অমিতাভ বচ্চন : কলকাতা কানেকশন / Amitabh Bachchan : Kolkata Connection Story

This is about Amitabh Bachchan and his Kolkata Connection Story. It can be treated as his biography or life story ( অমিতাভ বচ্চন : জীবনী / জীবন কাহিনী /জীবনের গল্প ). This Bengali video is made in order to honour Amitabha Bachchan on his 80th birthday.
১৯৬৩ থেকে ১৯৬৯ সাল --- এই ৬ বছর অমিতাভজী এই কলকাতা শহরের বুকেই কাটিয়েছিলেন। এই সময়ে এই শহরে তিনি কোথায় ছিলেন, কী কাজ করতেন, কারা তাঁর বন্ধুবান্ধব ছিলেন, এখানে তাঁর দিন কিভাবে কাটতো ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তৃত কোন আলোচনা আপনি কোথাও পাবেন না। অমিতাভ বচ্চনের জীবনীকাররা অনেকেই বলেছেন যে, তাঁর কলকাতার চাপ্টারটি বেশ অস্পষ্ট।
তবে সত্যি কথা বলতে কি, এই চ্যাপ্টারটা অস্পষ্টই থেকে যেত, যদি না তিনি একটি ধারাবাহিক রেডিও প্রোগ্রামে অংশগ্রহণ করতেন। প্রোগ্রামটির নাম ছিল বিশেষ জয়মালা। তাঁর সাক্ষাৎকার সেই অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল ১৯৮১ সালে, বিবিধ ভারতী রেডিও স্টেশন থেকে। সেখানেই অনুষ্ঠানের সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি তার কলকাতা জীবনের কথা অনেকটাই আনফোল্ড করেছিলেন।
সে সময়, সেই ষাটের দশকে কলকাতার রক্তে তখন মিশে গিয়েছিল নাট্যচর্চার প্রবল এক উন্মাদনা। একদিকে যেমন দিকপাল নাট্যকাররা ব্রেখ্ট, শেক্সপিয়ার প্রমুখ বিদেশী নাট্যকারদের নাটক অনুবাদ করছেন, তেমনি অন্যদিকে অসাধারণ সব নাটকের প্রোডাকশন হচ্ছে। অমিতাভ বচ্চনও সেই নাট্যচর্চার দ্বারা ভীষণভাবে প্রভাবিত হলেন। 'দ্য অ্যামেচার' নাট্যগোষ্ঠীর ব্যানারে তিনিও বিভিন্ন নাটকে ছোটখাটো রোলে অভিনয় করতে শুরু করলেন। সারা বছরে দু তিনটি নাটক হত। নাটকগুলি মঞ্চস্থ হতো সেন্ট টমাস স্কুলের অডিটোরিয়ামে।
১৯৬৬ সালে অ্যামেচারের নতুন নাটক ছিল: ‘হু ইজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ'। সেই নাটকে নিক নামে একটা ক্যারেক্টার ছিল। সেই ক্যারেক্টারে অভিনয় করলেন অমিতাভ বচ্চন। সেই অভিনয়ের সময় মজার ঘটনা হলো এটাই যে, অভিনয়ের সময়ে তিনি তার লম্বা দুটি হাত নিয়ে কি করবেন, ঠিক বুঝে উঠতে পারছিলেন না। তার এই অসুবিধার কথাটি বুঝতে পেরে রাজেন ব্রিজনাথ নামে একজন বন্ধু মঞ্চের সেটে একটা নিচু বুক সেলফ রেখে দেন, যার উপরে অমিতজী, তিনি তার হাতটি রাখতে পারেন। সেই নাটকটিতে রোগা চেহারায় জলদগম্ভীর কণ্ঠস্বরে অমিতাভ বচ্চন যে অভিনয় করেছিলেন তা দেখে তার সহকর্মীরা কিন্তু অনেকেই উচ্চকণ্ঠে প্রশংসা করেছিলেন।
