এবার শাবনূরের ছেলে আইজান করোনা পজেটিভ । Shabnur ।Bijoy TV

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এবার জানা গেল, এই নায়িকার সাত বছর বয়সী পুত্রসন্তান আইজানও করোনায় আক্রান্ত হয়েছে।
রবিবার সকালে শাবনূর তার ফ্যান পেজে ছেলে আইজানের করোনাক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন। শাবনূর জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই তার একমাত্র ছেলে আইজানেরও ‘করোনা ভাইরাস’ ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে।
শাবনূর বলেন, গত বুধবার ছেলের জন্মদিন ছিল, কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারেননি। ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে এই নায়িকা বলেন, আপনারা আইজানের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।
copyright © A BIJOY TV Production-2021
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: bijoy.tv/
Facebook: / bijoytvlimited
KZread: / bijoytvofficial

Пікірлер

    Келесі