বাবার বাড়ীতে আজ আমার শেষ সকাল..যাব আজ হালিশহর..বহু বছর পর ছেলেমেয়েরাও যাবে আজ দেশের বাড়ী😊

বাবার বাড়ীতে আজ আমার শেষ সকাল..যাব আজ হালিশহর..বহু বছর পর ছেলেমেয়েরাও যাবে আজ দেশের বাড়ী😊

Пікірлер: 1 900

  • @swarnalatamandal6508
    @swarnalatamandal6508 Жыл бұрын

    মাকে স্বান্তনা দিয়ে অলক্ষ্যে চোখের জল ধরে রাখতে পারলে না তো! তবে তুমি সত‍্যই খুব স্মার্ট!স্থান কাল পাত্র মেপে চলতে জানো। খুব ভালো লাগে তোমাকে, তোমার ব্লগ ও। ভালো থেকো।

  • @jKDas-ue1tj

    @jKDas-ue1tj

    Жыл бұрын

    Sotti kotha

  • @villagevlog8885

    @villagevlog8885

    Жыл бұрын

    Sotti Didi Tomake jotoi dekhechi totoiTomake dekhe obak hochhi love you Didi tomar r maer kosto ta bujhte parchi Amar bapper Bari birbhum jilate biye hoeche Hariyana te

  • @probaseghorkonna2712

    @probaseghorkonna2712

    Жыл бұрын

    Thank you 😊

  • @swarnalatamandal6508

    @swarnalatamandal6508

    Жыл бұрын

    @@probaseghorkonna2712 স্বাগত বোন।

  • @sangitaadak7828

    @sangitaadak7828

    Жыл бұрын

    Tomra ki kokhonoi firbe na India te?

  • @mrinmoypaul7564
    @mrinmoypaul7564 Жыл бұрын

    আমার সব থেকে ভালো লেগেছে যে মেহা আমেরিকা পড়াশুনা করেও বাড়ির বড়দের প্রত্যেককে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশির্বাদ নিচ্ছে😌😌, এটাই আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি, ঠিক আমার বোনের মতন ❤️❤️

  • @suchhandachowdhury2597

    @suchhandachowdhury2597

    Жыл бұрын

    এটা ওর পারিবারিক শিক্ষা। ভারী ভালো লাগে।

  • @pujasdailylife
    @pujasdailylife Жыл бұрын

    বিবাহিত মেয়েদের কাছে তার বাপের বাড়ি থেকে চলে যাওয়া যে অনুভূতিটা সবার ক্ষেত্রেই এক, আজকে তুমি যাচ্ছ মনে হচ্ছে যেন আমি যাচ্ছি। তাই কাকি মাকে কাঁদতে দেখে আমারও চোখে জল এসে যাচ্ছে।

  • @pintunag1921
    @pintunag1921 Жыл бұрын

    অবশেষে আপনিও কাঁদলেন! মা-র সামনে দৃঢ়ভাবে সামলে নিলেন, পাছে মা কষ্ট পান। সত্যিই এক অন্য অনুভূতি। আমারও চোখে জল। এক অন্য ভালোলাগা অনুভূতি প্রাপ্তি ঘটলো। অসাধারণ, অনবদ্য ব্লগ। 🙏🙏

  • @snehadey2926
    @snehadey2926 Жыл бұрын

    প্রথম থেকেই পাথর চাপা গলায় "নো কান্নাকাটি" আর মেহার -"নেক্সট ইয়ার দেখা হবে কাঁদছিস কেন" made my heart heavy ভীষণ মিস করবো এই মানুষ গুলোকে😊

  • @lifeisfestival.907

    @lifeisfestival.907

    Жыл бұрын

    প্রথম লাইনের সত্যতা বিরাট🥀

  • @surajitksts

    @surajitksts

    Жыл бұрын

    Tomae vlo lege gelo comment ta poree

  • @sujatasen8815
    @sujatasen8815 Жыл бұрын

    গলায় কান্না চেপে মায়ের সামনে হাসির অভিনয় করাটা বেশ কঠিন। আমাকেও যে করতে হয়।মনে হয় মা কে চেপে ধরে হাও হাও করে কেঁদে ফেলি।

  • @ankitaacharya2556
    @ankitaacharya2556 Жыл бұрын

    সত্যি কিরকম একটা শিহরণ অনুভব হলো , আমারও কান্না পেয়ে গেলো । তোমার মা আর তোমাকে চোখে জল নিয়ে একসাথে দেখার মুহূর্ত টা খুব যন্ত্রণাদায়ক।

  • @sonalimukherjee2456
    @sonalimukherjee2456 Жыл бұрын

    মায়ের সামনে শক্ত থেকে পরে আর চোখের জল ধরে রাখতে পারলে না..তোমাকে দেখে আমিও কঁদেছি..খুব ভালো থেকো মহুয়া ..আমি তোমায় রোজ দেখি

  • @somanchakraborty8735
    @somanchakraborty8735 Жыл бұрын

    এই তো হলো বাঙালির আবেগ প্রবন ভালোবাসা,Culture। তুমি আমাদের কেও না হওয়া স্বত্ত্বেও মনে হচ্ছে তুমি আমাদের ই কেও,সেই সাথে আমরাও কেঁদে 😭ফেলছি ভিডিও দেখে।।।❤️

