৫৯৯ টাকার বুফে খেয়ে ফাটিয়ে দিলুম দাদা 65 items Buffet Lunch at The Buffet Stories Mirpur | Khai Dai

৫৯৯ টাকার বুফে খেয়ে ফাটিয়ে দিলুম দাদা 65 items Buffet Lunch at The Buffet Stories Mirpur | Khai Dai
Google Map:
goo.gl/maps/BnAbyj234CCHndS56
Please Subscribe for more Videos:
/ khaidaicombd
Like us on facebook:
/ khaidaibd
Bangladesh might be a small country, but it has wide variety of foods in different regions. khai-dai.com solely focuses on exploring the different cuisines around Bangladesh.
Join us on adventures discovering off-beat destinations around the country while trying to eat everything in site! You’ll find street food videos, restaurant reviews as well as essence of local Bengali cuisines.
We live to eat, and we know you do too! We love eating street foods and culinary treats while learning about the different cultures!
New videos are posted every week, so make sure to subscribe so you don't miss a video.
#KhaiDai
#FoodVlog
#MeghnaTV
#FoodReview

Пікірлер: 392

  • @asrartanim2460
    @asrartanim24603 жыл бұрын

    বাংলাদেশে আপনিই সম্ভবত প্রথম অথেনটিক ফুড রিভিউয়ার। অনেকেই খালি বিরিয়ানি দেখিয়েই মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে। তাদের বাচন ভঙ্গি, খাবারের ইতিহাস এসবের কোন বালাই নেই। আপনার ফুড রিভিউ দেখা মানে ঐ খাবার ঐ ঐতিহ্য সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া❤. আপনার সাবস্ক্রাইবার রাও মোটের উপর আধুনিক এবং সভ্য শ্রেণীর বেশি। শুভকামনা 😍❤

  • @abutaherliton819
    @abutaherliton8193 жыл бұрын

    একজন ভোজন রসিক হিসেবে বাংলাদেশের প্রায় সব ফুড ব্লগ আমি নিয়মিত দেখি, কিন্তু আপনার বাচনভঙ্গি, খাবার সম্পর্কে বিস্তারিত বর্ণনা শুনে আমি মুগ্ধ হই।। অযথা ভাব না নিয়ে কিভাবে বুফে অফার কাজে লাগাতে হয় তাও শিখেছি আপনার কাছে।। কিন্তু ভাই আমি বুঝি না ঠিক, আপনার সাবস্ক্রাইবার কম কেন?? আমার দৃষ্টিতে আপনিই সেরা।।

  • @ummeyatiyaa7295
    @ummeyatiyaa72953 жыл бұрын

    ভাইয়া আপনার প্রথম (গতকাল)যে ভিডিও টা দেখেছিলাম সেটা প্রথমে তেমন ভালো লাগেনি ডিস্লাইক দিয়েছিলাম।কিন্তু বিশ্বাস করেন যখন পুরো ভিডিও দেখলাম ডিস্লাইক টা দেওয়া ভুল হয়েছে বলে মনে হলো,, খুব ইনফরমেটিভ মনে হয়েছিল।অনেকেই এজন্য হয়তো পছন্দ করেনা আপনার ভিডিও কিন্তু কাল থেকে অনেক গুলো ভিডিও আপনার দেখেফেলেছি।অনেক ভালো লাগে এখন। সব বিষয় মাথায় রেখে যেভাবে ভিডিও করেন ধরন টা ভালো এভাবেই চালিয়ে যান💙

  • @alomgirsarkar6500
    @alomgirsarkar65002 жыл бұрын

    বাফেট কি ধানমন্ডি উত্তরা গুলশান ছাড়া হয় না?আর একি হোটেল ৫০জন ইউটিউবার ৩বার করে দেখায় কেন মতিঝিল পল্টন ওয়ারি কাকরাইলে হয় না।

  • @dmmahmud
    @dmmahmud3 жыл бұрын

    সবই যদি ভালো লাগে ভালো লাগে বলা হয়। তাহলে কিছু বোঝা যায় না।আরো বলিষ্ঠ ও স্পষ্টভাষী হলে দর্শকদের বুঝতে সুবিধা হতো কোনটা আসলেই টেস্টি, বা টেস্টি নয়।

  • @sakibulhossain9535
    @sakibulhossain95353 жыл бұрын

    আপনি একমাত্র মানুষ যে কিনা খাবার সাথে সাথে exercise এর কথাটা বললেন। বাকি গুলো তো খেতে খেতে রিভিউ দিতে দিতে ফুলে ঢোল হয়ে গেছে। তারপরও তাদের মনে হয়না তারা অসুস্থ।

  • @mitujusultana1927
    @mitujusultana19272 жыл бұрын

    আপনারা যে রেস্তোরাঁয় যান সেখানের ভিজিটিংকাড, টাইমিং, অফডে ভালো করে ভিউয়ারদের জানাবেন যেন সেখানে গিয়ে আশায় গুড়িবালি না হয়।