'দ্য অ্যামেচার' নাট্যগোষ্ঠীর নাটকে অভিনয় করতে করতেই অমিতাভজী তাঁর জীবনের অভিষ্ঠ লক্ষ্য বদলে নিয়েছিলেন। ১৯৬৯ সালের ১৬ই ফেব্রুয়ারিতে তিনি পাকাপাকিভাবে নিশ্চিন্ত নিরাপদ চাকরি ছেড়ে, প্রিয় শহর কলকাতা ছেড়ে বম্বে পাড়ি দিলেন। ১৯৯৯ সালে বীর সাংভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন:
“মুম্বই এসেছিলাম শুধু একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে। মনে মনে ভেবেছিলাম অভিনেতা না হতে পারলে ট্যাক্সি চালাবো। সে সময় থাকার জায়গা না থাকায় মেরিন ড্রাইভের বেঞ্চেই থাকতে শুরু করি।“
ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ছবি ফ্লপ করার পর ১৯৭৩ সালে রিলিজ হওয়া প্রকাশ মেহেরার ছবি "জঞ্জির" অমিতাভজীর অভিনয়ের জীবনে অকল্পনীয় এক ব্রেকথ্রু এনে দিল। এই ছবি থেকেই অমিতাভ বচ্চন হয়ে উঠলেন সেলুলয়েডের ওয়ান এন্ড অনলি এংরি ইয়াং ম্যান। অচিরেই পাল্টে গেল তার জীবন, পাল্টে গেল হিন্দি সিনেমার জগৎ। সেই জগতে তিনিই হয়ে উঠলেন একমাত্র শাহেনশা।
তবে কেরিয়ারের মধ্যগগনেও কখনোই তিনি কলকাতা কানেকশনের কথা ভুলে যান নি। অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করে এই শহরের জামাই হয়ে তিনি যেমন এই শহরের সাথে ওতোপ্রোত ভাবে জড়িয়ে গেছেন, তেমনি এই শহরেরই ঋতুপর্ণ ঘোষ, সুজিত সরকার, সুজয় ঘোষ বা অনিরুদ্ধ রায়চৌধুরীদের সাথে তৈরি করে করে নিয়েছিলেন গভীর সম্পর্ক।
আর কলকাতার মানুষদের কাছে তার কৃতজ্ঞতার শেষ নেই। যখনই আসেন কলকাতায়, প্রতিবারই তার মুখ দিয়ে একটাই বাক্য উচ্চারিত হয়: সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
Now please watch this video and express your views in the comment section below.
For making of this video I am grateful to:
তথ্যঋণ:
১) The making of a Superstar
By Susmita Dasgupta
২) বিগ বি : অনেক না বলা না জানা কথা
By সুতপা দত্ত
৩) আনন্দলোক ( ২৭শে আগষ্ট, ২০২১)
#amitabhbachchan #amitabh #অমিতাভ
Thanks a lot.
yours faithfully
The Galposalpo