  • @dolapramanik9327
    @dolapramanik9327 Жыл бұрын

    আপনি কিন্তু ভীষন বুদ্ধিমতি কাকিমা কে সান্ত্বনা দিলেন পরে আপনার চোখে জল ।আপনি কান্না কটি করলে কাকিমা আরও কষ্ট পেতেন ।

  • @makjilany
    @makjilany Жыл бұрын

    দিদিগো... আপনার নো কান্নাকাটি শুনে, আর আপনার #মায়ের চোখের জল দেখে কখন যেনো আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে... টেরই পাই নি....সব মায়েরা বুঝি এরকমই দিদি.... খুব সুন্দর পরিবেশনা আপনার দিদি... ভালো থাকবেন দিদি পরিবারের সবাইকে নিয়ে........ ❤❤❤❤💚💚💚💚🙌🙌🙌🙌

  • @worldofinnocence
    @worldofinnocence Жыл бұрын

    বিয়ের পর মা-বাবার কাছে যাওয়া যতটা আনন্দের, মা-বাবার থেকে ফিরে আসাটা ঠিক ততটাই কষ্টের।এটা আমরা সবাই জানি। তাই আপনার আজকের ব্লগ টা ভীষণভাবে মনটা ছুয়ে গেল। আমার বাপের বাড়িও আপনার বাড়ির থেকে একটু দূরে গড়বেতায়। মেদনীপুর চেনা শহর পড়াশোনা সূত্রে। ভালো থাকবেন।

  • @mybengalibhojandcooking3956
    @mybengalibhojandcooking3956 Жыл бұрын

    কেন জানিনা বিদায় জিনিসটা মেনে নিতে পারি না ।তো আপনাদের বিদায় দেখে আমার চোখেও জল চলে এলো। ভালো থাকবেন সুন্দর বনে বেড়াতে এলে আসবেন 🙏🙏🙏🙏

  • @kalpanakarmakar6550

    @kalpanakarmakar6550

    Жыл бұрын

    Didi tMr আজকের block ta dekhe ami sotti বলছি নিজের চোখের জল আটকাতে পারছিলাম না জানিনা কেনো বুকের ভেতরটা তে খুব কষ্ট হচ্ছিল

  • @ratnachatraji7672

    @ratnachatraji7672

    Жыл бұрын

    Tumi chole jachho amar e khub koshto hochhe. Bhalo theko.

  • @senfamilysimplelife

    @senfamilysimplelife

    Жыл бұрын

    Didi tomai dekhe amar nijer kotha mone pore jachilo.ami thaki Bangalore a to ami jokhon fire asi tokhon amar maa o thik erokom vage pore😪😪😪 didi tomar vedio dekhte amar khub bhalo lage bisash kore tomar kothar modhe je antorikata ache seta amar khub valo lage ❤❤❤...pls didi tumio ei chotto bontakeo ektu support koro🙏🙏

  • @nayantarabiswas4896

    @nayantarabiswas4896

    Жыл бұрын

    ঠিক বলেছেন বিদায় দেখলেই চোখে জল চলে আসে

  • @manikachakraborty5787

    @manikachakraborty5787

    Жыл бұрын

    Akdom thik katha babar bari theke chole jawayar samoy khub kasto hoy

  • @dreampolice3640
    @dreampolice3640 Жыл бұрын

    আমার মতো আর কে কে এই দিদির ভিডিওর অপেক্ষায় থাকো। 🥰😘😍

  • @nimaimandal8446

    @nimaimandal8446

    Жыл бұрын

    Ami o

  • @jharnabhowmick1446

    @jharnabhowmick1446

    Жыл бұрын

    Aamio

  • @way2amit.mondal

    @way2amit.mondal

    Жыл бұрын

    Ami 🥰

  • @himanshuchakraborty7955

    @himanshuchakraborty7955

    Жыл бұрын

    আমি ও

  • @sumitaseal9257

    @sumitaseal9257

    Жыл бұрын

    Amio

  • @prolaymarcharak3302
    @prolaymarcharak3302 Жыл бұрын

    দিদি মাকে যখন প্রনাম করলেন আমার চোখে ও জল এসেছে। মায়ের আশীর্বাদ রইল, ভালো থাকবেন।

  • @munnadas6249
    @munnadas6249 Жыл бұрын

    চোখের জল ধরে রাখতে পারলাম না। যেকোন বিদায় খুব কষ্টের। ভাল থাকবেন দিদি। মেহা ও রামকৃষ্ণকে আমার ভালোবাসা দেবেন। ❤❤❤❤

  • @mitalirghoroarannabanna5008
    @mitalirghoroarannabanna5008 Жыл бұрын

    চোখের জল ধরে রাখতে পারলাম না মহুয়া.. আবার এসো... খুব ভালো থেকো সংসার সন্ততি নিয়ে ❤❤

