বোরো ধান'র ব্লাস্ট রোগ, মাজরা ও পাতা মোড়ানো পোকার দমন প্রক্রিয়া

পাতা ব্লাস্ট বা Leaf Blast
১. পাতায় ছোট ছোট ডিম্বাকৃতির সাদা বা বাদামি দাগ দেখা দেয়।
২. পর্যায়ক্রমে সমস্ত পাতা ও ক্ষেতে ছড়িয়ে পড়ে।
৩. আক্রমণ বেশি হলে ক্ষেতের বিভিন্ন স্থানে রোদে পুড়ে যাওয়ার মতো দেখা যায়।
৪. আক্রান্ত ক্ষেতে অনেক সময় পাতা ও খোলের সংযোগস্থলে কালো দাগ দেখা দেয় যা পরবর্তীতে পচে পাতা ভেঙে পড়ে ফলন বিনষ্ট হয়।
সতর্কতাঃ
১, ব্লাস্ট প্রতিরোধি জাত নির্বাচন করা
২, বীজ শোধন করে বীজতলা করা
৩, আক্রান্ত গাছের বীজ ব্যবহার না করা
৪, সুষম সার প্রয়োগ, খেত আগাছা মুক্ত রাখা এবং গুছির সঠিক দূরত্ব বজায় রাখা।
৫, খেতে পর্যাপ্ত আলো (রোদ) - বাতাস এর সুযোগ করে দেয়া।
৬, গাছ আক্রান্ত হওয়ার পূর্বেই বা শুরুতেই ছত্রাক নাশক নিয়মিত ব্যবহার করা।
মাজরা পোকা ৩ ধরনের
হলুদ মাজরা (Scripophaga incertulus)
কাল মাথা মাজরা (Sesamia inferens)
গোলাপী মাজরা(Chilo polychrysus)
হলুদ মাজরা পোকার লক্ষন সমূহ :
হলুদ মাজরা পাতার উপরে ও নীচে ডিম পারে ও ডিমের গাদার উপর হালকা ধূসর রংয়ের আবরন পড়ে।
ডিম ফুটে কীড়া বের হয়ে আস্তে আস্তে কান্ডের ভিতর প্রবেশ করে ভিতরের নরম অংশ কুড়ে কুড়ে খায়। ক্রমে গাছের ডিগ ও পাতার গোড়া খেয়ে ফেলে ফলে ডিগ মারা যায়।
শীষ আসার আগ পর্যন্ত এ ধরনের ক্ষতি হলে মরাডিগ দেখা যায় এবং ডিগ টান দিলে সহজেই উঠে আসে।
শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ন শীষ শুকিয়ে যায়। একে সাদাশীষ বা মরাশীষ বলে।
সমাধান :
ভিরতাকো ৪০ ডব্লিউজি -
মাত্রা : ৩০ গ্রাম/একর
ব্যবহার বিধি:
ধানের চারা লাগানোর ১৫ দিন পর ৩০ গ্রাম ভিরতাকো সামান্য পানিতে গুলিয়ে নিয়ে পরিমানমত ইউরিয়া সারের সাথে মিশিয়ে সমস্ত জমিতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে।
ভিরতাকোর কার্যকারীতা ৩-৪ সপ্তাহ স্থায়ী হয় তাই শীষ আসার পর মাজরা পোকা যাতে ক্ষতি করতে না পারে সেজন্য চারা লাগানোর ৪০ দিন পর ভিরতাকো একই নিয়মে ২য় বার প্রয়োগ করতে হবে।
ভিরতাকো শেষ প্রয়োগ ও ফসল তোলার মাঝে ২১ দিন ব্যবধান রাখা উচিত।
ইমেইলঃ krishisomachar20222@gmail.com
ফেসবুকঃ / sudiptodae
#ধান #ব্লাস্ট #কীটনাশক

Пікірлер: 8

  • @SumonSumon-es3zu
    @SumonSumon-es3zu Жыл бұрын

    অসাধারণ হলো ভিডিও টি

  • @AdhunikKrishiDarshan

    @AdhunikKrishiDarshan

    Жыл бұрын

    Thank You

  • @user-qv4nw8cz2p
    @user-qv4nw8cz2p Жыл бұрын

    পুরোটা দেখলাম,, কমেন্ট করলাম।

  • @AdhunikKrishiDarshan

    @AdhunikKrishiDarshan

    Жыл бұрын

    ধন্যবাদ

  • @rubelahmed1847
    @rubelahmed1847 Жыл бұрын

    ধন্যবাদ দাদা সুন্দর একটি পরিবেদনদেওয়ার জন্য।

  • @AdhunikKrishiDarshan

    @AdhunikKrishiDarshan

    Жыл бұрын

    Thank you

  • @bibek-bishnu
    @bibek-bishnu Жыл бұрын

    আমাকে নিলেন না....।।।

  • @AdhunikKrishiDarshan

    @AdhunikKrishiDarshan

    Жыл бұрын

    আগামীবার অবশ্যই যাবো।

Келесі