  • @asaduzzamanrasel8914
    @asaduzzamanrasel89142 жыл бұрын

    ঠিকানা ও মোবাইল নামবার থাকা উচিত

  • @pinkyabsar9862
    @pinkyabsar98623 жыл бұрын

    সত্যি বলছি অনেক কষ্ট লাগে.... যখন দেখি উপস্থাপনায় আরো অন্য অনেক ফুড ব্লগার থেকে আপনি বেটার হয়েও ওদের চাইতে আপনার সাব্সক্রাইবার এতো কম.....যোগ্য লোকের মূল্যায়ন সবাই করতে পারে না!চলিয়ে যান দোয়া রইলো।

  • @banglafunnydramaclip632
    @banglafunnydramaclip6323 жыл бұрын

    বাংলা খাবার টাহ হাত দিয়ে খেতে পারতেন..!চামুচ না ব্যবহার করে..!

  • @ProdhanBhai
    @ProdhanBhai3 жыл бұрын

    বাংলা সাহিত্যে খাবারের সবচেয়ে সরস বর্ননা দিয়েছিলেন সৈয়দ মুজতবা আলী, ওনার পর হুমায়ূন আহমেদ।

  • @psychopsycho2199
    @psychopsycho21993 жыл бұрын

    অনেকেই বলছে ভিডিও ছোট করতে। আমার ব্যাক্তিগতভাবে মনে হয় খাবার তাড়াহুড়ো করে খাওয়াতেও শান্তি নেই এবং সেটা দেখাতেও আনন্দ নেই। খাবার আয়েশ করেই খেতে হয় এবং সেটা সময় নিয়ে দেখাতেই তৃপ্তি।

  • @sumaiya_the_brownee
    @sumaiya_the_brownee3 жыл бұрын

    আজ আমি দুটো জিনিস বলার আছে। প্রথমটা হলো এক/দুই বছর আগে একটা ভিডিও তে আপনি বিরিয়ানি খাচ্ছিলেন চাটনি মাখিয়ে । ঠিক মতো স্বাদ পাননি। আমি বরাবরের নিরব দর্শক হলেও সেদিন বলেছিলাম যেকোনো খাবার আগে শুধু খেয়ে তারপর মাখিয়ে খাবেন... সেই অনুরোধ আপনি রেখেছিলেন। আজকে আবার আপনাকে বলতে দেখলাম " একবার শুধু খেয়ে দেখি" 😊 ভাল লাগল।

  • @rollno.45official52
    @rollno.45official523 жыл бұрын

    খাবার খাওয়া এইভাবে কাব্যিক ভাবে অলংকার দিয়ে আই গেস কেউ ব্যখ্যা করে না । you are so good at this.. 👌👌

  • @kazinabihachowa555
    @kazinabihachowa5553 жыл бұрын

    ভাইয়া উপস্থাপনা অত্যন্ত স্মার্ট। ভিন্ন ধর্মী রিভিউ। নিয়মিত আপনার ভিডিও দেখি ভাইয়া। দেখলেই খুদা লেগে যায়। আপনি সফল। best of luck.

  • @zinpori6089
    @zinpori60893 жыл бұрын

    খাই দাই ডট কমের সেই শুরু থেকে শেষ অবধি এখন পর্যন্ত সমস্ত ভিডিও দেখেছি, পাশে আছি। আর মাঝরাতে খালেদ ভাইয়ের সুন্দর উপস্থাপনা আর খাবার দেখে আমি আর আমার ৮ বছরের ছেলে খাবারের লোভে জ্বলজ্বল করি 😋😋😋। আর পরদিন সকালেই সেই খাবারের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ি 😁😁😁।

  • @penmuni3833
    @penmuni38333 жыл бұрын

    I don't know why it came to my youtube page. I don't understand the language. But the food from Bangladesh looks amazing (nice description by the way). I wish to go there someday to taste the dishes. Everything looks so colorful. Our food is very bland compared to yours. Love from Bulgaria.

  • @soniakeya3886
    @soniakeya38863 жыл бұрын

    আপনার বাঙলা সাহিত্যের বর্ণনা অসাধারণ। ফুড রিভিউ অন্য সবার চেয়ে ভালো।

  • @moinaksarkar5278
    @moinaksarkar52783 жыл бұрын

    এই বুফে নিয়ে অনেক ভিডিও দেখেছে, অনেক ইউটিউবার কাভার করেছেন, সেগুলো ছোট ভিডিও হোক আর যা ই হোক খালেদ ভাইয়ের এই ৪১ মিনিট এই টা যত আগ্রহ আর মজা করে দেখছি কোনটা ই আর এমন ভাবে পাই নি

  • @MrhmmD
    @MrhmmD3 жыл бұрын

    সময় নিয়ে অনেকের সমস্যা দেখি :/ ২০২০ সালে এমন লোকজন কোথা থেকে আসে বুঝিনা।

Келесі