  • @probaseghorkonna2712

    @probaseghorkonna2712

    Жыл бұрын

    Thank you 😊

  • @rumakundu7219
    @rumakundu7219 Жыл бұрын

    কাকিমার কান্না দেখে আমারও চোখে জল চলে এলো।

  • @shampadandapat8380
    @shampadandapat8380 Жыл бұрын

    সত্যিই অন্য সকল বান্ধবীর মতো তুমি আমাকেও কাঁদিয়ে দিলে,এই এই রকম সহজ সাদাসিদে হয়ে তুমি ভালো থেকো,আমি আজ প্রথম কোনো ইউটিউবে কমেন্ট লিখলাম,আসলে তুমি লিখিয়ে ছাড়লে

  • @Suvosmita483
    @Suvosmita483 Жыл бұрын

    আমরা হয়তো সব মেয়েরা এক ই রকম,মাকে বলি কাঁদবে না একদম,আর গাড়ি তে উঠে নিজেরা কাঁদতে শুরু করি।তোমার চোখের জল দেখে মন টা খারাপ হয়ে গেলো।

  • @rajkrkundu6506
    @rajkrkundu6506 Жыл бұрын

    তোমার এই চলে যাওয়া তে, যেন প্রিয় কোনো মানুষ কে বিদায় দেবার যে কষ্ট সেটা অনুভব করতে পারলাম। আমি তোমার প্রতিটি ব্লগ দেখি। খুবই মিষ্টি লাগে, তোমাকে অসংখ্য অসংখ্য ধণ্যবাদ। তোমার কথা ধরেই বলি ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই ভাবে ভালো রেখো তোমার ব্লগ দিয়ে।

  • @SNEHACreation27
    @SNEHACreation27 Жыл бұрын

    সত্যিই কান্না পেয়ে গেলো।🥺🙁 ভালো থাকবেন Aunty...💖

  • @sunandapramanik3634
    @sunandapramanik3634 Жыл бұрын

    তোমার কথা বলা আর গলার আওয়াজ খুব সুন্দর বলার ধরন তাও খুব মিষ্টি শুনলে কেমন যেনো আরো শুনতে ভালো লাগে । নিজের দেশে অনেক দিন ছিলে । মন তো খারাপ হবে ।নিজের আপনজনদের ছেড়ে কার আর ভালো লাগে তবুও যেতে হবে কাজের জায়গা তে এবার গন্তব্য স্থলে ফেরার পালা ।সবাই খুব ভালো থেকো ।

  • @horibol6982
    @horibol6982 Жыл бұрын

    বা:: দিদি বাবার বাড়ি র সবাই কে সান্ত্বনা দিয়ে,, নিজে এই ভাবে জল মুছলেন,, খুব ভালো এটাই ঠিক আছে,, খুব ভালো লাগলো🙏🙏🙏 🌹

  • @pratimamajhi4080
    @pratimamajhi4080 Жыл бұрын

    মা বাবাকে ছেড়ে যেতে সবারই খুব কষ্ট হয়। তোমার চোখে জল এসে গেছে। ভালো থেকো সবাই।

  • @tapasibanerjee5646
    @tapasibanerjee5646 Жыл бұрын

    খুব ভালো লাগলো। নিজের আবেগ অনুভূতি কি করে অপ্রকাশিত রাখতে হয় সেটা তোমার থেকে শেখার মতো। সবাই কে সান্ত্বনা দিয়ে গাড়ি তে উঠে সবার অলক্ষ্যে চশমা টা খুলে চোখ মোছা just awesome 👍❤️ সবাই ভালো থেকো বন্ধু।

  • @sushmitaroy1334
    @sushmitaroy1334 Жыл бұрын

    সত্যিই বিদায় ব্যাপার টাই বড় কষ্টের কিছুতেই চোখের জল ধরে রাখা যায় না। এক বাড়ি খালি হলো আরেক বাড়ি ভরে উঠলো। মেহা আর রামা বাবু এবার ঠাকুমার আদর পাবে। আনন্দে থাকুন, খুব খুব ভালো থাকুন ❤️🥰❤️🥰

  • @fahmidaquibria3598
    @fahmidaquibria3598 Жыл бұрын

    কিছুদিন আগে তোমার ব্লাগ গুলো চোঁখে পড়েছে। তাঁর পর থেকে দেখা শুরু করেছি। আজকের টা দেখার পর চোখ পানি চলে এলো 🥲

  • @kabitabanerjee2650
    @kabitabanerjee2650 Жыл бұрын

    আপনার কান্না দেখে আর চোখে জল ধরে রাখতে পারলাম না।😭😭এতো কাছে এসে ছিলেন ।খুব ভালো থাকবেন ।নিজের লোকজন চলে গেলে যেমন কষ্ট হয় ঠিক তেমন হচ্ছে ।❤❤🥰🥰

  • @debanjanroy3364
    @debanjanroy3364 Жыл бұрын

    "এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না.. বলেই বলবে লোকে মন্দ কারো কথা শুনিব না.." এই গানটি মনে পড়ে গেল😢😢

