (২৩ এপ্রিল) এই প্রকল্পের বগুড়া ও সিরাজগঞ্জ অংশের এ্যালাইমেন্ট ও প্রস্তাবিত নতুন রেলজংশন পরিদর্শনকালে জানান, এর বাস্তবায়ন কাজ চলতি বছরের শেষ নাগাদ শুরু হতে পারে।
প্রকল্পের বগুড়া অংশ পরিদর্শন কালে তিনি বলেন, এটি শুধু বগুড়াবাসীর চাহিদা নয়, গোটা উত্তরাঞ্চলের লোকজনের দাবি। প্রধানমন্ত্রী এ অঞ্চলের দাবি এবং চাহিদা বিবেচনা করে এই প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন। এটি এখন বাস্তবায়নের পথে। এ রেলপথ স্থাপন হলে বগুড়া থেকে ঢাকায় ১২০ কিলোমিটার দূরত্ব কমবে।
ভারত সরকারের লাইন অব ক্রেডিটে বগুড়া- সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্প পরিদর্শনে রেলমন্ত্রী শনিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা থেকে বগুড়া আসেন। তিনি এর এ্যালাইমেন্ট পরিদর্শন করেন। রেললাইনের কারণে বগুড়ার যানজট পরিস্থিতি জানতে শহরের কয়েকটি রেলগেট ও সড়ক পরিদর্শনসহ বগুড়া অংশে সম্ভাব্য আন্ডারপাস ও ওভারপাসের জন্য কয়েকটি পয়েন্টও দেখেন। পরে তিনি বগুড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, নকশাসহ প্রয়োজনীয় সবকিছু চুড়ান্ত করার কাজ চলছে। সব কিছু মিলিয়ে এর ব্যায় হবে প্রায় ৬ হাজার কোটি টাকা। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়ন হলে বগুড়া থেকে রেলপথে ঢাকা যাওয়া পথে প্রায় ১২০ কিলোমিটার দুরত্ব কমবে। এতে যাতায়াত সময় অনেক কমবে।

Пікірлер: 2

  • @kanchanbegum2302
    @kanchanbegum2302 Жыл бұрын

    মাননীয় মন্ত্রী মহোদয়কে সরেজমিন পরিদর্শন পূর্বক ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেওয়ায় অনেক ধন্যবাদ।

  • @user-xk5ow4hu8u
    @user-xk5ow4hu8u9 ай бұрын

    শেখহাসিনা সরকার বারবার দরকার জয়বাংলা ইনশাআল্লাহ আবারও সরকার গঠন করবেন আওয়ামী লীগ শেখহাসিনা মানে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ

Келесі