শসার মাকড় ও সাদা মাছি দমন ব্যবস্থাপনা।

এক নজরে শসা চাষ
উন্নত জাতঃ ডেডি ২২৩১ এফ-১, তিতুমীর এফ-১, গ্রীন কিং, শীলা, বারমাসী, ডেসটিনি, বুলবুল এফ-১ ইত্যাদি তীব্র শীতব্যাতীত সারাবছর চাষ উপযোগী
পুষ্টিগুনঃ প্রতি ১০০ গ্রাম শসাতে ৯৪.৯ গ্রাম জলীয় অংশ এবং ৫ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে । তাছাড়া নানাবিধ পুষ্টি উপাদান যেমন, চর্বি-০.১ গ্রাম , খনিজ পদার্থ- ০.৪ গ্রাম, আঁশ- ০.৪ গ্রাম , খাদ্যশক্তি- ২২ কিলোক্যালরি, আমিষ- ১.৬ গ্রাম, ক্যালসিয়াম- ১৪ মিলিগ্রাম, আয়রন- ১.৫ মিলিগ্রাম , অল্প ক্যারোটিন,ভিটামিন বি--১০.১৬ মিলিগ্রাম, ভিটামিন বি-২- ০.০২ মিলিগ্রাম ও শর্করা - ৩.৫ গ্রাম ইত্যাদি বিদ্যমান ।
বপনের সময়ঃ জাতভেদে ফেব্রুয়ারী-মার্চ (মধ্য মাঘ-মধ্য ফাল্গুন) উপযুক্ত সময় ।
চাষপদ্ধতি: মাটির প্রকার ভেদে ৪-৬ টি চাষ ও মই দিতে হবে । প্রথম চাষ গভীর হওয়া দরকার । বেড ও নালা পদ্ধতিতে চাষ করুন। এতে সেচ ও নিষ্কাশন সুবিধাজনক, পরিচর্যা সহজ এবং সেচের পানির অপচয় কম হয় । সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। সরাসরি বীজ বুনলে লাইন থেকে লাইন ৬০ ইঞ্চি এবং চারা থেকে চারা ৬০ ইঞ্চি দূরে লাগাতে হবে ।
বীজের পরিমানঃ জাত ভেদে শতক প্রতি ১.৫-৪ গ্রাম।
সেচঃ মাটিতে রস কম থাকলে বপনের ৭-১০ দিনের মধ্যেই একটি সেচ দিন। সাধারণত ২ সপ্তাহ পর পর ২-৩ বার সেচ দিন।জমিতে রসের অভাব থাকলে সেচ দিতে হবে। পুরো জীবন কালে মাটিতে রসের মাত্রা ৫০% এর নিচে নেমে যাবার আগে ( পূর্ণ বয়সী শিকড় ৫০ সেমি) সেচ দিন ।
আগাছাঃ আগাছা দমনের জন্য জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে আগাছা পরিষ্কার, বিশুদ্ধ বীজ ব্যবহার এবং পরিষ্কার কৃষি যন্ত্রপাতি ব্যবহার। সেচ ও সার দেবার পর জো আসা মাত্র আগাছা দমন করুন ।চারা গজানোর ২০-২৫ দিন পর আগাছা দমন করতে হবে। গাছ খুব ঘন থাকলে পাতলা করে দিতে হবে। প্রতি বর্গমিটারে রবি মৌসুমে ৫০-৬০ টি এবং খরিফ মৌসুমে ৪০-৫০ টি চারা রাখা উত্তম।
আবহাওয়া ও দুর্যোগঃ অতিরিক্ত বৃষ্টির পানি বের করার নালা রাখুন। জমির অতিরিক্ত বৃষ্টির পানি বের করা ব্যবস্থা রাখুন।
পোকামাকড়ঃ
শসার পাতা সুড়ঙ্গকারী পোকা, রেড পামকিন বিটল, ফলের মাছি পোকা এবং টোবাকো ক্যাটারপিলার দমনে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন ওস্তাদ ২০ মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট ১০ মিলিলিটার) প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০-১২ দিন পরপর ২/৩ বার। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
শসার সাদা মাছি ও জাবপোকা দমনে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মিলিলিটার / ২মুখ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০ দিন পরপর ২/৩ বার।
রোগবালাইঃ
শসার পাউডারি মিলডিউ রোগ রোগ দমনে সালফার জাতীয় ছত্রাক নাশক (যেমন কুমুলাস ৪০ গ্রাম বা গেইভেট বা মনোভিট ২০ গ্রাম) অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন: গোল্ডাজিম ৫ মিলিটার বা এমকোজিম বা কিউবি বা কমপ্যানিয়ন ২০ গ্রাম) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পরপর আক্রমণের শুরু থেকে মোট ২-৩ বার প্রয়োগ করতে হবে।
শশার পাতার টার্গেট স্পট এবং গামি স্টেম ব্লাইট রোগ দমনের জন্য ম্যানকোজেব অথবা ম্যানকোজেব + মেটালক্সিল জাতীয় বালাইনাশক (যেমন: রিডোমিল গোল্ড ২০ গ্রাম প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে) ৭-১০ দিন পরপর ৩ বার স্প্রে করুন। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।
শসার মোজাইক রোগদমনে জমিতে সাদা মাছি,জাব পোকা দেখা গেলে (বাহক পোকা) ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ১০ মি.লি. ২ মুখ ) ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে। সকাল বেলা গাছে ছাই ছিটিয়ে দিলে এই পোকা গাছ থেকে পড়ে যাবে৷
সতর্কতাঃ বালাইনাশক/কীটনাশক ব্যবহারের আগে বোতল বা প্যাকেটের গায়ের লেবেল ভালো করে পড়ুন এবং নির্দেশাবলি মেনে চলুন। ব্যবহারের সময় নিরাপত্তা পোষাক পরিধান করুন। ব্যবহারের সময় ধূমপান এবং পানাহার করা যাবেনা। বালাইনাশক ছিটানো জমির পানি যাতে মুক্ত জলাশয়ে না মেশে তা লক্ষ্য রাখুন। বালাইনাশক প্রয়োগ করা জমির ফসল কমপক্ষে সাত থেকে ১৫দিন পর বাজারজাত করুন।
ফলনঃ জাতভেদে শতক প্রতি ফলন ১০০-৩০০ কেজি।
সংরক্ষনঃ ঝুড়িতে ভরে পাতলা চট দিয়ে ঢেকে কিনারা সেলাই করে শীতল জায়গায় সংরক্ষণ করতে হবে। বেশি দিন সংরক্ষণ এর জন্য হিমাগারে রাখতে হবে।