  • @tahminatanjin4603
    @tahminatanjin4603 Жыл бұрын

    কিছুদিন হলো আপনার ভিডিও দেখছি বাংলাদেশ থেকে। আপনাদের কান্না দেখে নিজের চোখের পানি আটকাতে পারলাম না। আমার হাজবেন্ড নিউইয়র্কে থাকেন। হয়তো এ বছর আমারও চলে যেতে হবে তার কাছে। যত দিন যাচ্ছে, দেশ ছাড়তে হবে ভেবে মন খারাপ হচ্ছে।😢

  • @sanchitagoutam4262
    @sanchitagoutam4262 Жыл бұрын

    একবাড়ি ফাঁকা হল আরেক বাড়িতে আনন্দ। বড্ড কষ্ট হয় এত দিনের জন্য আপনজনদের ছেড়ে আসতে । মায়ের কাছে শক্ত থেকে পরে তোমার কান্না দেখে আমিও চোখের জল আটকাতে পারিনি মহুয়া। এটাই জীবন ।ভালো থেকো।

  • @rakhibera6203
    @rakhibera6203 Жыл бұрын

    আপনাদের দেখে সত্যিই আর চোখের জল টা ধরে রাখতে পারলাম না

  • @soumitasamanta4977
    @soumitasamanta4977 Жыл бұрын

    আপনার video টা দেখে আমারও চোখ টা ভিজে গেলো।। সত্যি মা এর বিকল্প কেউ নয়।

  • @synisideup
    @synisideup Жыл бұрын

    আপনার ভিডিও ত দেখতে দেখতে কখন আমিও চোখের জল মুছতে শুরু করলাম জানিনা, মা বাবা কে ছেড়ে দূরে থাকার কষ্ট অনুভব করলাম, ভালো থাকবেন দিদি।

  • @alipbiswas5019
    @alipbiswas5019 Жыл бұрын

    যারা বড়ো দের শান্তনা দেয় তাদের মনেও যে কম কষ্ট থাকে না তা তুমি প্রমান করে দিলে দিদিভাই,ভালো থাকবে তোমরা সপরিবারে❤❤❤❤🙏

  • @tapasmondal7014
    @tapasmondal7014 Жыл бұрын

    মায়ের মন তো যেতে দিতে মন ই চায় না। জ্যাঠিমা যেমন আবেগ কে ধরে রাখতে পারলো না ঠিক তেমনি তুমিও দিদি ঁকেদে ফেললে।। মায়ার ঁবাধন এতো সহজে মন মানে কি।।। যাই হোক যেতে তো একদিন হবেই।।কষ্ট হলেও মেনে নিতে হয়।।।

  • @nanditasarkar1891

    @nanditasarkar1891

    Жыл бұрын

    Tomer r kakimar kanna dekhe, amaro chokhe jol dhore rakhete parlam na.

  • @koushik8180
    @koushik8180 Жыл бұрын

    আমার দেখা এক জন সুসম্পূর্ণ মানুষ আপনি। খুব ভালো থাকবেন 🙏

  • @trishnarjun_vlog
    @trishnarjun_vlog Жыл бұрын

    যদিও অনেকদিন পর এই vlog -টা দেখছি.. তবে এইটা দেখতে দেখতে অজান্তেই চোখটা জলে ভরে এলো..❤️❤️❤️

  • @kamaladey4181
    @kamaladey4181 Жыл бұрын

    মা কে কাদতে দেখে চোখের জল আটকাতে পারলাম না। সত্যি প্রবাসীদের জন্য এটা কঠিন সময়।আমার ননদ ও জাপান এ থাকতো,lockdown এর আগে চলে এসেছে ,আর যাওয়া হয় নি।

  • @Dsneha09
    @Dsneha09 Жыл бұрын

    আমি অবিবাহিত, কিন্তু মা কে ছেড়ে যাবো ভাবলেই বুক টা ফেটে যায় কষ্টে 😭😭😭ভালো থাকবেন দিদি 💞আবার পরিবার এর সঙ্গে দেখতে চাই ❤️❤️

  • @priyajitghosh443

    @priyajitghosh443

    Жыл бұрын

    Khabar dar biye koro na

  • @somsubhradas691

    @somsubhradas691

    Жыл бұрын

    Paratey biye korun👍👍👍

  • @moubanisarkar8018

    @moubanisarkar8018

    Жыл бұрын

    Amaro same vetor ta fete jai.. ichhe hoy na j biye kori

  • @user-dt7mf5do2x

    @user-dt7mf5do2x

    Жыл бұрын

    @@somsubhradas691 কূটকাচালি বাড়ে

  • @ratnaroy2807
    @ratnaroy2807 Жыл бұрын

    সত্যিই দিদি চোখে জল ধরে রাখতে পারলাম না 😣😣😣 ভীষণ আবেগের একটা জায়গা ❤️❤️❤️

  • @reshmabose1190
    @reshmabose1190 Жыл бұрын

    "Joto taratari jabo abar toto taratari firbo"....ei kotha ta khub bhalo bollen 🙂

  • @ashutoshpramanik377
    @ashutoshpramanik377 Жыл бұрын

    আসলেই বিদায় বেলাটা খুব কষ্টের 😔😔আমি চেপে কাঁদতে পারলাম না আওয়াজ টা ঠিকরে বেরিয়ে এলো। সাবধানে যাবেন আর ভালো থাকবেন সর্বদা আপনার সুস্থতা কামনা করি।