Пікірлер: 92

  • @maharajmaharaj1282
    @maharajmaharaj1282 Жыл бұрын

    আপনার প্রতিবেদনের অপেক্ষায় থাকি , আমি ব‍্যক্তিগত ভাবে কমার্সের ছাত্র ছিলাম কিন্তু ইতিহাস আর অঙ্ক ছিল আমার প্রিয় বিষয় , আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা.

  • @aniruddhakar3560
    @aniruddhakar3560 Жыл бұрын

    আপ্লুত হলাম আপনার মুখে প্রিয় অভিনেতার জীবন যুদ্ধের কথা শুনে।আপনাকে অভিনন্দন জানাই। একটি অভূতপূর্ব,যাদুকরী উপস্থাপনা।

  • @shanowazahmed1068
    @shanowazahmed1068 Жыл бұрын

    বানিয়ে বানিয়ে ভূল তথ‍্য , এত আত্মবিশ্বাসের কি করে বলেন? কালাপাত্থর ছবিটি তৈরী হয়েছিল , 1977 সালে ঘটে যাওয়া, বিহারের চাসনালা খনি দূর্ঘটনা উপর ভিত্তি করে। আগে ভালো করে জানুন তারপর পন্ডিতি দেখাবেন।

  • @arnabroy7635
    @arnabroy7635 Жыл бұрын

    বাংলায় হাংরি আন্দোলন সম্বন্ধে একটা ভিডিও বানান দয়া করে 🙏🙏🙏🙏

  • @satyajitmallick7575
    @satyajitmallick7575 Жыл бұрын

    চলে না অমিতাভ। মিঠুন দাদা সবার আগে

  • @satyajitmallick7575
    @satyajitmallick7575 Жыл бұрын

    চলে না। মিঠুন সবার আগে

  • @lovelyfunnycollection3346
    @lovelyfunnycollection3346 Жыл бұрын

    আপনার এটা জানা নেই অমিতাভ বচ্চন আর্মিতে জয়েন করতে চেষ্টা করেছিল কিন্তু সফল হননি

  • @nirmalyaaich4541
    @nirmalyaaich4541 Жыл бұрын

    ঘটনাগুলোর অনেকটাই আমরা জানি কিন্তু আপনার অপূর্ব এবং অসাধারণ উপস্থাপনার কোনও তুলনাই হয়না। ভালো থাকবেন।

  • @avzsenify
    @avzsenify Жыл бұрын

    ঘটনাটি অতি সুন্দর না উপস্থাপনা টি?

  • @sagarikabhattacharjee8022
    @sagarikabhattacharjee8022 Жыл бұрын

    আপনার এই ভিডিওটা খুব ভালো লাগলো। অমিতাভ বচ্চনের সম্বন্ধ্যে আরো এইরকম ভিডিও দেখতে চাই।

  • @shubhajitray8227
    @shubhajitray8227 Жыл бұрын

    সত্যিই অমিতাভ বচ্চনের জীবনে ট্রাজেডি আছে । স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏🙏✌

  • @ashimsarkar8977
    @ashimsarkar8977 Жыл бұрын

    অমিতাভ বচ্চন‌ ইজ গ্ৰেভ

  • @asitkumarkhan8529
    @asitkumarkhan8529 Жыл бұрын

    অমিতাভ বচ্চনজীর আসাধন জীবনের মত আপনার উপস্হাপনা। তবে কলিকাতার তাঁর আরো আরো উপস্থিতি কাম্য ছিলো। ধন্যবাদ।

  • @ramprosadroy857
    @ramprosadroy857 Жыл бұрын

    একটি সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ।

  • @mousumichowdhury7383
    @mousumichowdhury7383 Жыл бұрын

    অসাধারণ ভিডিও। অমিতাভ বচ্চনের কর্মজীবন সম্পর্কে জানলাম। অনেক অজানা তথ্য জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলকে।

  • @bhomratv
    @bhomratv Жыл бұрын

    খুব ভালো লাগলো স্যার শুনে

  • @narayanbhaduri5468
    @narayanbhaduri5468 Жыл бұрын

    প্রথমে আপনাদের চ্যানেল টিকে ধন্যবাদ জানাই। অমিতাভ বচ্চন স্যারের খবর গুলি জানতে পারলাম, ভালো লাগলো।

  • @papiyabanerjee5537
    @papiyabanerjee5537 Жыл бұрын

    The great Amitabaccn

  • @bangaliyogi
    @bangaliyogi Жыл бұрын

    খুব ভালো লাগলো !।ধন্যবাদ জানাই আপনাকে।

  • @user-dw1kx4fy9r
    @user-dw1kx4fy9r Жыл бұрын

    খুব সুন্দর আপনার উপস্থাপনা। খুব ভালো লাগলো, তবে আরো ডিটেইলসে চাই।

Келесі