Пікірлер: 47

  • @lajukshahed3565
    @lajukshahed3565 Жыл бұрын

    আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাকে । আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম

  • @tatakhan8850
    @tatakhan8850 Жыл бұрын

    খুবই ভালো পরামর্শ ধন্যবাদ আপনাকে

  • @raselrana4739
    @raselrana4739 Жыл бұрын

  • @akbarhossain5244
    @akbarhossain5244 Жыл бұрын

    👍👍👍👍❤️❤️❤️

  • @amanmedia4574
    @amanmedia4574 Жыл бұрын

    Thank you brother.

  • @zubayerahmmed602
    @zubayerahmmed602 Жыл бұрын

    Thank you

  • @parvessharker5254
    @parvessharker52542 жыл бұрын

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

  • @rajibhasanmukhasan7344
    @rajibhasanmukhasan7344 Жыл бұрын

    sir ki shar dile hosha gas onk veshidin fol dibe

  • @abulkashem732
    @abulkashem732 Жыл бұрын

    আসসালামু আলাইকুম স্যার, মলিবডেনাম যুক্ত একটি সারের নাম বলুন।

  • @user-mu6gl6hs8o
    @user-mu6gl6hs8o

    ভাই, লাল মাকর ওষুধ দেওয়া পরেও যাচ্ছে না। ও গুড়া ধরনের এক ধরনের পোকা আক্রমণে কি ওষুধ দিতে হবে।

  • @mdbaharuddin9198
    @mdbaharuddin9198

    শসতে মাচির আকরমন কোন কীটনাশ দিতে হবে

  • @MdTuhin-ye2id
    @MdTuhin-ye2id Жыл бұрын

    সাদা মাছির জন্য কী দিতে হবে শশা গাছ য়ে

  • @user-kk6lk6kg6g
    @user-kk6lk6kg6g

    ঔষধের নাম সহ কোম্পানীর নাম বলেন

  • @rajibhasanmukhasan7344
    @rajibhasanmukhasan7344 Жыл бұрын

    পুরনো সশা ক্ষেত কিভাবে বেশি দিন বেচে থাকবে এবং বেশি দিন ফলন দিবে

  • @ImranKhan-rj8dx
    @ImranKhan-rj8dx Жыл бұрын

    ভাই আমার গাছের পাতা চারিদিকে সাদা হয়ে মরে যাচ্ছে

  • @paritoshkumar3594
    @paritoshkumar3594

    আমার শসা গাছ কেউটে পাতার কুকরে যাচ্ছে কোন কীটনাশক ব্যবহার করলে ভালো ফল পাব একটু বলেন

  • @rajibhasanmukhasan7344
    @rajibhasanmukhasan7344 Жыл бұрын

    কি সার দিলে সশা গাছ অনেক দিন ফলন দিবে

  • @Drchashi
    @Drchashi

    শসাতে ফুল আসার পর সাদা মাছি নিয়ন্ত্রন করবো কীভাবে?

  • @gamingwithemonvlog7434
    @gamingwithemonvlog7434

    ভাইয়া কোনো ভাবে সাদা মাছি দুর করতে পারছি না

  • @mdbabu-vt1bt
    @mdbabu-vt1bt Жыл бұрын

    ভাই আপনার ফোন নাম্বারটি দিবেন প্লিজ,আমি ন ওগাঁ থেকে

Келесі