  • @aninditakhamrui3447
    @aninditakhamrui3447 Жыл бұрын

    আমারও চোখে জল ধরে রাখতে পারলাম না ।সেই কোনকালে মাকে হারিয়েছি কিন্ত এখনও মনকে মানাতে পারিনি।সন্তানদের জন্য মায়েরা দির্ঘায়ু হন এই কামনাই করি।আবার এসো মহুয়া সবাইকে নিয়ে।

  • @daliachakraborty2329
    @daliachakraborty2329 Жыл бұрын

    তুমি খুব ভালো মানুষ,,তাই কোনো কিছু খারাপ চোখ এ পরে না❤️❤️❤️

  • @tapasmistry9076
    @tapasmistry9076 Жыл бұрын

    সত‍্যি আপনাকে দেখে আমার কান্না পেয়ে গেলো এটাই বাঙালী মন ।অসুস্থার মধ‍্যেও কমেন্ট করছি।

  • @gouridutta776
    @gouridutta776 Жыл бұрын

    মা ও মেয়ের বিচ্ছেদ দেখে খুব কষ্ট হল। চোখের জল ধরে রাখতে পারলাম না। আমি ও মেয়ের মা,তাই বোধ হয় বুক মোচড় দিয়ে উঠল।

  • @indranibadyakar8849
    @indranibadyakar8849 Жыл бұрын

    দিদি ভাই আজ তোমার ভিডিও টি দেখে কেঁদেই ফেলেছি। মা তার সব সন্তান কে সোমান ভালো বাসে। আর তুমি সেই সুদূর বিদেশে থাকো তাই মন তো খারাপ করবেই। অনেক ভালো বাসা তোমাকে। ❤❣️💞😘

  • @damayantisarkar6628
    @damayantisarkar6628 Жыл бұрын

    সত্যি খুব কষ্ট হচ্ছে তোমাদের বিদায় দৃশ্য দেখে।

  • @somi2711
    @somi27119 ай бұрын

    তোমার বলা টা খুব কাছের মানুষ এর মতো, খুব ভালো লাগে।

  • @maahirai9564
    @maahirai9564 Жыл бұрын

    মহুয়া দি তোমাদের বিদায় বেলায় আমার ও চোখ দিয়ে জল বেড়িয়ে গেল🙂❤️

  • @pritisarkar5559
    @pritisarkar5559 Жыл бұрын

    বিদায়বেলায় সবাইকে কাদিয়ে শেষে তুমিও কাঁদলে ,ভালো থেকো আবার এসো তাড়াতাড়ি🥰🥰

  • @taniabiswas7167
    @taniabiswas7167 Жыл бұрын

    Kano jni na kakimar kanna dakhe amr chokheo jol chole alo... Khub valo thako divai tomra sobai... Divai tmr simplicity amr vison valo lage...

  • @sumitakundu2062
    @sumitakundu2062 Жыл бұрын

    Khub bhalo laglo blog ta...nijer lokder kache pele sotti khub bhalo lage...bhalo theko tomra sobai ❤❤❤❤❤

  • @monalisavlogshorts3727
    @monalisavlogshorts3727 Жыл бұрын

    সত্যি কাছের মানুষদের কাছে এলে যে দিন কত তাড়াতাড়ি ফারিয়া যায় বজাই যায়না। দেখতে দেখতে ফেরার দিনও এগিয়ে আসে ,এক দিকে কষ্ট হচ্ছে ,কিন্তু আবার এই ভেবে ভালো লাগছে যে তুমি আমাদের শহরে আসছো তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা দিদি জানি না সেটা সম্ভব কিনা

  • @tapaskmitra6263
    @tapaskmitra6263 Жыл бұрын

    আপনার গলার আওয়াজ থেকে একটা কান্নার আভাস পাই। ভালো থাকবেন।

  • @abhijitbanerjee8125
    @abhijitbanerjee8125 Жыл бұрын

    আজকের ব্লগটা দেখলাম মনটা ভারাক্রান্ত হয়ে গেল।বাবা মাকে ছেড়ে যাওয়া মে কি কষ্টের সেটা মনে করে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। ভালো থাকবেন সবাই কে ভালো থাকবেন।

  • @aditidutta1014
    @aditidutta1014 Жыл бұрын

    তোমার আর কাকিমার কান্না দেখে খুব মন খারাপ লাগছে গো। মায়ের সামনে না কাঁদলেও তোমার তো খুব কষ্ট হচ্ছে

  • @debashishsarkar3595
    @debashishsarkar3595 Жыл бұрын

    এ বারের মত শেষ সকাল কথাটা শুনলেই ভালো লাগতো। মা এর আঁচল মা এর ভাষা মাতৃভূমি আবার তোমায় দেখবে স্বমহিমায়। আশা রাখছি।ধন্যবাদ ।

