অর্গানিক ফার্মিং গাইড। অর্গানিক ফার্মিং থেকে আয়। Organic Farming Business Guide 2023| Organic Food

■ নমস্কার বন্ধুরা।💝💝💝💝
● বন্ধু, অর্গানিক কৃষির মাধ্যমে আপনি স্বনির্ভর হতে পারেন। কিন্তু এই অর্গানিক কৃষি বিষয়টি একটু নতুন ধারণা হওয়ায় আমরা অনেকেই বেশি জানিনা এই ব্যাপারে। তাই আপনাদের সুবিধার জন্য আজকে অর্গানিক কৃষিকে কিভাবে জীবিকা বানানো যায় সেই নিয়ে আলোচনা করেছি।
জৈব কৃষি থেকে উৎপন্ন ফসলের চাহিদা বর্তমানে ক্রমবর্ধমান। কারন জৈব কৃষিতে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের পরিবর্তে জৈব সার ও কীটনাশক ব্যবহার করা হয় বলে, জৈব কৃষিজাত ফসল থেকে মানুষের শারীরিক সমস্যা কম হয়। অর্থাৎ জৈব কৃষি ব্যবস্থা এমন এক কৃষি প্রণালী যেখানে সব ধরণের কৃষিজ ফসল, যেমন - শস্য দানা, ডাল, তৈলবীজ, দুধ, পোলট্রি, মাংস, তুলো, পাট, শাকসবজি, ফুল ও কৃষিজ ফসল থেকে উৎপন্ন খাদ্য জৈবিক ভাবে চাষ করা হয়।
■ অর্গানিক ফার্মিং এ রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক প্রভৃতির ব্যবহার থেকে বিরত থাকা হয়।
■ অর্গানিক ফার্মিং এর ক্ষেত্রে শস্যাবর্তন, গরুর গোবর, প্রাণীজাত সার, জৈব বর্জ্য ও জৈব কীটনাশক ও জীবাণুনাশক বেশি ব্যবহার করা হয়।
■ কিছু কৃষক আবার মিশ্র কৃষি ব্যবস্থার দ্বারা মাটির উর্বরতা বৃদ্ধিকারী ফসল যেমন - মিলেটের সাথে ডাল, গমের সাথে ছোলা ও তুলোর সাথে মটর শুটি চাষ করে।
■ মাটিতে জৈব পদার্থ তথা হিউমাসের পরিমান বৃদ্ধি করে মাটির জল ধারন ক্ষমতা বৃদ্ধি করা হয়।
অর্গানিক ফার্মিং বা জৈব কৃষি ব্যবস্থার গুরুত্ব
১. প্রচলিত কৃষি ব্যবস্থার সাথে যুক্ত কৃষক সহজেই অর্গানিক ফার্মিং শিখতে পারে।
২. অর্গানিক ফার্মিং কৃষি ব্যবস্থা গ্রহনের মাধ্যমে কৃষকরা ২৫% উৎপাদন খরচ কমাতে পারে ।
#organic #organicfarming #organicgardening #organicfood #organicfertilizer #organico #organicskincare #organicproducts #organicpestcontrol #organicproductsindia #organichouse #organicagro #organicagriculture #business #business2023 #businessnews #businessideas #businessowner #businesstips #businessgrowth #businessman #businesscoach #businessplan #lowinvestmentbusiness #lowinvestmentbusinessideas #lowinvestmentbusinessathome
#অর্গানিক #ব্যবসার_আইডিয়া
#অর্গানিককৃষি
#organic
#organicfarming
#organicgardening
#organicfood

Пікірлер: 8

  • @AgriFarming-DebAshis
    @AgriFarming-DebAshis

    দাদা ভিডিওতে যে শসা গাছ দেখালেন এগুলো কোন প্রজাতির সশা,

  • @gourabpoddar2330
    @gourabpoddar2330

    Dada alovera jel ar opor business diyen

  • @tuhinraj7128
    @tuhinraj7128

    Ha amra korbo r tomra khabe

  • @sksafijul4359
    @sksafijul4359

    বাড়ি কই গো সুস্থ আছেন তো বেরাইন আপনারও

  • @ChandniRoy-ii6qv
    @ChandniRoy-ii6qv

    দাদা লিপবামের ওপর ভিডিও কি দিবেন না কোনো রিপ্লাই ও তু দেন না কেন দাদা??

  • @elephant7official462
    @elephant7official462

    আপনার নম্বর টা দিন,, আমি একটা ভিডিও বানাবো,, আপনার চ্যানেলে

Келесі