শৈল্পিক শামীমপুর গ্রামে বদলে যাবে বরুড়ার আশ্রয়হীনদের জীবন।

Ойын-сауық

শৈল্পিক শামীমপুর গ্রামে বদলে যাবে বরুড়ার আশ্রয়হীনদের জীবন।
Facebook page: onlinekhosbasbarta/
Newspaper: khosbasbarta.com/
Phone: 01811-561017
Mail: info@khosbasbarta.com
khosbasbarta
khosbasbarta
www.twitch.tv/khosbasbarta
kzread.info
আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষে 'অবিরাম সত্য ও ন্যায়ের পথে' এই স্লোগানটিকে প্রতিপাদ্য করে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে বরুড়া উপজেলার একমাত্র অনলাইন পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে খোশবাস বার্তা'র।
আমাদের চিন্তাজগত ঘিরে তখন একটা ভাবনায় ছিল 'নিজের ঘর আলোকিত হলে, এই আলো একদিন পুরো দেশে ছড়িয়ে পড়বে' বছরের পর বছর আমি একই কথা বলি।
খোশবাস বার্তা খোশবাস উত্তর ইউনিয়নকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও মানবিক মূল্যবোধ দিয়ে আলোকিত করার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করে আসছে।
সাত বছর আগের একদিনে খোশবাস বার্তা যখন অনলাইনে প্রকাশ করেছিলাম, তখন তার একটা কল্পিত চেহারা নিশ্চয় ছিল আমার মনে। খোশবাস বার্তা সেই চেহারা নিয়েছে তা হয়ত নয়। কিন্তু তার জন্যে কোনো খেদ নেই। সন্তান যখন বড় হতে থাকে, তার অবয়ব ও প্রকৃতি যেমন সে সম্পর্কিত পূর্বধারনার সঙ্গে সবটা মেলে না,কিন্তু তাতে তার সমাদরের কিছুমাত্র লাঘব হয় না। অন্যদিকে খোশবাস বার্তা অল্প সময় যে রকম বিস্তার লাভ করেছে তা আমার আশাতীত।কিন্তু এই পত্রিকাটি খোশবাস ইউনিয়নের দরিদ্র মানবগোষ্ঠীর মানবতার কল্যাণে যে ভূমিকা রেখেছে তাতে আমরা সন্তুষ্টচিত্ত, এর স্বীকৃতিতে আমরা অভিভূত।
খোশবাস বার্তার ছয় বছরের দীর্ঘপথের ভ্রমণে অনেকেই আনন্দিত হয়ে উঠেছেন এবং আমাদের কে অনুপ্রাণিত ও সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।

Пікірлер: 2

  • @yaminahmed8946
    @yaminahmed89467 ай бұрын

    অত্যন্ত মানবিক কাজ ধূমপান মুক্ত বরুড়া চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এস কিউ চেয়ারম্যান জনাব শফিউদ্দিন আহমেদ শামীম স্যারের দীর্ঘায়ু নেক হায়াত কামনা করি।

  • @abdulhai3301
    @abdulhai33016 ай бұрын

    ঘোষপা গ্রাম বরুড়া থানা