  • @sahelidey1924
    @sahelidey1924 Жыл бұрын

    চোখের জল আটকাতে পারলাম না,,খুব ভালো লাগলো দিদি 😘😍❤️

  • @sharbanidas8205
    @sharbanidas8205 Жыл бұрын

    দিদি,তোমার শিক্ষা টা খুব সুন্দর। মেয়ে কতো সুন্দর করে দিদাকে দুহাতে প্রণাম করলো।খুব ভালো থেকো।খুব ভালো লাগলো।

  • @tapatisworld7499
    @tapatisworld7499 Жыл бұрын

    আসা যাওয়া নিয়েই আমাদের এই জীবন, একদিকে মা বাবা ভাই বোন, অন্যদিকে শশুড়বাড়ি দুদিক মানিয়ে নিয়ে চলা। কর্মজীবন। আবার ফিরে যাওয়া নিজের ঘরকন্নায়। খুব ভালো থেকো সবাই।💞👏 শুভেচ্ছা নিও।👏🥰

  • @anjudas201

    @anjudas201

    Жыл бұрын

    Bastob

  • @shreyapatra298
    @shreyapatra298 Жыл бұрын

    মা আগে বলতো - মা হলে বুঝবি কতো জ্বালা!! সত্যি এখন বুঝি কতো জ্বালা!! কতো কান্না, কতো কষ্ট চেপে রাখতে হয় বুকে!! সন্তান কে দূরে রাখার কষ্ট টা যে কি.... আবার আমরা যখন বড় হয়ে যাই, তখন মা বাবারাও যে আমাদের সন্তানের মতোই হয়ে যায়, সেটা কে বোঝাবে!! তাদের ছেড়ে যে আমরাও থাকতে পারিনা কিছুতেই ❤️❤️❤️❤️❤️❤️ কিন্তু বোঝাতে গেলেই তো বিপত্তি...!! আরও কান্নাকাটি বেড়ে যাবে 🤗🤗🥰🥰🥰 কাকিমার খুব কষ্ট হচ্ছে জানি, আপনার জন্যে যত না মেহা, রামার জন্য আরও বেশী!! আসলের চেয়ে সুদ বেশী যে!!😄🥰🥰 আসুন হালিশহরে তাড়াতাড়ি, সেখানেও তো অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য তো বটেই, আপনার থেকে আমাদের জন্য ও 🥰🥰🥰🥰🤗🤗🤗🙏🙏

  • @mithubiswas5338

    @mithubiswas5338

    Жыл бұрын

    Ekdom thik bolechen didi.. sotti.. ekhon bujhte pari.. maa hoye koto sojjo Korte hoye.. koto kosto Korte hoye..

  • @shagorikadutta5736
    @shagorikadutta5736 Жыл бұрын

    Tomake. Dekhe obak hoea jai go...sotti tumi koto kichu manage koro....baba maa ke chere asar muhurto ta khub bedonadayaok...sasur barite eibare anando koro.

  • @arupdutta7687
    @arupdutta76877 ай бұрын

    Shohoj bhashaye apnar antorik uposthapona mon chuye jaye....onek suvechcha roilo.

  • @Sujata_Kitchen
    @Sujata_Kitchen Жыл бұрын

    সত্যিই তাই বিদায় বড়ো কষ্টের তোমার vlog দেখে আমারও চোখের জল ধরে রাখতে পারলাম না ভালো থেকো দিদিভাই

  • @soumitrapatraju
    @soumitrapatraju Жыл бұрын

    সবাই কে শান্তনা দিয়ে আড়ালে নিজের চোখের জল ফেলা আবার নতুন কাজ এ ব্যস্ত হয়ে যাওয়া সত্যি দিদি বাবা মায়ের প্রচুর কস্ট জানেন যখন তার কোলের সন্তান সন্ততি রা কাজের সুত্রে অনেক দুরে যেতে হয়। আমি ও বুঝি👍

  • @rubinaha377
    @rubinaha377 Жыл бұрын

    ভিডিও টা দেখতে দেখতে নিজের ই চোখে জল এসে গেল খুব ভালো থেকো তোমরা

  • @simrilshormi6173
    @simrilshormi6173 Жыл бұрын

    আপনার কান্না দেখে আমারই দেশের কথা ভেবে কান্না চলে এসেছে দিদি কতদিন নিজের লোকেদের দেখিনা প্রাণটা ছটফট করে গো দেখার জন্য কিন্তু ছেড়ে আসা তো আরো কষ্টের

  • @asitsaradar449
    @asitsaradar449 Жыл бұрын

    You are a genuine lady. Tears coming from my eyes to see this blog. God bless you 🙏 all.Have a good journey.

  • @niveditaghosh1773
    @niveditaghosh1773 Жыл бұрын

    ঘরের মেয়ে বিদেশ এ চলে যাওয়ার কষ্ট টা অনুভব করলাম। খুব ভাল থাকবেন।

  • @devpriyakirtania2778
    @devpriyakirtania2778 Жыл бұрын

    এই ব্লগ টা যত বার দেখি, চোখ দিয়ে জল আপসেই পরে বেশ যায়❤ বুক টা ফেটে গেলেও একবারও প্রকাশ করলে না☺️

  • @soumendas1747
    @soumendas1747 Жыл бұрын

    এই ছেড়ে আসাটা খুব কষ্টের। যত বার বাপি-মা কে ছেড়ে আসি, মা কাঁদে। আমিতো আর তাদের সামনে কাঁদতে পারিনা। পরে অবস্থা হয় আপনার মতোই।

  • @debaratiroybarman9027
    @debaratiroybarman9027 Жыл бұрын

    চোখে জল এসে গেলো! আমিও বাইরে থাকি Bangalore.. I can feel ur pain ❤️❤️

  • @shaelaislam9754
    @shaelaislam9754 Жыл бұрын

    আপনার কান্না দেখে আমার ও কান্না চলে এসেছে|বাচ্চাদের ও কেমন কষ্ট হচ্ছে বুঝতে পারছি|দাদা বাড়ি, নানা বাড়ি থেকে আসলে আমাদের ওকেমন কষ্ট হতো, বুক ভেঙ্গে যেত|বাংলাদেশ থেকে আপনাদের সবার জন্য ভালোবাসা💝💝💝

  • @PRABIR83
    @PRABIR83 Жыл бұрын

    Mahuya di, tomar simplicity, aar tomader chotto bodo family dekhe besh bhalo lage, family theke boro kichu hoye na, tumi bidesh ey thekeo eto grounded..baccha der ja tumi sikkha diyecho oneker sheta shombhob na, khub khub bhalobasha baccha der aador aar dada ke pronaam..sathe thakbo..khub sucessful how aar tomader theke onek kichu sekhe khub bhalo laglo..godbless u keep smiling..didi..prabir

  • @piyalidas6545
    @piyalidas65458 ай бұрын

    কি যে ভালো লাগলো দেখে। ক্রমশ আপনার পরিবারের সদস্যদের সঙ্গেও পরিচিত হচ্ছি। তবে প্রিয়জনের থেকে দূরে থাকার যে কষ্ট সেটা আপনার বাড়িতে আসা আবার অপেক্ষা নিয়ে চলে যাওয়া, দেখে যেন আরও বেশি করে অনুভব করলাম।

  • @somaadhikary47
    @somaadhikary47 Жыл бұрын

    বাবা ,মা সবাই কে ছেড়ে অত দূরে থাকা খুব কষ্টদায়ক। মায়ের মন খারাপ তো হবেই। তোমার মন খারাপ হয়ে গেল। মন খারাপ করো না খুব ভালো থেকো সবাই।

  • @saifalam11
    @saifalam11 Жыл бұрын

    প্রতিবার প্লেনে বসে কান্নার রোল চলে আমার। বাবা মা কে ছেড়ে যাওয়ার কষ্ট কাউকে বলার নয়😭

  • @Revolutionist.582

    @Revolutionist.582

    Жыл бұрын

    দিদিভাই, আমার বাবা - মা দূজনেই আমাকে চিরকালের মতো ছেড়ে চলে গেছে

  • @saifalam11

    @saifalam11

    Жыл бұрын

    @@Revolutionist.582 এই সব ভাবলেও ভয় সিঁটিয়ে যাই। এই কষ্ট শুধু সেই বোঝে যার সাথে সেটা হয়। তবে আমি না দিদিভাই নই। আমি কাজের সূত্রে বাবা মা কে ছেড়ে থাকি😭

  • @sunayanibiswas8710

    @sunayanibiswas8710

    9 ай бұрын

    @@saifalam11 apni kothai thakan

  • @diptichatterjee6999
    @diptichatterjee6999 Жыл бұрын

    কষ্ট তো একটা হতেই থাকে ভেতরে !! সেটা কে কিভাবে সামলাতে হয় সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে ভাই। ভালো থাকবেন মিষ্টি দুটো ছানাকে নিয়ে।। 🌿🌿

  • @nitaichandradey6212
    @nitaichandradey6212 Жыл бұрын

    Apnar ai video dakhe amar choke jol ase gache....protek ta video khub shundor khub simple

  • @soniabishnu5651
    @soniabishnu5651 Жыл бұрын

    সত্যিই চোখে জল এসে গেল আমার ও 🥺 অসাধারণ vlog মহুয়া aunty ❤️

  • @nandabhattacharjee8822

    @nandabhattacharjee8822

    Жыл бұрын

    kzread.info/dash/bejne/hYqCpJmoYrGrpJM.html

  • @aswinimahata2596
    @aswinimahata2596 Жыл бұрын

    আনন্দ - বিষাদ দুই বোন-ভাই । মেনে নিতেই হয় আমাদের ।

  • @moumitaghosh4833
    @moumitaghosh4833 Жыл бұрын

    Vlog ta dakha chokha jol asa galo tumi khub valo janoto ..aj kichu din dhore tomar valo dak6e khub valo lage

  • @Riyanka1999
    @Riyanka1999 Жыл бұрын

    আজ ব্লগ টা দেখে আমার ও খুব মা বাবা র কথা মনে পড়ছে । কত দিন ওদের দেখিনি❤️

  • @sudiptadas5987
    @sudiptadas5987 Жыл бұрын

    খুব আবেগপূর্ণ একটা পোস্ট.......No Kannakati No Kannakati বলেও শেষ পর্যন্ত নিজেকে আর ধরে রাখতে পারলেন না......নিজের প্রাণের ও কাছের মানুষদের থেকে বিদায় মূহুর্তে এমনই হয়......মনকে সামলানো খুব কষ্টকর হয়.....তবে " আবার আসবো " এই কথাটা ভীষণভাবে আমাদের মনকে খুশি ও ভালো রাখতে অনুপ্রাণিত করে......এখন আপনি আমার জেলা উত্তর ২৪ পরগণায়.....ভালো কাটুক দেশে আপনার বাকি দিনগুলো.....

  • @petuksayan
    @petuksayan Жыл бұрын

    আপনি যতই বলুন "নো কান্নাকাটি", আপনার ও চোখে জল এসেছে, সেটাই স্বাভাবিক। ভালো থাকবেন 🙏

  • @probaseghorkonna2712

    @probaseghorkonna2712

    Жыл бұрын

    😊🙏

  • @maliatanti8187
    @maliatanti8187 Жыл бұрын

    Sottie mon chuye galo.. khub valo theko didi abar aso...

  • @shreyasaha1361
    @shreyasaha1361 Жыл бұрын

    ভীষণ সুন্দর.. চোখে জল চলে এল..❤

  • @koushikdey100
    @koushikdey100 Жыл бұрын

    ❤️❤️❤️ ভালো থাকবেন দিদি আবার তাড়াতাড়ি আসবেন ।

  • @golpokatha201
    @golpokatha201 Жыл бұрын

    যখন আমেরিকা থেকে ভারত আসার তোড়জোড় চলছিল তখন তোমার মত আমাদেরও খুব আনন্দ হয়েছিল। আজ আবার তোমার আবার ফেরার মনে হলো যেন আমাদের কাছের মানুষ যেনো অনেক দূরে চলে যাচ্ছে। কিন্তু না আমরা তোমার সাথেই আছি সে ভারত হোক বা আমেরিকা। তোমার প্রতিদিনের ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম ❤️

  • @souravkaranjai116

    @souravkaranjai116

    Жыл бұрын

    Exactly eta amaro hoyeche.

  • @sarmisthamalik8927

    @sarmisthamalik8927

    Жыл бұрын

    Same Amr o

  • @RiyaRoy-zo4qc

    @RiyaRoy-zo4qc

    Жыл бұрын

    Same amar o mone hochhe

  • @ranithazra8603

    @ranithazra8603

    Жыл бұрын

    Sotti didi amaro chokha jol chola asacha ai videota dakha

  • @shyamalisarkar1968
    @shyamalisarkar1968 Жыл бұрын

    তোমার চোখে জল দেখে আমার ও চোখে জল এসে গেল। আবার একবছর পর এসো।আর ও এক সপ্তাহ আনন্দ করো।সবাই ভালো থেকো ❤️❤️

  • @_celebratingcinema
    @_celebratingcinema Жыл бұрын

    Mahua tumi khub strong go. kibhabe kakima ke santona debar arale nijer koshto ta chepe rakhle. abar taratari chole esho kemon. rama buri aar meha ke onek bhalobasha

  • @tapashinath773
    @tapashinath773 Жыл бұрын

    চোখে জল আসা মানেই বুঝতে হবে মনের টানটা কত গভীর। দেখতে দেখতে আমারও কেমন যেন মনে হল " না গেলেই কি নয়"। হয়তো তবু যেতেই হয়....।

  • @rudranilroy6244
    @rudranilroy6244 Жыл бұрын

    অসাধারন হয়েছে ব্লগটা আজকে না লিখতে গিয়ে আমার চোখ টা কেমন যেন জল এসে যাচ্ছিল আসলে মা বাবাকে ছেড়ে থাকার কস্ট টা শুধু একমাত্র মেয়েরাই বুঝতে পারে।তোমরা খুব ভালো থেকো।

  • @riyaghara2850
    @riyaghara2850 Жыл бұрын

    দিদি ভাই তোমার বিদায় দেখে আমার ও চোখে জল এসে গেছে গো ।আমার মা নেই কিন্তু মাসিমা কান্না দেখে আমার মার কথা খুব মনে পড়ছিল ।

  • @radha9149
    @radha9149 Жыл бұрын

    Khub valo legache.khub sundor hoyche vlog ta.

  • @debasishdas3608
    @debasishdas3608 Жыл бұрын

    দিদিভাই তোমার ফ্লাইট✈️✈️ কবে জানিও। যদি দেখা করতে পারি ভালো লাগবে। এই ছোট ভাইটার🙏🙏 প্রণাম নেবে ।ভালো থেকো সবাই এবং সুস্থ থেকো।

  • @airdropfactory4739
    @airdropfactory4739 Жыл бұрын

    জীবনে একটা জিনিস উপলগ্ধি করেছি, "যারা আমাদের জীবনে খুশি নিয়ে আসে, তারাই শেষ মেষ চোখের জলের কারন হয়ে দাঁড়ায়। তারাই কাঁদিয়ে চলে যায়।"

Келесі